For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরকার ১৬০, বুমরাহ ম্যাচ জমালেও এবি-র ব্যাটে ভর করে জয়ের দিকে আরসিবি

Google Oneindia Bengali News

চতুর্দশ আইপিএলের উদ্বোধনী ম্যাচেই বিরাট কোহলি ও রোহিত শর্মার দ্বৈরথ। জিততে হলে বিরাট কোহলিদের করতে হবে ১৬০ রান। টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। ৯ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্স তোলে ১৫৯ রান। ২৭ রানে পাঁচ উইকেট নেন হর্ষল প্যাটেল। আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই প্রথম কোনও বোলার পাঁচ উইকেট নিলেন। শেষ ওভারে পড়ল চার উইকেট। এলো ১ রান। আরসিবি আগে কখনও আইপিএল জেতেনি। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে বেশিবার আইপিএল জিতেছে। যে ছটি স্টেডিয়ামে এবার আইপিএলের খেলাগুলি হবে তার মধ্যে চেন্নাইয়ের স্লো টার্নারেই বিরাট কোহলির স্ট্রাইক রেট সবচেয়ে কম। আবার গত আট বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ম্যাচ হেরে আসছে। তবে দুই দলের শেষ দশটি সাক্ষাতে রোহিতরা বিরাটদের চেয়ে এগিয়ে রয়েছেন ৮-২ ব্যবধানে।

হর্ষলের বিধ্বংসী স্পেল আর বিরাট-ম্যাক্স জুটিতে মুম্বই বধের লক্ষ্যে আরসিবি

Newest First Oldest First
11:01 PM, 9 Apr

আরসিবি-র ষষ্ঠ উইকেটের পতন। ড্যান ক্রিশ্চিয়ানকে ফেরালেন বুমরাহ। বিরাটের দল ৬ উইকেটে ১২২।
10:50 PM, 9 Apr

ম্যাক্সওয়েলকে আউট করার পর একই ওভারে শাহবাজ আহমেদকে ফেরালেন জেনসেন। আরসিবি ১৫ ওভারে ১০৬/৫
10:44 PM, 9 Apr

আরসিবি-র চতুর্থ উইকেটের পতন। ২৮ বলে ৩৩ রান করে মার্কো জেনসেনের শিকার গ্লেন ম্যাক্সওয়েল। ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। ১৪.৩ ওভারে আরসিবি ১০৩/৪
10:35 PM, 9 Apr

২৯ বলে ৩৩ রান করে জশপ্রীত বুমরাহ-র বলে লেগ বিফোর হলেন বিরাট কোহলি। আরসিবি অধিনায়কের উইকেট তিনি পেলেন এই নিয়ে চতুর্থবার। ১২.৩ ওভারে আরসিবি ৯৮/৩। বিরাট-ম্যাক্সওয়েল জুটিতে উঠল ৫২ রান।
10:04 PM, 9 Apr

অভিষেক ম্যাচে ব্যর্থ তিনে নামা রজত পাতিদার। ট্রেন্ট বোল্টের শিকার হলেন তিনি। করলেন ৮ রান। মুম্বই ইন্ডিয়ান্স ৫.৫ ওভারে ৪৬/২
9:57 PM, 9 Apr

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম উইকেটের পতন। ১৬ বলে ১০ রান করে ক্রুণাল পাণ্ডিয়ার বলে ক্রিস লিনের হাতে ক্যাচ দিয়ে আউট ওয়াশিংটন সুন্দর। ৪.২ ওভারে আরবিসি ১ উইকেটে ৩৬।
9:44 PM, 9 Apr

জয়ের জন্য প্রয়োজন ১৬০ রান। ওপেনিং জুটিতে চমক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বিরাট কোহলির সঙ্গে ওপেন করতে নামেন ওয়াশিংটন সুন্দর। বোল্টের প্রথম ওভারে ওঠে ১০ রান।
9:18 PM, 9 Apr

২০তম ওভারে বিধ্বংসী হর্ষল প্যাটেল। প্রথম দুই বলে ক্রুণাল ও পোলার্ডের উইকেট তুলে নিলেও হ্যাটট্রিক করতে পারেননি। তবে চতুর্থ বলেই ফেরালেন মার্কো জেনসেনকে। ম্যাচে পাঁচ উইকেট হর্ষলের। মুম্বই ইন্ডিয়ান্স ১৫৮/৮
9:15 PM, 9 Apr

২০তম ওভারের প্রথম দুই বলে মুম্বই ইন্ডিয়ান্সের ষষ্ঠ ও সপ্তম উইকেটের পতন। হর্ষল প্যাটেলের তৃতীয় শিকার ক্রুণাল পাণ্ডিয়া। আউট ৭ রানে। এর পরের বলেই আউট কায়রন পোলার্ড। তিনিও করেন ৭। মুম্বই ইন্ডিয়ান্স ১৫৮/৭
9:07 PM, 9 Apr

মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম উইকেটের পতন। ১৯ বলে ২৮ রান করে লেগ বিফোর ঈষান কিষাণ। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হন বিরাট কোহলি। হর্ষল প্যাটেলের দ্বিতীয় উইকেট। ১৭.৪ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৫/৫
8:50 PM, 9 Apr

হর্ষল প্যাটেলের বলে লেগ বিফোর হার্দিক পাণ্ডিয়া। আউট হলেন ১৩ রান করে। রিভিউ নিয়েও লাভ হয়নি। মুম্বই ইন্ডিয়ান্স ১৬ ওভারের শেষে ১৩৫/৪
8:36 PM, 9 Apr

নিজের বলেই দর্শনীয় ক্যাচ ধরে বিপজ্জনক ক্রিস লিনকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ৩৫ বলে ৪৯ রান করে আউট লিন। মেরেছেন চারটি চার ও তিনটি ছয়। ১৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১০৫/৩
8:32 PM, 9 Apr

মুম্বই ইন্ডিয়ান্সের ১০০ রান পার ১২.২ ওভারে। ক্রিস লিন অপরাজিত ৪৮ রানে।
8:25 PM, 9 Apr

মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটের পতন। কাইল জেমিসনের শিকার সূর্যকুমার যাদব। ২৩ বলে ৩১ রানে আউট। মুম্বই ইন্ডিয়ান্স ১১ ওভারে ৯৪/২
8:20 PM, 9 Apr

১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৮৬ রান। লিন-সূর্য জুটিতে এখনও অবধি উঠেছে ৬২ রান।
8:15 PM, 9 Apr

৯ ওভার শেষে স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেটে ৮৩। পাওয়ারপ্লে-তে রোহিতের উইকেট হারিয়ে মুম্বইয়ের রান ছিল ৬ ওভারে ৪১ রান।
8:03 PM, 9 Apr

৬.৪ ওভারে পঞ্চাশ পেরিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। শাহবাজ আহমেদের সপ্তম ওভারে এলো ১৪ রান। ৭ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৫৫ রান, রোহিত শর্মার উইকেট হারিয়ে।
7:50 PM, 9 Apr

ক্রিস লিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। করলেন ১৫ বলে ১৯। মুম্বই ইন্ডিয়ান্স ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৪ রান করেছে।
7:40 PM, 9 Apr

এবারের আইপিএলের প্রথম ওভার বল করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ। খরচ করলেন মাত্র ৪ রান। এদিন আরসিবি-র যুজবেন্দ্র চাহাল শততম আইপিএল ম্যাচ খেলছেন।
7:24 PM, 9 Apr

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), ক্রিস লিন, ঈষান কিষাণ, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, মার্কো জেনসেন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ
7:22 PM, 9 Apr

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, রজত পাতিদার, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
7:10 PM, 9 Apr

গতবারের আইপিএল ফাইনাল খেলা দলে দুই পরিবর্তন আনল মুম্বই ইন্ডিয়ান্স। কোয়ারান্টিনে আছেন কুইন্টন ডি কক। ফলে ক্রিস লিন ওপেন করবেন। অভিষেক হচ্ছে মার্কো জেনসেনের।
7:04 PM, 9 Apr

আরসিবি দলের হয়ে আজ খেলতে পারবেন না দেবদত্ত পাড়িক্কল। গ্লেন ম্যাক্সওয়েল,কাইল জেমিসন প্রথম খেলবেন আরসিবি জার্সি গায়ে। আট বছর পর ড্যান ক্রিশ্চিয়ানও প্রথম একাদশে। অভিষেক হচ্ছে রজত পাতিদারের।
7:01 PM, 9 Apr

আইপিএলের উদ্বোধনী ম্যাচে টস জিতলেন বিরাট কোহলি। বহুদিন পর টস জিতে স্বস্তির নিঃশ্বাস আরসিবি অধিনায়কের। ফিল্ডিং নিল আরসিবি।
6:55 PM, 9 Apr

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আজ প্রথম আইপিএল খেলবেন ক্রিস লিন। তাঁর মাথায় দলের টুপি পরিয়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
6:50 PM, 9 Apr

আইপিএলে ৮টি দল এবার ৫৬টি লিগ ম্যাচ খেলবে। আইপিএল এবার হবে দেশের ৬টি স্টেডিয়ামে। আমেদাবাদে হবে প্লে অফ-সহ ফাইনাল।
6:35 PM, 9 Apr

২০১৩ সাল থেকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেরে আসছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার রোহিত শর্মার দল আইপিএল খেতাব জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে। সেই সঙ্গে প্রথম ম্যাচে হারের রেকর্ডও আর বাড়তে দিতে চাইছেন না গত দুই বারের চ্যাম্পিয়নরা।
6:28 PM, 9 Apr

উদ্বোধনী ম্যাচ শুরু আর এক ঘণ্টা পর। খেলা শুরুর আগে অনুশীলনে নিমগ্ন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
6:25 PM, 9 Apr

ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। এদিন দুপুরে একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে রাহুল দ্রাবিড় খুব রেগে রয়েছেন। বিরাট তাই ক্যাপশনে মজা করেছেন লিখেছেন, রাহুল ভাইকে এভাবে আগে কখনও দেখিনি!
6:20 PM, 9 Apr

মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পরস্পরের মুখোমুখি হয়েছে ২৭ বার। ১৭ বার জিতেছে আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। দশবার জিতেছে আরসিবি। রোহিত শর্মা আইপিএলে ২০০টি ম্যাচ খেলেছেন। বিরাট কোহলি খেলেছেন ১৯২টি ম্যাচ।
READ MORE

English summary
14th Edition Of IPL Starting Tonight. Royal Challengers Bangalore Will Face Defending Champion Mumbai Indians In Chennai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X