For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাড়িক্কলের শতরান ও বিরাট ঝড়ে সাফ রাজস্থান, চলতি আইপিএল টানা ৪ ম্যাচে আরসিবি-র জয়

বিরাট-পাড়িক্কল ব্যাটিং ঝড়ে সাফ রাজস্থান, চলতি আইপিএল টানা ৪ ম্যাচে আরসিবি-র জয়

  • |
Google Oneindia Bengali News

দেবদত্ত পাড়িক্কলের শতরান ও বিরাট কোহলির ব্যাটিং ঝড়ে কার্যত উড়ে গেল রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে পরপর চার ম্যাচ জিতে আবারও লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর। ১০ উইকেট জয় হাসিল করে বড়সড় নেট রান রেটে পৌঁছে গেল বিরাট কোহলির দল। অন্যদিকে ম্যাচ হেরে অনেকটাই পিছনে চলে গেল রাজস্থান রয়্যালস।

পাড়িক্কলের শতরান ও বিরাট ঝড়ে সাফ রাজস্থান, চলতি আইপিএল টানা ৪ ম্যাচে আরসিবি-র জয়

১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই হাত খুলতে শুরু করেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। সাবলীল ঢঙে রাজস্থানের সব বোলারকে তুলে বাউন্ডারির বাইরে ফেলতে থাকে তরুণ তারকা। আইপিএলে নিজের প্রথম শতরানও চার মেরেই হাসিল করেন দেবদত্ত। সেই তুলনায় খানিকটা দেরিতে ব্যাট চালাতে শুরু করেন বিরাট কোহলি। কিন্তু ছন্দে ফিরেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন আরসিবি অধিনায়ক।

ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরির পাশাপাশি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৬ হাজার রান পূর্ণ করেন বিরাট কোহলি। ম্যাচে ৪৬ বল খেলে ৭১ রানে অপরাজিত থাকেন আরসিবি অধিনায়ক। ৬টি চার ও ৩টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৫২ বলে ১০১ রান করেন পাড়িক্কল। ১১টি চার ও ৬টি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেছিলেন বিরাট কোহলি। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেছিলেন আরসিবি অধিনায়ক।

বিরাটের সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন আরসিবি-র ফাস্ট বোলার মহম্মদ সিরাজ ও কাইল জেমিয়েসন। রাজস্থানের ব্রিটিশ ওপেনার জস বাটলারের উইকেট নেন সিরাজ। মাত্র ৮ রান করেন ডান হাতি ওপেনার। রাজস্থানের দ্বিতীয় ওপেনার মনন ভোরাকে (৭) ফিরিয়ে দেন জেমিয়েসন। ডেভিড মিলারের (০) উইকেট নিয়ে রাজস্থানকে প্রতিযোগিতা থেকে বেশ খানিকটা দূরে ঠেলে দেন মহম্মদ সিরাজ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাট চালাতে শুরু করেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। দুটি চার ও একটি ছক্কা সহযোগে তিনি ১৭ বলে ২১ রানে পৌঁছে যান। ১৮তম বলে ওয়াশিংটন সু্ন্দরের শিকার হন রাজস্থানের নেতা। গ্লেন ম্যাক্সওয়েলের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন সঞ্জু। তাতে আরও খানিকটা পিছিয়ে যায় জয়পুরের দল।

তবে ঠিক সেখান থেকেই ম্যাচে ফেরার লড়াইও শুরু করে দেয় রাজস্থান রয়্যালস। শিবম দুবে ও রিয়ান পরাগের লড়াকু অর্ধশতরান পার্টনারশিপের সৌজন্যে ম্যাচ তুল্যমূল্য লড়াইয়ের দিকে খানিকটা এগোয় গোলাপী শিবির। কিন্তু রিয়ান পরাগ আউট হওয়ার পর আবার চাপে পড়ে যায় রাজস্থান। ১৬ বলে ২৫ রান করেন অসমের এই তরুণ ব্যাটসম্যান। চারটি চার আসে তাঁর ব্যাট থেকে।

রাজস্থানের জার্সিতে সাত নম্বরে ব্যাট করতে নামা রাহুল তেওয়াটিয়া পরপর ছক্কা ও চার হাঁকিয়ে নিজের খাতা খোলেন। ৩২ বলে ৪৬ রান করে আউট হন শিবম দুবে। পাঁচটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২৩ বলে ৪০ রান করেছেন রাহুল তেওয়াটিয়া। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। আরসিবি-র হয়ে ৩ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও হর্ষল প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন কাইল জেমিয়েসন, কেন রিচার্ডসন, ওয়াশিংটন সুন্দর।

English summary
IPL 2021 : Royal Challengers Bangalore beat Rajasthan Royals in an important
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X