For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights : আরসিবি বনাম সিএসকে, অল রাউন্ডার জাদেজার বিক্রমে ম্যাচ হাতছাড়া বিরাট শিবিরের

IPL Highlights : আরসিবি বনাম সিএসকে, দক্ষিণি ডার্বির প্রধান আকর্ষণ বিরাট-ধোনির লড়াই

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুথোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। দক্ষিণি ডার্বি কতটা হাড্ডাহাড্ডি হবে, তা নিয়ে যেমন মানুষের আগ্রহের শেষ নেই, তেমনই এ ম্যাচে বিরাট কোহলি ও এমএস ধোনির শ্রেষ্ঠত্বের লড়াই দেখার অপেক্ষায় বসে ক্রিকেট বিশ্ব। এখনও পর্যন্ত চার ম্যাচের সবকটি জিতে আইপিএল তালিকার শীর্ষে রয়েছে আরসিবি। চার ম্যাচের তিনটিতে জিতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিএসকে। ফলে আজকের যুদ্ধে কেউ কাউকে যে ছেড়ে কথা বলবে না, তা নিশ্চিত।

IPL Highlights : আরসিবি বনাম সিএসকে, অল রাউন্ডার জাদেজার বিক্রমে ম্যাচ হাতছাড়া বিরাট শিবিরের

Newest First Oldest First
7:18 PM, 25 Apr

২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১২২ রান তুলল আরসিবি। সিএসকে-র বিরুদ্ধে ৬৯ রানে ম্যাচ হারল বিরাট কোহলি শিবির।
7:06 PM, 25 Apr

৯ উইকেট হারিয়ে হারের অপেক্ষা করছে আরসিবি। ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ইমরান তাহির।
6:32 PM, 25 Apr

ব্যাটিংয়ের পর বোলিং এবং ফিল্ডিংয়ে আসর কাঁপাচ্ছেন জাদেজা। ড্যানিয়েল ক্রিস্টিয়ানরান আউট করার পর এবি ডিভিলিয়ার্সকে সাজঘরে ফেরালেন জাড্ডু।
6:23 PM, 25 Apr

৭৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে আরসিবি।
6:22 PM, 25 Apr

ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই গ্লেন ম্যাক্সওয়েলকে বোল্ড করলেন রবীন্দ্র জাদেজা। ১৫ বলে ২২ রান করে আউট হলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান।
6:16 PM, 25 Apr

ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও আরসিবি-কে ধাক্কা দিলেন সিএসকে-র রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দরের উইকেট নিলেন জাড্ডু।
6:06 PM, 25 Apr

১৫ বলে ৩৪ রান করে আউট হলেন দেবদত্ত পাড়িক্কল।
5:58 PM, 25 Apr

৬ বলে ৮ রান করে আউট হলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ৪৪ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে আরসিবি।
5:56 PM, 25 Apr

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, আজ সেখান থেকেই শুরু করলেন আরসিবি ওপেনার দেবদত্ত পাড়িক্কল। ওয়াংখেড়েতে ছক্কা ও চারের বন্যা।
5:45 PM, 25 Apr

১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করল আরসিবি। প্রথম ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ১০/০।
5:30 PM, 25 Apr

২৮ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেললেন জাড্ডু।
5:29 PM, 25 Apr

হর্ষল প্যাটেলের শেষ ওভারে পাঁচটি ছক্কা ও একটি চার মারলেন জাদেজা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে সিএসকে-র স্কোর ১৯১।
5:25 PM, 25 Apr

২০তম ওভারে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে ছক্কার ফুলঝুড়ি।
5:10 PM, 25 Apr

৭ বলে ১৪ রান করে আউট হলেন আম্বাতি রায়ডু। উইকেট নিলেন হর্ষল প্যাটেল।
4:50 PM, 25 Apr

১৪ ওভার শেষে সিএসকে-র স্কোর ১১১/৩।
4:47 PM, 25 Apr

একই ওভারে আউট হলেন ফ্যাফ ডু প্লেসি।
4:46 PM, 25 Apr

ছক্কা হাঁকাতে গিয়ে আরসিবি-র হর্ষল প্যাটেলের বলে আউট হলেন সিএসকে-র সুরেশ রায়না।
4:44 PM, 25 Apr

কেকেআরের পর আরসিবি-র বিরুদ্ধেও অর্ধশতরান ফ্যাফ ডু প্লেসির।
4:40 PM, 25 Apr

অর্ধশতরানের মুখে ডু প্লেসি। চালিয়ে খেলছেন রায়না। ১৩ ওভার শেষে সিএসকে-র স্কোর ১১০/১।
4:24 PM, 25 Apr

১০ ওভার শেষে সিএসকে-র স্কোর ৮৩/১।
4:24 PM, 25 Apr

১০ম ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন সুরেশ রায়না।
4:23 PM, 25 Apr

দুই সিএসকে ওপেনারের মধ্যে ৭৪ রানের পার্টনারশিপ।
4:22 PM, 25 Apr

ফ্যাফ ডু প্লেসি ও ঋতুরাজ গায়েকোয়াড়ের পার্টনারশিপ ভাঙলেন যুজবেন্দ্র চাহাল।
3:48 PM, 25 Apr

আজ জিতলে চলত আইপিএলে নিজেদের প্রথম পাঁচ ম্যাত জিতবে আরসিবি। টুর্নামেন্টের ইতিহাসে যে কাজ এর আগে কোনও দল করে দেখাতে পারেনি।
3:45 PM, 25 Apr

তিন ওভার শেষে সিএসকে-র স্কোর কোনও উইকেট না হারিয়ে ২১।
3:43 PM, 25 Apr

ওয়াংখেড়ের ব্যাটিং পিচে প্রথম থেকেই চালিয়ে খেলছে চেন্নাই সুপার কিংস। মহম্মদ সিরাজের দ্বিতীয় ওভারে ছক্কা ও চার হাঁকালেন ফ্যাফ ডু প্লেসি।
3:14 PM, 25 Apr

আরসিবি-র প্রথম একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কল, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, কাইল জেমিয়েসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চাহাল।
3:14 PM, 25 Apr

সিএসকে-র প্রথম একাদশ : ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়েকোয়াড়, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির।
3:07 PM, 25 Apr

দুই দলে দুটি করে পরিবর্তন করা হয়েছে।
3:06 PM, 25 Apr

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হারলেন বিরাট কোহলি। আরসিবি-র বিরুদ্ধে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক এমএস ধোনির।
READ MORE

English summary
IPL 2021 : Royal Challengers and Chennai Super Kings match hightlights in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X