For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে যা বললেন ঋষভ পন্থ

Google Oneindia Bengali News

প্রত্যাশামতোই আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড সফর, এমনকী টি ২০ বিশ্বকাপেও তিনি অনিশ্চিত। সহ অধিনায়ক পন্থকেই তাই নেতা হিসেবে বেছে নিল দিল্লির ফ্র্যাঞ্চাইজি।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে যা বললেন ঋষভ পন্থ

দুরন্ত ফর্মে থাকা ঋষভ পন্থ বলেছেন, এটা স্বপ্নপূরণের মুহূর্ত। দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়ক বিবৃতিতে বলেছেন, দিল্লিতেই আমি বড় হয়েছি। ছয় বছর আগে দিল্লি থেকেই আমার আইপিএলে অভিষেক। দলকে একদিন নেতৃত্ব দিতে পারার ইচ্ছা সব সময়ই আমার মনের মধ্যে ছিল। আজ সেই সুযোগ আসায় আমি আপ্লুত। যাঁরা আমাকে অঘিনায়ক হিসেবে যোগ্য মনে করেছেন দলের কর্ণধার-সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ। দারুণ কোচিং স্টাফেরা রয়েছেন, অনেক অভিজ্ঞ সিনিয়র সতীর্থরা রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের জন্য নিজের সেরাটা দিতে আমি তৈরি।

দলের কোচ রিকি পন্টিং বলেছেন, গত দুই বছর ধরে দিল্লি ক্যাপিটালসকে দারুণ নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। দলের খেলাতেই তা স্পষ্ট। অস্ট্রেলিয়া সফরের পর ইংল্যান্ড সিরিজে দারুণ সফল পন্থের কাছে অধিনায়কত্ব একটা বড় সুযোগ। সাম্প্রতিক তাঁর ফর্ম তাঁকে যেমন আত্মবিশ্বাসী করে তুলেছে, তেমনই নতুন ভূমিকা তাঁর দায়িত্ব আরও বাড়াল। তাঁর সঙ্গে কাজ করতে আমরা কোচেরা প্রস্তুত, আইপিএল শুরুর প্রহর গুনছি। দলের কর্ণধার পার্থ জিন্দলের কথায়, আমাদের দল আবেগ দিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলা পছন্দ করে। যা ঋষভ পন্থের খেলার সঙ্গে মানানসই। দিল্লি দল ঋষভের উন্নতির ক্ষেত্রে যেমন সহায়তা করেছে, তেমনই ঋষভও আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর প্রতি শুভেচ্ছা রইল।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে যা বললেন ঋষভ পন্থ

শ্রেয়স আইয়ার বলেছেন, আমি কাঁধে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর দিল্লি ক্যাপিটালসের একজন অধিনায়ক বাছা প্রয়োজন ছিল। আমি নিজে মনে করছিলাম, ঋষভই নেতা হিসেবে সবার চেয়ে এগিয়ে। আমাদের দারুণ দলকে নিয়ে দারুণ কিছু করার জন্য ঋষভকে শুভেচ্ছা জানাই। দলকে আমি মিস করব, কিন্তু দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত থাকব।

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে যা বললেন ঋষভ পন্থ

আজ এক বিবৃতিতে পন্থকে অধিনায়ক হিসেবে ঘোষণা করার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের তরফে বলা হয়েছে, অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর থেকেই দলকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন শ্রেয়স আইয়ার। গত বছর তাঁর অধিনায়কত্বে দিল্লি ক্যাপিটালস ফাইনালেও খেলেছিল। এবারের আইপিএলে শ্রেয়সের অভাব অনুভূত হবে। আবার তাঁকে আগামী বছর আমরা দিল্লির জার্সিতেই দেখতে চাই। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। যে কোনও সময়ে যে কোনও সহযোগিতার জন্য শ্রেয়সের পাশেই রয়েছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজিও।

English summary
IPL 2021 Will Commence From 9th April. Rishabh Pant Will Lead Delhi Capitals As He Says It's A Dream Come True Moment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X