For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021 : অশ্বিন থেকে ধাওয়ান, দিল্লি বনাম রাজস্থান ম্যাচে কী নজির গড়তে পারেন কারা

IPL 2021 : অশ্বিন থেকে ধাওয়ান, দিল্লি বনাম রাজস্থান ম্যাচে নজির গড়তে পারন যারা

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। এই মোকাবিলা জিতলে প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি। আবার রাজস্থান জিতলে তারা কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে আসবে। সেই আবহে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে রেকর্ড গড়ার হাতছানি থাকবে কাদের সামনে।

অশ্বিন-ধাওয়ানের সম্ভাব্য রেকর্ড

অশ্বিন-ধাওয়ানের সম্ভাব্য রেকর্ড

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি রবিচন্দ্রণ অশ্বিন। তা সত্ত্বেও আজ দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামার সুযোগ পেলে তিনি এক অনন্য রেকর্ডের মালিক হওয়ার সুযোগ পাবেন। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে মাত্র এক উইকেট নিতে পারলে বিশ্ব ক্রিকেটে নজির গড়বেন অশ্বিন। টি২০ ক্রিকেটে তিনি ২৫০ উইকেটের মালিক হবেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক রানের মালিক শিখর ধাওয়ানও রেকর্ডের মালিক হতে পারেন আজকেরই ম্যাচে। আর ৯৯ রান করলে কেবল দিল্লি ক্যাপিটালসের হয়ে দুই হাজার রান পূর্ণ হবে গব্বরের।

অমিত ও রাহানের সম্ভাব্য রেকর্ড

অমিত ও রাহানের সম্ভাব্য রেকর্ড

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে সুযোগ পাননি অমিত মিশ্র। তবে আজকের ম্যাচে সুযোগ পেলে জোড়া রেকর্ড গড়ার হাতছানি থাকবে অভিজ্ঞ লেগ স্পিনারের সামনে। আজ মাঠে নামলে প্রথম ক্রিকেটার হিসেবে দিল্লির হয়ে ১০০টি আইপিএল ম্যাচ খেলা হয়ে যাবে অমিতের। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক আর পাঁচ জন ব্যাটারকে আউট করতে পারলে কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে (১৭০টি উইকেট) টপকে যাবেন। আইপিএলে এখনও পর্যন্ত ১৬৬টি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। আর ৫৯ রান করলে আইপিএলে ৪ হাজার পূর্ণ করবেন দিল্লি ক্যাপিটালসের অজিঙ্ক রাহানে।

অস্ট্রেলীয়দের রেকর্ড

অস্ট্রেলীয়দের রেকর্ড

আজকের ম্যাচে খেললে এবং ১০৪ রানের ইনিংস খেললে নতুন রেকর্ডের মালিক হবেন দিল্লি ক্যাপিটালসের মার্কাস স্টইনিস। আইপিএলে এক হাজার রান পূর্ণ হবে তাঁরা। এক অনন্য ক্লাবের সদস্য হওয়ার দরজায় দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথও। আর ৬৩ রান করলে আইপিএলে তাঁর ২৫০০ পূর্ণ হবে। টুর্নামেন্টে ১০১টি ম্যাচ খেলে ২৪৩৭ রান করতে সক্ষম হয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্মিথ।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

আইপিএলে সেঞ্চুরি হাঁকাত আর ৬ উইকেট নিতে হবে রাজস্থান রয়্যালসের ক্রিস মরিসকে। দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে আইপিএলে ১০০ উইকেট নেবেন এই ডানহাতি। আজকের ম্যাচে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলতে হবে সঞ্জু স্যামসনকে। তাতে অজিঙ্ক রাহানের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ২৫০০ রানের মালিক হবেন ডান হাতি।

English summary
IPL 2021 : Records will make in match of Delhi Capitals vs Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X