For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার ধাক্কা এবার আরসিবি শিবিরে, বিরাটের ওপেনিং-সঙ্গীকে নিয়ে শঙ্কা

Google Oneindia Bengali News

আইপিএলে ৯ এপ্রিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার আগেই ধাক্কা খেল আরসিবি। করোনা আক্রান্ত হয়ে প্রথম ম্যাচ থেকে কার্যত ছিটকে গেলেন তারকা ওপেনার দেবদত্ত পাড়িক্কল।

করোনার ধাক্কা এবার আরসিবি শিবিরে, বিরাটের ওপেনিং-সঙ্গীকে নিয়ে শঙ্কা

আরসিবি-র তরফে জানানো হয়েছে, দেবদত্ত পাড়িক্কলের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি কোয়ারান্টিনে রয়েছেন। প্রথম ম্যাচে তাঁর নামা নিয়ে অনিশ্চয়তাও তৈরি হয়েছে।

এবারের আইপিএলে দেবদত্ত তৃতীয় ক্রিকেটার যিনি করোনা আক্রান্ত হলেন। টিম হোটেলে যোগ দেওয়ার পর করোনা আক্রান্ত হলেও চিকিৎসার পর সুস্থ হয়ে মাঠে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানা। গতকাল দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা যায়। আজ দেবদত্ত পাড়িক্কলের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এলো। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ মাঠকর্মীও করোনা আক্রান্ত হয়েছেন।

করোনার ধাক্কা এবার আরসিবি শিবিরে, বিরাটের ওপেনিং-সঙ্গীকে নিয়ে শঙ্কা

মুম্বই-সহ মহারাষ্ট্রের করোনা পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। নতুনভাবে জৈব সুরক্ষা বলয় তৈরি করে মুম্বই থেকে এখনই ম্যাচ সরানো খুব কঠিন। তা সত্ত্বেও মুম্বইয়ের বিকল্প হিসেবে হায়দরাবাদ ও ইন্দোরকে ভেবে রাখার কথা বোর্ড সূত্রে জানা গিয়েছে। তবে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, মুম্বই থেকে এখনই আইপিএল সরানো হচ্ছে না।

সম্প্রতি দেবদত্ত পাড়িক্কলের প্রশংসায় পঞ্চমুখ হন ক্যাটিচ। হবেন না-ই বা কেন! আবির্ভাবের বছরেই গত আইপিএলে ৪৭৩ রান করেছিলেন পাড়িক্কল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার কাটিচ আরসিবি-র এই ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ। তিনি বলেন, দলের কোর গ্রুপকে ধরে রাখা লক্ষ্য ছিল, সেটা পেরেছি। গত বছর আমাদের দলের খেলায় বেশ কিছু ইতিবাচক দিক ছিল। সে কারণেই আমরা প্লে অফ অবধি পৌঁছাতে পেরেছি। আমরা অনেক ভারতীয় তরুণ ক্রিকেটারদের পাশেও থেকে উৎসাহ জুগিয়েছি। আগে কখনও আইপিএল না খেলা পাড়িক্কলকে টপ অর্ডারে পাঠিয়েছি। পাড়িক্কল ব্রিলিয়ান্ট খেলেছেন। তিনি আমাদের আস্থার মর্যাদা দিয়েছেন। ফলে এমন ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তা বাড়াল আরসিবি শিবিরে।

করোনার ধাক্কা এবার আরসিবি শিবিরে, বিরাটের ওপেনিং-সঙ্গীকে নিয়ে শঙ্কা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রতিপক্ষ

৯ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৪ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৮ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ২২ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৫ এপ্রিল- চেন্নাই সুপার কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৭ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩০ এপ্রিল- পঞ্জাব কিংস, ৩ মে- কলকাতা নাইট রাইডার্স, ৬ মে- পঞ্জাব কিংস, ৯ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ১৪ মে- দিল্লি ক্যাপিটালস, ১৬ মে- রাজস্থান রয়্যালস, ২০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ২৩ মে- চেন্নাই সুপার কিংস

English summary
IPL Will Commence From 9th April. RCB Opener Devdutt Padikkal Doubtful For The Opening Match After Being Tested Covid-19 Positive.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X