For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরসিবি-র হয়ে নামতে প্রস্তুত দেবদত্ত, সমৃদ্ধ হতে কাদের খেলা দেখে শিখতে চান তা-ও জানালেন

Google Oneindia Bengali News

আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যকে সামনে রেখে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টি ২০ ম্যাচে আগেভাগে কাউকে ফেভারিট হিসেবে ধরা উচিত না হলেও দুই দলেরই প্রথম ম্যাচ দেখে একটা বিষয় পরিষ্কার, ধারেভারে বিরাট কোহলিরাই এগিয়ে থেকে শুরু করবেন। এই ম্যাচে বিরাট কোহলি ওপেনিংয়ে পেতে পারেন দেবদত্ত পাড়িক্কালকে। করোনা থেকে সেরে ওঠার পর অনুশীলনে নামলেও প্রথম ম্যাচে তাঁকে খেলায়নি আরসিবি। যদিও এই ম্যাচে তাঁর প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও দারুণ ফর্মে ছিলেন কর্নাটকের এই ক্রিকেটার।

দুরন্ত ছন্দে

দুরন্ত ছন্দে

আরসিবি-র ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাতকারে দেবদত্ত পাড়িক্কাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আইপিএল খেলার জন্য তিনি তৈরি। ঘরোয়া ক্রিকেটের ফর্মই ধরে রাখতে চান। গত বছর আইপিএলে অভিষেক হয় বছর কুড়ির দেবদত্তের। ১৫টি ম্যাচে পাঁচটি অর্ধশতরান-সহ তিনি করেছিলেন ৪৭৩ রান। এ বছর সৈয়দ মুস্তাক আলি টি ২০ ও বিজয় হাজারে ট্রফিতেও অবিশ্বাস্য ফর্মে ছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলিতে ছটি ম্যাচে তিনি করেন ২১৮ রান, গড় ৪৩.৬০। বিজয় হাজারে ট্রফিতে সাতটি ম্যাচে তাঁর সংগ্রহ ৭৩৭ রান! উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৫২ ও বিহারের বিরুদ্ধে ৯৭ রান করার পর তার পরের চারটি ম্যাচে চারটি শতরান করেন। ওডিশার বিরুদ্ধে ১৫২, কেরলের বিরুদ্ধে অপরাজিত ১২৬, রেলওয়েজের বিরুদ্ধে অপরাজিত ১৪৫ ও কোয়ার্টার ফাইনালে কেরলের বিরুদ্ধেই ১০১। সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে ৬৪ রান করেন দেবদত্ত। আইপিএলের প্রস্তুতি শুরুও করেছিলেন। তবে কোভিড সংক্রমিত হয়ে আইসোলেশনে থাকতে হয় তাঁকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে রজত পাতিদারকে তিনে রেখে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ওপেন করতে নামেন বিরাট। তবে এখন দেবদত্ত ফিট হওয়ায় তিনিই প্রথম একাদশে আসতে চলেছেন।

পুরোপুরি প্রস্তুত

পুরোপুরি প্রস্তুত

দেবদত্ত পাড়িক্কাল বলেন, নিঃসন্দেহে কোভিড আক্রান্ত হওয়া একটা সেটব্যাক। সতর্ক ছিলাম, তবু সংক্রমণ এড়াতে পারিনি, এতে তো আমার নিয়ন্ত্রণ নেই। তবে কোভিডমুক্ত হয়ে নিজেকে ফিট রাখতে যা যা করার করেছি। একটা কথা মাথায় ছিল, যখনই আমি সুস্থ হব তখনই যেন ম্যাচ-রেডি থাকতে পারি। এখন কোনও সমস্যা নেই, পুরোপুরি সুস্থ ও ভালো আছি। নেটেও স্বাভাবিকভাবে খেলতে কোনও অসুবিধা হচ্ছে না। আইপিএলে দলে থাকতে সব সময় যে কোনও পরিস্থিতির জন্য ১০০ শতাংশ প্রস্তুত থাকতে হয়। আমি এখন ততটাই প্রস্তুত।

ব্যাটিং নিয়ে

ব্যাটিং নিয়ে

গত বছরের আইপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট সন্তুষ্ট পাড়িক্কল। তিনি বলেন, এই সুযোগটা আমার জীবনে একটা বিশাল অভিজ্ঞতা দিয়েছে। দলের প্রতি যেটুকু অবদান রেখেছি তা আমাকে তৃপ্তিও দিয়েছে। সৈয়দ মুস্তাক আলি মোটামুটি গিয়েছে। যতটা প্রত্য়াশা করেছিলাম ততটা ভালো খেলিনি। নিজেকে আইপিএলের আগে ছন্দে ফেরাতে বিজয় হাজারে ট্রফিকে বেছে নিয়েছিলাম। প্রতিটি ম্যাচেই নিজের ব্যাটিংকে আরও উন্নত করাই লক্ষ্য ছিল। নিঃসন্দেহে ওই টুর্নামেন্ট আমাকে আইপিএলের আগে আরও বেশি আত্মবিশ্বাসী করেছে।

বিরাটের সঙ্গে ওপেনিং

বিরাটের সঙ্গে ওপেনিং

বিরাট কোহলি এবার গোটা আইপিএলে ওপেন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সঙ্গে ওপেন করার অভিজ্ঞতা সঞ্চয়ে মুখিয়ে রয়েছেন দেবদত্ত পাড়িক্কল। বললেন, এটা আমার ক্ষেত্রেও একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। দলে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররাও। পাড়িক্কলের কথায়, এমন ক্রিকেটাররা উইকেটের অন্য প্রান্তে থাকলে অনেকটাই চাপমুক্ত হয়ে খোলা মনে খেলা যায়। তাঁরা যেভাবে খেলেন তাতে তাঁদের সঙ্গে ব্যাটিং করা অনেকটাই সহজ মনে হয়। তাঁদের ব্যাটিং দেখে অনেক কিছু শিখে নিজেকে সমৃদ্ধ করতে চাই।

English summary
Royal Challengers Bangalore Will Face Sunrisers Hyderabad In Chennai On Wednesday. Devdutt Padikkal confident of replicating his stupendous domestic form in the IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X