For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিয়ন্ত্রিত বোলিংয়ে টার্গেট ১৫০, আরসিবি-র বিরুদ্ধেই প্রথম জয়ের হাতছানি সানরাইজার্সের সামনে

Google Oneindia Bengali News

তারকাখচিত শক্তিশালী ব্যাটিং লাইন আপের পরীক্ষা শক্তিশালী ও বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণের বিরুদ্ধে। আজ চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াইকে এভাবেই দেখা হচ্ছিল। যদিও সানরাইজার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় রান তুলতে ব্যর্থ আরসিবি। নির্ধারিত ২০ ওভারে আরসিবি তুলল ৮ উইকেটে ১৪৯ রান। আইপিএলে সপ্তম অর্ধশতরান হাঁকিয়ে দলের হয়ে সর্বাধিক ৫৯ রান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। জেসন হোল্ডার তিনটি ও রশিদ খান দুটি করে উইকেট দখল করেছেন।

আরসিবি-র বিরুদ্ধেই প্রথম জয়ের হাতছানি সানরাইজার্সের সামনে

(ছবি- বিসিসিআই/আইপিএল)

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সাইনরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। রজত পাতিদারের পরিবর্তে এই ম্যাচে দেবদত্ত পাড়িক্কালকে খেলায় আরসিবি। যদিও ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ফর্মের ধারেকাছে ছিলেন না তিনি। তৃতীয় ওভারে দলের ১৯ রানের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে আউট হন তিনি। এরপর তিনে নামা বাংলার শাহবাজ আহমেদ ১০ বলে ১৪ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। তাঁকে আউট করেন শাহবাজ নাদিম। ৪৭ রানে দুই উইকেট পড়ার পর থেকে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি।

আরসিবি-র বিরুদ্ধেই প্রথম জয়ের হাতছানি সানরাইজার্সের সামনে

(ছবি- বিসিসিআই/আইপিএল)

একাদশ ওভারে বিরাট ও ম্যাক্সওয়েল মিলে নাদিমের শেষ ওভারে ২২ রান তোলেন। তবে ১৩তম ওভারের প্রথম বলেই বিরাট আউট হন এই ম্যাচে মহম্মদ নবির জায়গায় সুযোগ পাওয়া জেসন হোল্ডারের বলে। চার রানের ব্যবধানে আউট হন এবি ডি ভিলিয়ার্স। এক রান করা এবি ও আট রান করা ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নিয়ে বড় ধাক্কা দেন রশিদ খান। ১৫.৫ ওভারে ১০৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় আরসিবি। ১০৯ রানের মাথায় ড্যান ক্রিশ্চিয়ান টি নটরাজনের বলে কট বিহাইন্ড হন। উইকেটের পিছনে এদিনও দুরন্ত ফর্মে ছিলেন ঋদ্ধিমান সাহা।

আরসিবি-র বিরুদ্ধেই প্রথম জয়ের হাতছানি সানরাইজার্সের সামনে

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আরসিবি দলে একটিই পরিবর্তন হয়েছে। রজত পাতিদারের জায়গায় দলে এসে বিরাট কোহলির সঙ্গে ওপেন করবেন দেবদত্ত পাড়িক্কাল। তিনে নামবেন শাহবাজ আহমেদ। সানরাইজার্স হায়দরাবাদ দলে দুটি পরিবর্তন হয়েছে। টি ২০-র এর নম্বর অলরাউন্ডার মহম্মদ নবির জায়গায় খেলছেন জেসন হোল্ডার। সন্দীপ শর্মার জায়গায় দলে নেওয়া হয়েছে শাহবাজ নাদিমকে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন।

English summary
Sunrisers Hyderabad Playing Against Virat Kohli Led Royal Challengers Bangalore In Chennai. RCB Fail To Put A Big Total Due To Clinical Bowling By SRH In Chennai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X