For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যাপ্টেন বিরাট কোহলির সঙ্গে 'অসহযোগিতা' আরসিবি পেসার কাইল জেমিসনের!

Google Oneindia Bengali News

আইপিএলের পয়েন্ট তালিকায় এক ও দুই নম্বর স্থানের জন্য লাগাতার লড়াই চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের। এই আরসিবি শীর্ষস্থানে তো তার পরই আরসিবি-কে দুইয়ে পাঠিয়ে এক নম্বর জায়গা দখল করছে সিএসকে। আপাতত ধোনিরা আছেন একে, বিরাটরা দুইয়ে। এরই মধ্যে ক্যাপ্টেন কোহলির সঙ্গে 'অসহযোগিতা' শুরু করেছেন নিউজিল্যান্ডের পেসার জেমিসন।

জেমিসনের অসহযোগিতা

জেমিসনের অসহযোগিতা

আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ খেলে এখনও অবধি সাতটি উইকেট পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার কাইল জেমিসন। আরসিবি-র হর্ষল প্যাটেল ৬ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকার শীর্ষে রয়েছেন। আরসিবি-র বোলারদের মধ্যে তাঁর পরেই রয়েছেন জেমিসন, রয়েছেন দ্বাদশ স্থানে। জেমিসনের এটিই প্রথম আইপিএল। নিলাম থেকে ১৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে আরসিবি। মাঠে অধিনায়ককে ভরসা দিলেও মাঠের বাইরে ক্যাপ্টেন কোহলির সঙ্গে তাঁর অসহযোগিতা নিয়েই চর্চা শুরু হয়েছে। যে কথা আবার ফাঁস করেছেন আরসিবি-তে থাকা অস্ট্রেলীয় ক্রিকেটার ড্যান ক্রিশ্চিয়ান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

প্রথম আইপিএলে সাফল্য

প্রথম আইপিএলে সাফল্য

ক্রিশ্চিয়ান জানিয়েছেন, আইপিএল চললেও বিরাট ও জেমিসন দুজনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিও চালাচ্ছেন। সাউদাম্পটনে ১৮ জুন থেকে শুরু হতে চলা টেস্ট বিশ্বকাপের ফাইনালে বিরাট কোহলির ভারত খেলবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেই নিউজিল্যান্ডের পেসার জেমিসন কয়েকটি ডিউক বল নিয়ে এসে নেটে বোলিং করছেন। এই ডিউক বলেই খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে কোহলি-সহ ভারতের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিলেন জেমিসন। সেই পারফরম্যান্স দেখেই তাঁর জন্য এতো অর্থ ব্যয় করেছে আরসিবি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

বিরাটের প্রস্তাব নাকচ

বিরাটের প্রস্তাব নাকচ

এক সাক্ষাতকারে ড্যান ক্রিশ্চিয়ান বলেন, মাঝেমধ্যেই বিরাট ও জেমিসনের কথাবার্তায় উঠে আসছে টেস্ট ক্রিকেটের প্রসঙ্গ। বিরাট জেমিসনের কাছে জানতে চান তিনি ডিউক বলে নেটে বেশি অনুশীলন করছেন কিনা। জেমিসন সম্মতি জানিয়ে বলেন, টেস্ট ক্রিকেটের কথা মাথায় রেখেই ডিউক বলে বোলিং করছি। কয়েকটি বল সঙ্গে করে নিয়েও এসেছি। তখনই বিরাট বলেন, তুমি নেটে যদি আমাকে ডিউক বলে বল করো তাহলে তো ভালোই হয়। যদিও বিরাটের সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন জেমিসন। তিনি সাফ বলেন, এমন হওয়ার কোনও সম্ভাবনাই নেই। যদিও বিষয়টি মজাচ্ছলেই হয়েছে বলে দাবি ক্রিশ্চিয়ানের।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

মাঠের বাইরে

মাঠের বাইরে

মাঠের বাইরে হোটেলে বিরাট পরিবারের সঙ্গেই বেশি সময় কাটান বলে জানিয়েছেন ক্রিশ্চিয়ান। তিনি আরও জানিয়েছেন, মাঠে আক্রমণাত্মক ব্যাটিং করলেও মাঠের বাইরে এবি ডি ভিলিয়ার্স খুবই নম্র স্বভাবের। কাউকে কখনও খারাপ কোনও কথা বলেন না।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
RCB Captain Virat Kohli Not Getting Much Help From Teammate Kyle Jamieson. He is playing his first IPL after being bought for Rs 15 crore, is carrying a couple of Dukes balls. But He Has Decided Not To Bowl At RCB Captain With Duke Balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X