For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের গৌরবজনক ক্লাবের প্রথম সদস্য হওয়ার থেকে ৫৬ রান দূরে বিরাট, কী বলছে পরিসংখ্যান

আইপিএলের গৌরবজনক ক্লাবের প্রথম সদস্য হওয়ার থেকে ৫৬ রান দূরে বিরাট, কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচে বিরাট অধিনায়ক কোহলির ব্যাট থেকে বড় রান আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তেমনটা হলে আইপিএলের এলিট ক্লাবের একক সদস্য হবেন আরসিবি অধিনায়ক। কী বলছে পরিসংখ্যান, তা এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএলে বিরাট কোহলির বর্তমান রান

আইপিএলে বিরাট কোহলির বর্তমান রান

আইপিএলে এখনও পর্যন্ত ১৯৪টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫৯৪৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে পাঁচটি শতরান ও ৩৯টি অর্ধশতরান করেছেন বিরাট। আইপিএলে এত সংখ্যক রান অন্য কোনও ব্যাটসম্যানের ঝুলিতে নেই।

৫৬ রান দূরে বিরাট

৫৬ রান দূরে বিরাট

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকের ম্যাচে বিরাট কোহলির থেকে ঝড়ো ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা। আজ আর ৫৬ রান করলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক অনন্য নজির গড়বেন আরসিবি অধিনায়ক। ৬ হাজার রানের ক্লাবের একক সদস্য হবেন বিরাট।

তালিকার পরের তিন

তালিকার পরের তিন

আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সিএসকের সুরেশ রায়না। তাঁর ঝুলিতে রয়েছে ৫৪৩০ রান। তালিকার তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার আইপিএলে ৫৩৪৭ রান করেছেন। চতুর্থ স্থানে রয়েছেন রোহিত শর্মা। আইপিএলে যার মোট রান সংখ্যা ৫৩২৪।

এক হাজারের মুখে গিল

এক হাজারের মুখে গিল

আইপিএলে এখনও পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলে ৯৮৭ রান করেছেন শুভমান গিল। অর্থাৎ আজকের ম্যাচে আর ১৩ রান করলে এক হাজারের সম্মানজনক কর্লাবে প্রবেশ করবেন কেকেআরের ওপেনার।

English summary
IPL 2021 : RCB captain Virat Kohli need 56 runs to reach 6 thousands club
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X