For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মধুর প্রতিশোধের অপেক্ষায় পাঞ্জাব কিংস

Google Oneindia Bengali News

রবিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে পন্থদের কাছে পরাস্ত হওয়ার পর এই ম্যাচে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে আরসিবি-বধ সেরে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া রাহুলের পাঞ্জাব কিংস।

মধুর প্রতিশোধের লক্ষ্যে

মধুর প্রতিশোধের লক্ষ্যে

১৮ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসের কাছে হারার ঠিক দুই সপ্তাহ পর মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ লোকেশ রাহুলদের সামনে। প্রথম সুযোগেই হরপ্রীত ব্রারের বিধ্বংসী স্পেলে দুরন্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে পাঞ্জাব কিংসের। প্রথম সাক্ষাতে ময়াঙ্ক আগরওয়াল ও লোকেশ রাহুল ওপেনিংয়ে তুলেছিলেন ১২.৪ ওভারে ১২২ রান। ৩৬ বলে ৬৯ রান করেছিলেন ময়াঙ্ক। ৫১ বলে ৬১ রান করেছিলেন রাহুল। ১৩৬-এর উপর স্ট্রাইক রেট রেখে সাত ম্যাচে ৩৩১ রান করে চলতি আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি রান করেছেন তিনি। সাত ম্যাচে ফাফ দু প্লেসি ৩২০ রান করে আছেন দুইয়ে। শিখর ধাওয়ানের (৭ ম্যাচে ৩১১) থেকে কমলা টুপি ছিনিয়ে নিয়েছিলেন রাহুল। পাঞ্জাব কিংস প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নামলেও এই ম্যাচ যে হাইভোল্টেজ হবে তা ধরে নেওয়াই যায়।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দ্বৈরথে এগিয়ে

দ্বৈরথে এগিয়ে

এবারের আইপিএলের প্রথম সাক্ষাতে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছিল। পাঞ্জাবের দেওয়া ১৯৬ টার্গেটে চার উইকেট হারিয়েই পৌঁছে গিয়েছিল দিল্লি। ৪৯ বলে ৯২ রান করেছিলেন শিখর ধাওয়ান। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। তবে পারস্পরিক দ্বৈরথে এখনও ১৫-১২ ব্যবধানে এগিয়ে রয়েছে পাঞ্জাব।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ

আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ময়াঙ্ক আগরওয়াল। তিনি ফিট হলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রভসিমরান সিংয়ের জায়গায় ফের দলে ফিরতে চলেছেন। নজর থাকবে রবি বিষ্ণোই ও হরপ্রীত ব্রারের দিকে। বিরাট, ম্যাক্সওয়েল, এবিডি-কে আউট করে ম্যাচের সেরা হন ব্রার। বিষ্ণোইয়ের স্পিন জাদু দেখে তাঁকে বিশ্বকাপের দলে রাখার দাবিও উঠছে। আগের ম্যাচে চোট পেয়েছিলেন রাইলে মেয়ারডিথ। তিনি সম্ভবত দিল্লি ম্যাচে নামতে পারবেন না। তাঁর জায়গায় আরও একবার সুযোগ পেতে পারেন ঝাই রিচার্ডসন। দিল্লির বিরুদ্ধে আগের ম্য়াচে তিনি দুটি উইকেট নিয়েছিলেন। শিখর ধাওয়ান ও ঋষভ পন্থকে আউট করেছিলেন। ফলে পাঞ্জাব কিংসের প্রথম একাদশ হতে পারে এরকম: ময়াঙ্ক আগরওয়াল বা প্রভসিমরান সিং, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ক্রিস গেইল, ডেভিড মালান, দীপক হুডা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ক্রিস জর্ডন, ঝাই রিচার্ডসন, রবি বিষ্ণোই, মহম্মদ শামি

(ছবি- বিসিসিআই/আইপিএল)

পরীক্ষার পথে দিল্লি?

পরীক্ষার পথে দিল্লি?

চেন্নাই সুপার কিংসের পরাজয়ের পর পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার হাতছানি রয়েছে দিল্লি ক্যাপিটালসের সামনে। ফলে এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষাও করতে পারে দিল্লি ক্যাপিটালস। স্টিভ স্মিথের জায়গায় দেখে নেওয়া হতে পারে স্যাম বিলিংসকে। চোট সারলে প্রথম একাদশে ফিরতে পারেন অমিত মিশ্র। তবে দলের ছন্দ ধরে রাখতে খুব বেশি রদবদলের প্রয়োজন বা সম্ভাবনা নেই। দিল্লির প্রথম একাদশ হতে পারে এরকম: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, স্যাম বিলিংস বা স্টিভ স্মিথ, ললিত যাদব বা অমিত মিশ্র, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাডা, আবেশ খান ও ইশান্ত শর্মা।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ব্যক্তিনির্ভরতা নেই

ব্যক্তিনির্ভরতা নেই

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪১ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন পৃথ্বী শ। মাভির এক ওভারে ছটি চার মারেন তিনি। সেই ইনিংসের প্রশংসা করে তাঁর ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান বলেন, পৃথ্বী প্রথম ওভারে ২৫ রান তুলে ফেলায় সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। পৃথ্বী যেভাবে ব্যাটিং করেছেন তাতে আমাকে বেশি ঝুঁকি নিতে হয়নি। তাঁর ব্যাটিং এক অন্য মাত্রার। আমার শতরানের চেয়েও এই ৮২ রানের দাম অনেক বেশি। একটা বিষয় পরিষ্কার আমাদের দল কোনও একজনের উপর নির্ভরশীল নয়। তবু পাঞ্জাব কিংসকে সমীহ করে ধাওয়ান বলেন, আইপিএলে কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া ঠিক নয়। পাঞ্জাব ভালো খেলছে। তবে আমরা নিজেদের পরিকল্পনা যথাযথ প্রয়োগ করে আরও একটি জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
KL Rahul's Punjab Kings Waiting For Sweet Revenge Against Delhi Capitals Led By Pant In Ahmedabad. In IPL 2021 DC Beat PBKS In A High Scoring Thriller.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X