For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বিরাট জয় পাঞ্জাব কিংসের, জয় ৩৪ রানে

Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হচ্ছে ছয়ে থাকা পাঞ্জাব কিংসের। বিরাট কোহলির দল ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে, আজ জিতলে ফের লিগশীর্ষে চলে আসবে আরসিবি। কে এল রাহুলের পাঞ্জাব ৬ ম্যাচে চার পয়েন্টে দাঁড়িয়ে। বিরাট-রাহুলের দ্বৈরথ বিগ হিটারদেরও লড়াই। একদিকে বিরাট-এবি-ম্যাক্সওয়েল তো অন্যদিকে রাহুল-গেইল-পুরাণ। তবে ডেথ ওভারে মহম্মদ সিরাজ ও সর্বাধিক উইকেটশিকারী হয়ে বেগুনি টুপি দখলে রাখা হর্ষল প্যাটেলের ফর্ম বিরাটদেরই এই লড়াইয়ে এগিয়ে রাখছে।

আইপিএলে পাঞ্জাব কিংসের সামনে আরসিবি, নজরে বিগ হিটাররা

Newest First Oldest First
11:05 PM, 30 Apr

১৯.৪ ওভারে মহম্মদ শামির বলে আউট হর্ষল প্যাটেল। করলেন ১৩ বলে ৩১।
10:59 PM, 30 Apr

১৯ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৭ উইকেটে ১৩৩।
10:43 PM, 30 Apr

আরসিবি-র সপ্তম উইকেটের পতন। পরপর দুই বলে শাহবাজ ও ড্যানিয়েল স্যামসকে আউট করলেন বিষ্ণোই। আরসিবি ৭ উইকেটে ৯৬
10:39 PM, 30 Apr

আরসিবি-র ষষ্ঠ উইকেটের পতন ৯৬ রানে। রবি বিষ্ণোইয়ের বলে হরপ্রীত বারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাহবাজ আহমেদ। ১৫.৪ ওভারে আরসিবি ৬ উইকেট হারিয়ে ৯৬
10:37 PM, 30 Apr

৩১ রান করে ক্রিস জর্ডনের শিকার রজত পাতিদার। আরসিবি-র পঞ্চম উইকেট পড়ল ৯১ রানের মাথায়।
10:15 PM, 30 Apr

পরপর দুই বলে বিরাট ও ম্য়াক্সওয়েলকে আউট করলেন ব্রার। ১০.২ ওভারে আরসিবি ৩ উইকেটে ৬৯
10:13 PM, 30 Apr

৩৪ বলে ৩৫ রান করে হরপ্রীত ব্রারের বলে বোল্ড বিরাট কোহলি। ব্রারের প্রথম আইপিএল উইকেট। আরসিবি ২ উইকেটে ৬৯
10:02 PM, 30 Apr

৮ ওভারের শেষে আরসিবি ১ উইকেটে ৫০ রান।
9:42 PM, 30 Apr

২.৩ ওভারে রাইলে মেয়ারডিথের বলে ৭ রান করে বোল্ড দেবদত্ত পাড়িক্কাল। আরসিবি-র প্রথম উইকেট পড়ে ১৯ রানের মাথায়।
9:11 PM, 30 Apr

২০ ওভারে পাঞ্জাব কিংস পাঁচ উইকেটে ১৭৯ রান। এবারের আইপিএলে চতুর্থ অর্ধশতরানের মাধ্যমে সবচেয়ে বেশি রান লোকেশ রাহুলের (৩৩০)। পিছনে ফেললেন শিখর ধাওয়ানকে। ৫৭ বলে ৯১ রানে অপরাজিত রাহুল।
9:01 PM, 30 Apr

১৮তম ওভারে হর্ষল প্যাটেলের ওভারে ১৮ রান। পাঞ্জাব কিংস ৫ উইকেটে ১৫০
8:56 PM, 30 Apr

১৭ ওভারে পাঞ্জাব কিংস ৫ উইকেটে ১৩২। ৪৮ বলে ৬৪ করে অপরাজিত লোকেশ রাহুল।
8:43 PM, 30 Apr

পাঞ্জাব কিংসের পঞ্চম উইকেটের পতন। চাহালের বলে শূন্য রানে আউট শাহরুখ খান। ১১৮ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন
8:40 PM, 30 Apr

শাহবাজ আহমেদের বলে আউট দীপক হুডা। আউট হলেন ৫ রানে। পাঞ্জাব কিংস ১৪ ওভারের শেষে ৪ উইকেটে ১১৭
8:30 PM, 30 Apr

কাইল জেমিসনের দ্বিতীয় শিকার নিকোলাস পুরাণ। আউট হলেন শূন্য রানে। ১১.৩ ওভারে পাঞ্জাব কিংস ৩ উইকেটে ১০৭ রান
8:29 PM, 30 Apr

৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন রাহুল। তাঁর আইপিএল কেরিয়ারের ২৫তম অর্ধশতরান
8:25 PM, 30 Apr

১০.৫ ওভারে পাঞ্জাব কিংস ২ উইকেটে ১০০
8:23 PM, 30 Apr

১০.৪ ওভারে ড্যানিয়েল স্যামস তুলে নিলেন ক্রিস গেইলের উইকট। গেইল আউট ২৪ বলে ৪৬ রানে। পাঞ্জাব কিংস ২ উইকেটে ৯৯
8:20 PM, 30 Apr

১০ ওভারের শেষে পাঞ্জাব কিংস ১ উইকেটে ৯১
8:10 PM, 30 Apr

রাহুল-গেইল জুটিতে ৫০ রান মাত্র ২৭ বলে। ৮ ওভারে পাঞ্জাব কিংস ১ উইকেটে ৭০
8:04 PM, 30 Apr

৭ ওভারের শেষে পাঞ্জাব কিংস ১ উইকেটে ৬৪। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩ বলে ৩৬ করে অপরাজিত ক্রিস গেইল।
8:00 PM, 30 Apr

পাওয়ারপ্লে-র শেষ ওভারে অর্থাৎ ষষ্ঠ ওভারে কাইল জেমিসনের প্রথম চার বলে চারটি চার মারলেন ক্রিস গেইল। শেষ বলেও চার মারলেন। ২০ রান ওঠায় ৬ ওভারে পাঞ্জাব কিংস ১ উইকেটে ৪৯
7:47 PM, 30 Apr

কাইল জেমিসনের বলে আউট প্রভসিমরন। ৭ বলে ৭ রান করে আউট। ৩.৩ ওভারে পাঞ্জাব ১ উইকেটে ১৯
7:44 PM, 30 Apr

লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নেমেছেন প্রভসিমরন সিং। ৩ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর বিনা উইকেটে ১৮
7:09 PM, 30 Apr

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), প্রভসিমরন সিং, ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, রাইলে মেয়ারডিথ, শাহরুখ খান, ক্রিস জর্ডন, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, মহম্মদ শামি
7:07 PM, 30 Apr

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, কাইল জেমিসন, ড্যানিয়েল স্যামস, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল
7:03 PM, 30 Apr

পাঞ্জাব কিংস দলে তিনটি পরিবর্তন। মোজেস হেনরিকেস, অর্শদীপ সিং বাদ। চোটের কারণে নেই ময়াঙ্ক আগরওয়াল। দলে এলেন প্রভসিমরন সিং, হরপ্রীত ব্রার ও রাইলে মেয়ারডিথ
7:01 PM, 30 Apr

ওয়াশিংটন সুন্দরের জায়গায় আরসিবি দলে এলেন শাহবাজ আহমেদ।
7:01 PM, 30 Apr

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি
6:59 PM, 30 Apr

আইপিএলে সর্বাধিক ছক্কার মালিক ক্রিস গেইল। তাঁর পরেই রয়েছেন এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিরা। ছক্কার লড়াই আমেদাবাদে।
READ MORE

English summary
Punjab Kings Will Be Up Against Royal Challengers Bangalore In Ahmedabad. Virat Kohli-Led RCB Will Start As Favourite.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X