For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের মাঝেই হাসপাতালে ভর্তি রাহুল, অস্ত্রোপচার আবশ্যক, কী বলল পাঞ্জাব কিংস?

আইপিএলের মাঝেই হাসপাতালে ভর্তি রাহুল, অস্ত্রোপচার আবশ্যক, কী বলল পাঞ্জাব কিংস?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামার আগে বড়সড় দুঃসংবাদ পেলেন পাঞ্জাব কিংসের ফ্যানরা। তলপেটে তীব্র ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলের অধিনায়ক কেএল রাহুল। তাঁর অস্ত্রোপচার করা হবে বলে জানানো হয়েছে। এই ম্যাচ তো বটেই চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে রাহুলের ফের মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল বলা চলে।

শনিবার রাতে পেটে ব্যাথা

শনিবার রাতে পেটে ব্যাথা

রবিবার সোশ্যাল মিডিয়ায় পাঞ্জাব কিংসের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। যেখানে বলা হয় যে শনিবার রাতে আচমকাই তলপেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন কেএল রাহুল। ওষুধে ব্যাথা না কমায় পাঞ্জাবের অধিনায়ককে আহমেদাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।

কী হয়েছে রাহুলের

পাঞ্জাব কিংসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে কঠিন অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত কেএল রাহুল। পরিস্থিতি এমন যে ডাক্তাররা দেরি করতে চাইছেন। রবিবারই পাঞ্জাব অধিনায়কের শরীরে অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে। অতিমারী পরিস্থিতিতে সব সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নেমে এই অস্ত্রোপচার হবে বলে পাঞ্জাব কিংসের তরফে জানানো হয়েছে। যে কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারলেন না রাহুল। ফের কবে মাঠে নামতে পারবেন পাঞ্জাব অধিনায়ক, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। কারণ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পাঞ্জাব অধিনায়ককে ফের কোয়ারেন্টাইনে সময় কাটাতে হবে বলে জানানো হয়েছে। কোভিড ১৯ টেস্ট নেগেটিভ হলে তবেই দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কেএল।

চলতি আইপিএলে রাহুলের পারফরম্যান্স

চলতি আইপিএলে রাহুলের পারফরম্যান্স

২০২০ সালের আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছিলেন কেএল রাহুল। তার রেশ রেখে চলতি আইপিএলেও দুর্দান্ত ফর্মে রয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ৩৩১ রান করেছেন রাহুল। চারটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি আইপিএলে পাঞ্জাব অধিনায়কের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯১।

আইপিএলে পাঞ্জাবের অবস্থান

আইপিএলে পাঞ্জাবের অবস্থান

গত বারের হতাশা থেকে বেরিয়ে চলতি আইপিএলে মোটামুটি স্বস্তিজনক অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস। সাত ম্যাচের তিনটিতে জয় হাসিল করেছে কেএল রাহুলের দল। ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব কিংস।

ছবিতে সৌজন্য বিসিসিআই/ আইপিএল

English summary
IPL 2021 : Punjab Kings captain KL Rahul taken to hospital with appendicitis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X