For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়ের খোঁজে মুম্বই বনাম আত্মবিশ্বাসী কেকেআর, দুই শিবিরের প্রথম একাদশ নিয়ে পরিকল্পনা ঠিক কি?

জয়ের খোঁজে মুম্বই বনাম আত্মবিশ্বাসী কেকেআর, দুই শিবিরের প্রথম একাদশ নিয়ে পরিকল্পনা ঠিক কি?

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২১-এর বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আজ সন্ধ্যায়। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম দল চলতি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যাওয়ার খামতি আজ পূরণ করতে মরিয়া হয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই আবহে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ দেখে নেওয়া যাক।

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাইয়ের চিপকে চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আজকের ম্যাচে সেই উইনিং কম্বিনেশন বজায় টিকিয়ে রাখতে পারে কেকেআর।

শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), ইয়ম মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্দান্ত ছন্দে ব্যাট করেছিলেন ক্রিস লিন। তবু তিনি আজ কেকেআরের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে থাকবেন বলে মনে করা হচ্ছে। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে অনুশীলনে ফেরা কুইন্টন ডি কক-কে আজ রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। রাহুল চাহারের পরিবর্তে আজ অভিজ্ঞ পীযূষ চাওলাকে খেলাতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রাহুল চাহাল বা পীযূষ চাওলা, মার্কো জানসেন, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।

কোথায় এবং কখন ম্যাচ

কোথায় এবং কখন ম্যাচ

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা। স্টার স্পোর্টসে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে। ডিজনি+হটস্টারে খেলার লাইভ স্ট্রিমিং চলবে।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

মন্থর হলেও চিপকের আজকের পিচ ব্যাটিং সহায়ক হবে বলে জানানো হয়েছে। আগে ব্যাট করা দল বাড়তি সুবিধা পাবে বলেও জানিয়েছেন কিউরেটর। আজ ১৭০ ফাইটিং টোটাল হতে পারে।

আবহাওয়া কেমন

আবহাওয়া কেমন

আজ চেন্নাইতে সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের দিকে শিশির একটা বড় সমস্যা হতে পারে।

English summary
IPL 2021 : Probable XI of Kolkata Knight Riders and Mumbai Indians for today's match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X