For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বীর অর্ধশতরানে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াকু রান তুলে স্পিন ত্রয়ীতে ভরসা দিল্লি ক্যাপিটালসের

Google Oneindia Bengali News

পৃথ্বী শ-র অর্ধশতরানের সুবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় পৌঁছাল দিল্লি ক্যাপিটালস। গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক ঋষভ পন্থ ও স্টিভ স্মিথ। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস তুলল চার উইকেটে ১৫৯ রান। ৫৩ রান করেন পৃথ্বী শ, চলতি আইপিএলে এটি তাঁর দ্বিতীয় হাফ সেঞ্চুরি। পন্থ করেন ৩৭। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৩৪ করে অপরাজিত থাকলেন স্টিভ স্মিথ। দুই উইকেট নেন সিদ্ধার্থ কৌল।

পৃথ্বীর অর্ধশতরানে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াকু রান দিল্লির

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। তাঁর কথায়, চিপকের উইকেট তুলনায় শুষ্ক এবং এদিনের আবহাওয়ায় ডিউ ফ্যাক্টর সমস্যা তৈরি করবে না। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করতে থাকেন দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। ১০.২ ওভারে ওপেনিং জুটিতে ওঠে ৮১ রান। ওপেনিং পার্টনারশিপ ভাঙেন রশিদ খান। ২৬ বলে ২৮ রান করে বোল্ড হন শিখর।

পৃথ্বীর অর্ধশতরানে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াকু রান দিল্লির

(ছবি- বিসিসিআই/আইপিএল)

স্কোরবোর্ডে এরপর তিন রান যোগ হওয়ার পরই ফেরেন পৃথ্বী। ঋষভ পন্থের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে তিনি রান আউট হন। জনি বেয়ারস্টো জগদীশা সুচিথের বলে স্টাম্প আউট মিস করেন। রান নিতে গিয়ে পন্থ কিছুটা এগিয়ে ফিরে যান। ততক্ষণে এতটাই এগিয়ে গিয়েছিলেন পৃথ্বী যে নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছানোর আগেই খলিল আহমেদের থ্রো ধরে সুচিথ উইকেট ভেঙে দেন।

পৃথ্বীর অর্ধশতরানে সানরাইজার্সের বিরুদ্ধে লড়াকু রান দিল্লির

(ছবি- বিসিসিআই/আইপিএল)

১১.৩ ওভারে ৮৪ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর স্টিভ স্মিথের সঙ্গে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক পন্থ। ১৮.২ ওভারে ১৪২ রানের মাথায় ২৭ বলে ৩৭ রান করে সিদ্ধার্থ কৌলের শিকার হন দিল্লি অধিনায়ক। এই ওভারের শেষ বলেই হেটমায়ারকে ফেরান সিদ্ধার্থ। ২০১৫ সাল থেকে আজ অবধি দুটি আইপিএল ম্যাচ খেলা কর্নাটকের সুচিথ ২০১৯ সালের পর ফের আইপিএলে খেললেন। ভুবনেশ্বর কুমারের চোট থাকায় তাঁকে এদিন খেলাল সানরাইজার্স। চার ওভারে মাত্র ২১ রান দেন তিনি। দিল্লি ক্যাপিটালস ললিত যাদবকে বসিয়ে খেলাচ্ছে করোনাজয়ী অক্ষর প্যাটেলকে। চিপকে অশ্বিন-অমিত-অক্ষর স্পিন ত্রয়ীদের জয়ের সন্ধানে দিল্লি।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, বিরাট সিং, অভিষেক শর্মা, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সুচিথ, সিদ্ধার্থ কৌল ও খলিল আহমেদ।

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অমিত মিশ্র ও আবেশ খান।

English summary
Prithvi Shaw Hits Fifty As Delhi Capitals Set The Target Of 160 Runs For Sunrisers Hyderabad. Delhi Capitals Have Won The Toss And Elected To Bat First.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X