For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রানের পাহাড়ে চেন্নাই সুপার কিংস, কেকেআরের টার্গেট ২২১

Google Oneindia Bengali News

মুম্বইয়ের ওয়াংখেড়েতে কলকাতা নাইট রাইডার্সকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে দিল চেন্নাই সুপার কিংস। ১৮.৫ ওভারেই দুশো পেরিয়ে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২০ রান তুলল চেন্নাই সুপার কিংস। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬০ বলে ৯৫ রানে অপরাজিত থাকেন ফাফ দু প্লেসি। দুটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮ বলে ১৭ রান করেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজা ১ বলে ৬ রানে অপরাজিত থাকেন। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট দখল করেন। নাইটদের দুই পেসারের পারফরম্যান্স হতাশাজনক। প্যাট কামিন্স ৪ ওভারে ৫৮ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৪৯ রান দেন।

ফাফের দাপট

ফাফের দাপট

টস জিতে এদিন চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান। এরপর শতরানের ওপেনিং জুটিতে ভর করে বড় রানের দিকে এগিয়ে যেতে থাকে সিএসকে। প্রথমে আক্রমণাত্মক ব্য়াটিং শুরু করেন এদিন ফর্মে ফেরা ঋতুরাজ গায়কোয়াড়। তিনি ফেরার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার কাঁধে নিয়ে সর্বাধিক রান করেন ফাফ দু প্লেসি।


(ছবি- বিসিসিআই/আইপিএল)

এবার সেরা

এবার সেরা

এবারের আইপিএলে এদিনই সবচেয়ে বেশি রান উঠল চেন্নাই সুপার কিংসের ওপেনিং জুটিতে। ১২.২ ওভারে যখন ঋতুরাজ গায়কোয়াড়কে আউট করলেন বরুণ চক্রবর্তী সিএসকে তখন ১১৫ রান তুলে ফেলেছে। ৪২ বলে ৬৪ রান করে আউট হন ঋতুরাজ। ছটি চার ও চারটি ছয় মেরেছেন চেন্নাই সুপার কিংসের এই ওপেনার। আগের তিনটি ম্যাচে ফর্মে ছিলেন না। এদিন ফর্মে ফিরলেন দারুণভাবেই। এবারের আইপিএলে প্রথম তথা আইপিএল কেরিয়ারে ১৭তম অর্ধশতরান পেলেন অপর ওপেনার ফাফ দু প্লেসি। ষষ্ঠ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসেবে এদিন টি ২০-তে ৬ হাজার রানও পূর্ণ করেন তিনি। দরকার ছিল ১ রান, প্যাট কামিন্সের বলে চার মেরে এদিন খাতা খোলার পাশাপাশি ছয় হাজারের মাইলস্টোনও স্পর্শ করেন দু প্লেসি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ফর্মে ঋতুরাজ

ফর্মে ঋতুরাজ

গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেক হয় ঋতুরাজ গায়কোয়াড়ের। ৬টি ম্যাচে তিনটি অর্ধশতরান-সহ ২০৪ রান করেছিলেন, হায়েস্ট স্কোর ছিল ৭২। এ বছর প্রথম তিনটি ম্যাচেই ব্যর্থ হলেও তাঁর প্রতি আস্থা বজায় রাখেন স্টিফেন ফ্লেমিং, মহেন্দ্র সিং ধোনিরা। সেই আস্থারই আজ পূর্ণ মর্যাদা দিলেন। উইকেটের অপর প্রান্তে ফাফ দু প্লেসি থাকলেও তাঁর চেয়েও এদিন বেশি আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন ঋতুরাজ। ৩৩ বলে পূর্ণ করেন আইপিএল কেরিয়ারের চতুর্থ অর্ধশতরান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নারিনে ভরসা

নারিনে ভরসা

এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে নাইটদের ভরসা দিলেন সুনীল নারিন। শেষ ওভারে ১৭ রান দিলেও চার ওভারে ৩৪ রান খরচ করেন। শেষ ওভারে তিনি মঈন আলির উইকেটটিও তুলে নেন। তার আগে ২৬ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েছিলেন মঈন ও দু প্লেসি। ১২ বলে ২১ রান করে আউট হন মঈন। তাঁর ইনিংসে ছিল দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি।(ছবি- বিসিসিআই/আইপিএল)

দুই দলেই পরিবর্তন

দুই দলেই পরিবর্তন

শাকিব আল হাসানের জায়গায় এদিন খেলানো হয় সুনীল নারিনকে। হরভজন সিংয়ের জায়গায় দলে আসেন কমলেশ নাগরকোটি। এদিন নাইটদের হয়ে বোলিং ওপেন করেন বরুণ চক্রবর্তী। ডোয়েইন ব্র্যাভোকে বিশ্রাম দিয়েছে সিএসকে এই ম্যাচে প্রথম একাদশে নিয়েছে লুঙ্গি এনগিডিকে।

চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, লুঙ্গি এনগিডি, শার্দুল ঠাকুর, দীপক চাহার

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ
(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Kolkata Knight Riders Have Won The Toss And Elected To Field Against Chennai Super Kings In Mumbai. Openers Shine As CSK Put A Big Total Against KKR.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X