For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানরাইজার্সের হয়ে তাঁর নামা নিয়ে জল্পনা, তার আগেই খুশির খবর পেলেন কেন

Google Oneindia Bengali News

আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। তার আগে কাল আইপিএলে চেন্নাইয়ে দেখা যেতে পারে বিরাট-কেন দ্বৈরথ। কেন উইলিয়ামসন যদিও আইপিএলে অধিনায়কত্ব করছেন না। তবে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের বড় অস্ত্র তো বটেই। ফলে কাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিউজিল্যান্ডের অধিনায়ককে প্রথম একাদশে রাখতে পারে ডেভিড ওয়ার্নারের দল। অন্তত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনের অভাব অনুভূত হয়েছে। তবে কালকের ম্যাচের আগে দুই ক্রিকেটারের জোড়া স্বীকৃতিতে খুশির হাওয়া সানরাইজার্স শিবিরে।

সানরাইজার্সের হয়ে কাল কেন খেলতে পারেন আরসিবি-র বিরুদ্ধে

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আইসিসি-র বিচারে মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সানরাইজার্সের বোলিংয়ের প্রধান অস্ত্র ভুবনেশ্বর কুমার। আর কেন উইলিয়ামসন দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে স্যর রিচার্ড হ্যাডলি পদক জেতার পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতিও পেলেন। সুদূর নিউজিল্যান্ড থেকে ফোনে এলো সুখবর। উইলিয়ামসনের কথা হলো খোদ রিচার্ড হ্যাডলির সঙ্গে। স্বীকৃতি পেয়ে খুশি উইলিয়ামসন জানিয়ে দিলেন, এখন তাঁর পাখির চোখ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

গত ছয় বছরে এই নিয়ে চারবার স্যর রিচার্ড হ্যাডলি পদক জিতে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। হ্যামিলটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের সেরা ২৫১ ছাড়াও তার পরেই দেশের মাটিতে বক্সিং ডে টেস্টে শতরান, ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পিছনে বড় ভূমিকা নেয় তাঁর পারফরম্যান্স। সেই সুবাদেই স্যর রিচার্ড হ্যাডলি পদক জয়। এই পদক ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা ব্যাটিংয়ের জন্য রেডপাথ কাপও পাচ্ছেন তিনি। চার ইনিংসে তিনি ৬৩৯ রান করেছেন, গড় ১৫৯।

প্রথম ম্যাচে হারার পর সানরাইজার্স দলে কেন উইলিয়ামসনকে ফেরানোর দাবি জোরালো হয়েছে। যদিও তিনি এখনও ম্যাচ ফিট নন বলে জানিয়েছেন কোচ ট্রেভর বেলিস। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, রশিদ খান ও মহম্মদ নবির প্রথম একাদশে জায়গা সুনিশ্চিত। ফলে উইলিয়ামসনকে খেলাতে হলে জনি বেয়ারস্টোকে বসাতে হবে। প্রথম ম্যাচে বেয়ারস্টো ফর্মে থাকার ইঙ্গিত দিয়ে মূল্যবান রান করেছেন। তাই উইলিয়ামসনকে আরও কয়েকটি ম্যাচ অপেক্ষা করতে হবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Sunrisers Hyderabad Will Be Up Against Virat Kohli Led Royal Challengers Bangalore In Chennai. On The Eve Of That Match NZ Skipper Kane Williamson Bags Sir Richard Hadlee Medal For The Fourth Time.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X