For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নববর্ষে কেকেআর কর্ণধার তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানকে নিয়ে ক্ষোভ

Google Oneindia Bengali News

আজ পয়লা বৈশাখ। করোনা আবহেও এই বিশেষ দিনটি বাংলায় ধুমধাম করে পালিত হচ্ছে। বিশ্বের নানা প্রান্তে থাকা বাঙালিদের কাছেও আজকের দিনের গুরুত্ব অপরিসীম। ফোনে মেসেজ, সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল মাধ্যমে চলছে শুভেচ্ছা বিনিময়ের পালা। যদিও বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের আচরণ ফের ক্ষোভের সৃষ্টি করল।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানকে নিয়ে ক্ষোভ

পাঞ্জাব কিংসে ঈশান পোড়েল বা মহম্মদ সামি, সানরাইজার্স হায়দরাবাদে ঋদ্ধিমান সাহা ও শ্রীবৎস গোস্বামীর মতো বাংলার ক্রিকেটাররা রয়েছেন। এবারের আইপিএলে বাংলার আরেক প্রতিনিধি তো নববর্ষের প্রাক্কালে স্মরণীয় জয় উপহার দিয়েছেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। খোদ অমিতাভ বচ্চন যা দেখে টুইট করে লিখেছেন, আইপিএলে পরপর দুই দিন দুই দল হারতে হারতে জিতে গিয়েছে! অসম্ভব সমম্ভব হয়! হবেও।

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানকে নিয়ে ক্ষোভ

দিল্লি ক্যাপিটালস দলে বাংলার কোনও ক্রিকেটার নেই। তবু কর্ণধার পার্থ জিন্দালের বাংলার সঙ্গে আত্মিক যোগ রয়েছে। দিল্লি ক্যাপিটালস দল তাই আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে সঙ্গীতা জিন্দালের টুইট রিটুইট করে সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছে।

আরসিবি-র শাহবাজ আহমেদের জন্ম হরিয়ানায় হলেও কলকাতাতেই ক্লাব ক্রিকেট খেলে বাংলা দলে জায়গা করে নিয়েছেন। নববর্ষের প্রাক্কালে তিনি দেখিয়ে দিয়েছেন, বাংলার ক্রিকেটাররাও ভালো পারফর্ম করতে পারেন আইপিএলের আসরে। অথচ বিগত কয়েক বছর ধরেই বাংলার ক্রিকেটাররা ব্রাত্য কলকাতা নাইট রাইডার্সে। বাঙালি বলতে সবেধন নীলমণি বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান। সেই শাকিবকে দিয়েই নববর্ষের শুভেচ্ছা জানিয়েই যেন দায় সেরেছে কেকেআর। দুটি টুইটের মাধ্যমে।

একটি ভিডিওতে শাকিব সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। যার ক্যাপশনে লেখা আপনাদের সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আরেকটি টুইটে ইংরেজিতে লেখা হয়েছে, নববর্ষে কার পছন্দের কী খাবার? এই দিনটি কলকাতায় উদযাপন করতে পারলে ভালো লাগত গোছের কিছু কথা।

যদিও কেকেআরের এই টুইটে একেবারেই আন্তরিকতার ছাপ নেই। অন্তত যে গুরুত্ব দিয়ে উৎসবের সময় নানা ভিডিও ও শুভেচ্ছাবার্তা পোস্ট করে চেন্নাই সুপার কিংস, কেকেআর তার ধারেকাছে নেই।

এমনকী সঞ্জু স্যামসন অধিনায়ক হওয়ার পর রাজস্থান রয়্যালস কেরলে যেভাবে ফ্যান বেস তৈরির উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। সবচেয়ে অবাক করছে শাহরুখ খানের ভূমিকা। তিনি কলকাতা নাইট রাইডার্সের মালিক। আইপিএলে তাঁর দল জিতলে ইডেনে রাজকীয় অভ্যর্থনা দিতে দেরি করেন না মুখ্যমন্ত্রী মতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটনের বিজ্ঞাপনে মুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ, হাজির থাকেন কলকাতা চলচ্চিত্র উৎসবেও। আজ নববর্ষে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা বাংলায় টুইট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে নববর্ষের শুভেচ্ছা জানানোর প্রয়োজনই বোধ করেননি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। কলকাতাকে নিজের দল বলে দেখিয়ে সমর্থন প্রত্যাশী শাহরুখ খানের এমন আচরণ তাই স্বাভাবিকভাবেই ক্ষোভের জন্ম দিয়েছে। ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, এতো বছরেও কেন বাংলার সঙ্গে একাত্ম হতে পারল না কেকেআর বা শাহরুখ?

English summary
Nabo Barsho Is Being Celebrated Today In West Bengal. KKR Fans Disappointed As No Message From Bengal's Brand Ambassador And KKR Owner Shahrukh Khan On Bengali New Year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X