For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একা কুম্ভ মায়াঙ্কে রক্ষা রাহুলহীন পাঞ্জাবের, আইপিএলে জয়ের জন্য দিল্লির দরকার ১৬৭

একা কুম্ভ মায়াঙ্কে রক্ষা রাহুলহীন পাঞ্জাবের, আইপিএলে জয়ের জন্য দিল্লির দরকার ১৬৭

  • |
Google Oneindia Bengali News

আবারও ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হল পাঞ্জাব কিংস। অসুস্থ কেএল রাহুলের অনুপস্থিতিতে অধিনায়কোচিত ইনিংস খেলে একা রানের ঘাটতি পূরণ করলেন মায়াঙ্ক আগরওয়াল। এ লড়াইয়ে তাঁকে সঙ্গই দিতে পারলেন না ক্রিস গেইল, ডেভিড মালান, দীপক হুডার মতো তাবড় ব্যাটসম্যানরা। ১ রানের জন্য শতরান হাতছাড়া হল পাঞ্জাব অধিনায়কের। তবু দলকে ১৬৬ রানে পৌঁছে দিলেন কর্নাটকী।

একা কুম্ভ মায়াঙ্কে রক্ষা রাহুলহীন পাঞ্জাবের, আইপিএলে জয়ের জন্য দিল্লির দরকার ১৬৭

পাঞ্জাব কিংসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে যে কঠিন অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত কেএল রাহুল। পরিস্থিতি এমন যে ডাক্তাররা দেরি করতে চাইছেন। রবিবারই পাঞ্জাব অধিনায়কের শরীরে অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে। অতিমারী পরিস্থিতিতে সব সুরক্ষা ও স্বাস্থ্যবিধি নেমে এই অস্ত্রোপচার হবে বলে পাঞ্জাব কিংসের তরফে জানানো হয়েছে। যে কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারলেন না রাহুল। ফের কবে মাঠে নামতে পারবেন পাঞ্জাব অধিনায়ক, তা অবশ্য এখনই বলা যাচ্ছে না। কারণ হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর পাঞ্জাব অধিনায়ককে ফের কোয়ারেন্টাইনে সময় কাটাতে হবে বলে জানানো হয়েছে। কোভিড ১৯ টেস্ট নেগেটিভ হলে তবেই দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কেএল।

সেই আবহে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে যান পাঞ্জাব কিংসের স্টপ গ্যাপ অধিনায়ক মায়াঙ্ক। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুল-হীন পাঞ্জাবের বিরুদ্ধে যে সিদ্ধান্ত সঠিক বলে পরিগণিত হয়। ১৭ রানে প্রথম উইকেট হারায় মায়াঙ্ক আগরওয়ালের দল। এরপর নিয়মিত ব্যবধানে তাদের উইকেট পড়তেই থাকে। তবু শেষ পর্যন্ত লড়ে যান মায়াঙ্ক আগরওয়াল।

আরও একবার সুযোগ পেয়েও ব্যর্থ হন পাঞ্জাব কিংসের প্রভসিমরণ সিং। ১৬ বলে মাত্র ১২ রান করে তিনি আউট হন। ৯ বলে ১৩ রান করে আউট হন ক্রিস গেইলও। একটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ২৬ বলে ২৬ রান করে আউট হন চলতি আইপিএলে পাঞ্জাবের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা ডেভিড মালান। মাত্র ১ রান করে আউট হন ভয়ঙ্কর দীপক হুডা। ৫ বলে ৪ রান করে আউট হন শাহরুখ খান। ৫৮ বলে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেন মায়াঙ্ক। আটটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। দিল্লির হয়ে ৩ উইকেট নেন কাগিসো রাবাডা। একটি করে উইকেট নেন আবেশ খান ও অক্ষর প্যাটেল।

English summary
IPL 2021 : Neck to neck fight between Delhi Capitals and Kings XI Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X