For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: চলতি আইপিএলে প্রথমবার রান তাড়া করে রাজস্থানকে হারাল মুম্বই

Google Oneindia Bengali News

আইপিএলে আজ ডাবল হেডার। প্রথম ম্যাচে দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সকে আগের ম্যাচে হারানোর পর জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট তালিকায় সাত থেকে উপরে উঠে আসাই লক্ষ্য সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের। আইপিএলে মুম্বই ও রাজস্থান পরস্পরের মুখোমুখি হয়েছে ২৩ বার। দুই দলই ১১টি করে ম্যাচ জিতে জিতেছে। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। ২০১৮ সাল থেকে আইপিএলে শেষ ৬টি সাক্ষাতে মাত্র একবারই মুম্বইয়ের কাছে পরাস্ত হয়েছিল রাজস্থান। ৬টি ম্যাচেই রান তাড়া করেছিল, জয় এসেছে পাঁচটিতে।

দিল্লিতে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স

Newest First Oldest First
7:05 PM, 29 Apr

রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স
7:02 PM, 29 Apr

মুম্বই ইন্ডিয়ান্সকে জিততে ২ ওভারে করতে হবে ৯ রান।
6:53 PM, 29 Apr

মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড ক্রুণাল পাণ্ডিয়া।করলেন ২৬ বলে ৩৯ রান। জিততে মুম্বইয়ের দরকার ২০ বলে ২৬ রান।
6:49 PM, 29 Apr

২৪ বলে জিততে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ৩২ রান।
6:44 PM, 29 Apr

১৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১৩১। শেষ পাঁচ ওভারে দরকার ৪১।
6:32 PM, 29 Apr

১৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১১১।
6:26 PM, 29 Apr

১১.৪ ওভারে ২ উইকট হারিয়ে ১০০ রান পার মুম্বই ইন্ডিয়ান্সের
6:25 PM, 29 Apr

আইপিএলে ১৫তম এবং এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করলেন কুইন্টন ডি কক। হাফ সেঞ্চুরি করলেন ৩৫ বলে।
6:18 PM, 29 Apr

১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটে ৮৭
6:15 PM, 29 Apr

১০ রান করে ক্রিস মরিসের দ্বিতীয় শিকার সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্স ৯.২ ওভারে ২ উইকেটে ৮৩ রান।
5:54 PM, 29 Apr

১৭ বলে ১৪ রান করে ক্রিস মরিসের শিকার রোহিত শর্মা। পাওয়ারপ্লে-তে মুম্বই ইন্ডিয়ান্স ৬ ওভারে বিনা উইকেটে ৪৯ রান
5:44 PM, 29 Apr

জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভালো শুরু মুম্বই ইন্ডিয়ান্সের। দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক ছন্দে। মুম্বইয়ের স্কোর চার ওভারে বিনা উইকেটে ২৭
5:18 PM, 29 Apr

রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ সঞ্জু স্যামসন ৪২ (২৭) জস বাটলার ৪১ (৩২) শিবম দুবে ৩৫ (৩১) রাহুল চাহার ৪-০-৩৩-২ জশপ্রীত বুমরাহ ৪-০-১৫-১ ট্রেন্ট বোল্ট ৪-০-৩৭-১
5:02 PM, 29 Apr

জশপ্রীত বুমরাহ-র বলে কট অ্যান্ড বোল্ড শিবম দুবে। ৩১ বলে করলেন ৩৫। ১৯ ওভারে রাজস্থান রয়্যালস চার উইকেটে ১৫৯।
4:58 PM, 29 Apr

১৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালস ৩ উইকেটে ১৫৫।
4:56 PM, 29 Apr

২৭ বলে ৪২ রান করে আউট সঞ্জু স্যামসন। বোল্ড হলেন ট্রেন্ট বোল্টের বলে। ১৭.৪ বলে রাজস্থান রয়্যালস ৩ উইকেটে ১৪৮ রান।
4:36 PM, 29 Apr

১৪ ওভারে স্ট্র্যাটেজিক টাইম আউটে রাজস্থান রয়্যালসের স্কোর ২ উইকেটে ১১৩।
4:26 PM, 29 Apr

১২ ওভারের শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ১০০। ক্রিজে সঞ্জু স্যামসন ও শিবম দুবে।
4:18 PM, 29 Apr

চাহারের বলেই কট অ্যান্ড বোল্ড হলেন যশস্বী জয়সওয়াল। ২০ বলে করলেন ৩২। ১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ৯১।
4:07 PM, 29 Apr

রাজস্থান রয়্যালসের প্রথম উইকেটের পতন। রাহুল চাহারের বলে ৩২ বলে ৪১ রান করে আউট জস বাটলার। ৭.৪ ওভারে রাজস্থান রয়্যালস এক উইকটে ৬৬।
3:56 PM, 29 Apr

পাওয়ারপ্লে-তে ৬ ওভারে রাজস্থান রয়্যালস বিনা উইকেটে ৪৭ রান। ছবি- বিসিসিআই/আইপিএল
3:23 PM, 29 Apr

করোনা পরিস্থিতি মোকাবিলায় চলতি আইপিএলের প্রথম দল হিসেবে সাড়ে ৭ কোটি টাকা (১০ লক্ষ মার্কিন ডলার) দান রাজস্থান রয়্যালসের
3:03 PM, 29 Apr

রাজস্থান রয়্যালস: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান
3:03 PM, 29 Apr

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, জয়ন্ত যাদব, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট
3:02 PM, 29 Apr

রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ অপরিবর্তিত
3:02 PM, 29 Apr

মুম্বই ইন্ডিয়ান্সে একটি পরিবর্তন। ঈশান কিষাণের জায়গায় খেলানো হচ্ছে নাথান কুল্টার-নাইলকে।
3:00 PM, 29 Apr

টস জিতে ফিল্ডিং নিল মুম্বই ইন্ডিয়ান্স
2:58 PM, 29 Apr

দুই দলের টিম হাডলেই নতুন কাউকে দলের টুপি দেওয়া হলো না। ফলে দলে পরিবর্তন হলেও নতুন কোনও ক্রিকেটারকে আজ কোনও দলের হয়েই দেখা যাবে না।
2:47 PM, 29 Apr

টস একটু পরেই
2:13 PM, 29 Apr

আইপিএলে দুই দলই পরস্পরের বিরুদ্ধে ১১টি করে ম্যাচ জিতেছে। ফিরোজ শাহ কোটলা বা বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, পরে ব্যাট করেই বেশি দল জিতেছে। যদিও এবারের আইপিএলে এখনও রান তাড়া করেনি মুম্বই।
READ MORE

English summary
Mumbai Indians Will Be Up Against Rajsthan Royals In Delhi. MI look to overcome middle-order woes return to winning ways. RR Want To Keep Winning Momentum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X