For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: ৩৪ বলে ৮৭! অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ বলে মুম্বইকে চেন্নাইয়ের বিরুদ্ধে জেতালেন পোলার্ড

Google Oneindia Bengali News

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। শেষ ছয়টি সাক্ষাতে পাঁচবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে দুই দলের শেষ সাক্ষাতটি জিতেছিলেন ধোনিরা। ৩২ বার চেন্নাই ও মুম্বই পরস্পরের মুখোমুখি হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে। চেন্নাই সুপার কিংস ১৩টিতে। আজ সুরেশ রায়নার ২০০তম আইপিএল ম্যাচ। প্রথম ভারতীয় হিসেবে সাড়ে তিনশো টি ২০ ম্যাচ খেলতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আজকের ম্যাচ জিতলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭২তম জয় এনে দিয়ে আইপিএলে গৌতম গম্ভীরের ৭১টি ম্যাচে জয়ের রেকর্ড টপকে যাবেন রোহিত। তাঁর সামনে তখন থাকবেন শুধুই মহেন্দ্র সিং ধোনি, যিনি অধিনায়ক হিসেবে ১১৫টি ম্যাচ জিতেছেন। চেন্নাইয়ের দীপক চাহারের আজ ৫০তম আইপিএল ম্যাচ। ২টি ছক্কা মারলে সিএসকে-র হয়ে ৫০টি ছক্কা মারার নজির গড়বেন রবীন্দ্র জাদেজা। ধোনি, রায়না, মুরলী বিজয় ও অম্বাতি রায়ুডু আগে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। আর একটি উইকেট পেলে ক্রুণাল পাণ্ডিয়া ৫০তম আইপিএল উইকেট পাবেন এবং কায়রন পোলার্ডের পর মুম্বইয়ের হয়ে তিনি ১ হাজারের বেশি রান ও ৫০টি উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করবেন।

সিএসকে-র বিজয়রথ থামানোর চ্যালেঞ্জ মুম্বই ইন্ডিয়ান্সের

Newest First Oldest First
11:29 PM, 1 May

শেষ বলে ২ রান নিয়ে দলকে জেতালেন পোলার্ড। ৩৪ বলে ৮৭ রানে অপরাজিত পোলার্ড।
11:28 PM, 1 May

পঞ্চম বলে ছক্কা মারলেন পোলার্ড। শেষ বলে দরকার ২ রান
11:27 PM, 1 May

২ বলে মুম্বইয়ের দরকার ৮
11:27 PM, 1 May

মুম্বইয়ের জিততে ৩ বলে দরকার ৮
11:26 PM, 1 May

এনগিডির দ্বিতীয় বলে চার মারলেন পোলার্ড। ৪ বলে দরকার ১২।
11:23 PM, 1 May

১৯তম ওভারের শেষ বলে জিমি নিশামকে আউট করলেন কারান। শেষ ওভারে মুম্বইয়ের জিততে দরকার ১৬
11:23 PM, 1 May

২৮ বলে অপরাজিত পোলার্ড
11:22 PM, 1 May

মুম্বইয়ের দরকার ৭ বলে দরকার ১৬
11:20 PM, 1 May

১৯তম ওভারে কারানের চতুর্থ বলে আউট হার্দিক পাণ্ডিয়া। ৮ বলে দরকার ১৭ রান।
11:20 PM, 1 May

মুম্বইয়ের দরকার ৯ বলে ১৭
11:19 PM, 1 May

১৮.২ ওভারে ২০০ পেরিয়ে গেল মুম্বই
11:19 PM, 1 May

কারানের পরপর দুই বলে ছক্কা হার্দিকের। জিততে ১০ বলে দরকার ১৯ রান।
11:17 PM, 1 May

মুম্বই ইন্ডিয়ান্সকে জিততে ২ ওভারে চাই ৩১ রান।
11:16 PM, 1 May

শার্দুলের বলে পোলার্ডের ক্যাচ ফেললেন দু প্লেসি। ২৬ বলে ৭০ রানে অপরাজিত পোলার্ড।
11:11 PM, 1 May

১৭তম ওভারে একটি উইকেট নিয়ে মাত্র ২ রান দিলেন স্যাম কারান। মুম্বইয়ের ৩ ওভারে দরকার ৪৮।
11:08 PM, 1 May

১৬.৩ ওভারে ক্রুণাল পাণ্ডিয়াকে আউট করে ধাক্কা দিলেন স্যাম কারান। ১৭০ রানে চতুর্থ উইকেট হারাল মুম্বই। ২৩ বলে ৩২ করে আউট ক্রুণাল পাণ্ডিয়া।
11:05 PM, 1 May

মুম্বইয়ের জিততে চার ওভারে দরকার ৫০। ১৯ বলে ৫৫ রানে অপরাজিত কায়রন পোলার্ড। ২২ বলে ৩২ রানে ক্রিজে ক্রুণাল পাণ্ডিয়া
10:57 PM, 1 May

চলতি আইপিএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড নিজের দখলে নিলেন কায়রন পোলার্ড। ১৭ বলে হাফ সেঞ্চুরি করলেন। ৩টি চার ও ৬টি ছয়ের সাহায্যে।
10:56 PM, 1 May

চলতি আইপিএলে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড নিজের দখলে নিলেন কায়রন পোলার্ড। ১৭ বলে হাফ সেঞ্চুরি করলেন। ৩টি চার ও ৬টি ছয়ের সাহায্যে।
10:41 PM, 1 May

১৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেটে ১১৪। জাদেজার ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে ৯ বলে ২১ রানে অপরাজিত পোলার্ড।
10:29 PM, 1 May

টার্গেট ২১৯, ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেটে ৮১
10:28 PM, 1 May

মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় উইকেট। মঈন আলি ফেরালেন কুইন্টন ডি কককে। ২৮ বলে ৩৮ করে ফিরলেন ডি কক। ৯.৪ ওভারে মুম্বই ৩ উইকেটে ৮১
10:23 PM, 1 May

রবীন্দ্র জাদেজার বলে কট বিহাইন্ড সূর্যকুমার যাদব, করলেন ৩। অসাধারণ ক্যাচ ধোনির। মুম্বই ৮.৪ ওভারে ২ উইকেটে ৭৭
10:17 PM, 1 May

শার্দুল ঠাকুরের বলে আউট রোহিত শর্মা। ২৪ বলে ৩৫ রান করলেন। ৭.৪ ওভারে ১ উইকেটে ৭১
10:11 PM, 1 May

স্ট্র্যাটেজিক টাইম আউটে ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ৬৮
10:06 PM, 1 May

পাওয়ারপ্লে-তে ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৫৮
10:03 PM, 1 May

৫.১ ওভারে ৫০ রান পার করল মুম্বই ইন্ডিয়ান্স।
9:52 PM, 1 May

কুইন্টন ডি কক স্বমহিমায়। ৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ৩০।
9:50 PM, 1 May

রিভিউ নিয়ে বাঁচলেন রোহিত শর্মা। ২.৪ ওভারে দীপক চাহারের বলে লেগ বিফোর দেন আম্পায়ার। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ২৩
9:16 PM, 1 May

১৮.৫ ওভারে দুশো পার সিএসকে-র। ১৯তম ওভারে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২০৪। আইপিএলে এদিন নিজের সবচেয়ে খারাপ বোলিং জশপ্রীত বুমরাহর। ৪ ওভারে ৫৬ রান দিয়ে পেলেন ১ উইকেট।
READ MORE

English summary
Mumbai Indians Looking To Stop Chennai Super Kings Dream Run In IPL 2021. CSK At Number One Spot While MI at Fifth Position In Points Table. MI Hold Better Head To Head Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X