For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলে জয়ের রাস্তায় ফিরতে রণকৌশল সাজাচ্ছে রোহিতের মুম্বই

Google Oneindia Bengali News

আইপিএলে বৃহস্পতিবার ডাবল হেডার। প্রথম ম্যাচে দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সকে আগের ম্যাচে হারানোর পর জয়ের ধারা বজায় রেখে পয়েন্ট তালিকায় সাত থেকে উপরে উঠে আসাই লক্ষ্য সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

আইপিএলে মুম্বই ও রাজস্থান পরস্পরের মুখোমুখি হয়েছে ২৩ বার। দুই দলই ১১টি করে ম্যাচ জিতে জিতেছে। একটি ম্যাচ অমীমাংসিত ছিল। ২০১৮ সাল থেকে আইপিএলে শেষ ৬টি সাক্ষাতে মাত্র একবারই মুম্বইয়ের কাছে পরাস্ত হয়েছিল রাজস্থান। ৬টি ম্যাচেই রান তাড়া করেছিল, জয় এসেছে পাঁচটিতে। এবারের আইপিএলেও ভালোই রান তাড়া করছে রাজস্থান। তবে মুম্বই ইন্ডিয়ান্সকে এবারের আইপিএলে রান তাড়া করতে হয়নি। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে ৫৭ রানে হারলেও ফিরতি ম্যাচ ৮ উইকেটে জিতে মধুর প্রতিশোধ নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার পয়েন্ট তালিকায় মুম্বই রয়েছে চারে। পাঁচ ম্যাচে পয়েন্ট চার। রাজস্থান রয়্যালসেরও সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট। তবে নেট রান রেটে পিছিয়ে থাকায় রয়েছে সাতে। ফলে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে পয়েন্ট তালিকাতেও চারে উঠে আসার সম্ভাবনা রয়েছে সঞ্জু স্যামসনদের।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

মুম্বইয়ের চিন্তা ব্যাটিং

মুম্বইয়ের চিন্তা ব্যাটিং

মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে এখনও রান তাড়া করেনি। ব্যাটিংও একেবারেই ধারাবাহিক নয়। বিশেষ করে ডেথ ওভারে রান রেট মাত্র ৭.৪৫, আইপিএলে অন্য কোনও দলের ডেথ ওভারের ব্যাটিং এতো খারাপ নয়। ফলে আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ৯ উইকেটে হারতে হয়েছে। যদিও গত বছর এই ব্যাটসম্যানরাই আইপিএলে ডেথ ওভারে গড়ে ১৩.১৯ রান রেট রেখে রান তুলেছেন। জয়ের রাস্তায় ফিরতে মুম্বই ইন্ডিয়ান্স স্বাভাবিকভাবেই তাকিয়ে থাকবে শক্তিশালী মিডল অর্ডারের দিকে। রাজস্থান রয়্যালসের ডেথ ওভার বোলিং আবার এখনও অবধি সবচেয়ে খারাপ। গড়ে ওভারপ্রতি ১১.৫১ রান দিয়েছেন রাজস্থান বোলাররা। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে অ্যাডাম মিলনেকে রাখা হতে পারে। নাহলে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ হতে পারে এরকম: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, জয়ন্ত যাদব বা অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

রাজস্থানের সম্ভাব্য একাদশ

রাজস্থানের সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস এমনিতে ভুগছে বিদেশি সমস্যায়। তবে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর পর দলের আত্মবিশ্বাস বেড়েছে। দলের পেসার জয়দেব উনাদকাট নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি বলেছেন, ভাবনায় স্বচ্ছতা রেখে যেভাবে পরিকল্পনা প্রয়োগ করতে চেয়েছি, যে কটি ম্যাচে সুযোগ পেয়েছি তাতে তা করতে পেরেছি। মুম্বই ইন্ডিয়ান্স নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে রাজস্থানের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও তুল্যমূল্য লড়াই-ই হবে। আমরা প্রথম ম্যাচেও জয়ের কাছাকাছি গিয়েও জয় হাসিল করতে পারিনি। মাঝে কয়েকটি ম্যাচে ছন্দ নষ্ট হয়েছিল। তবে আমাদের দলে যে ভারসাম্য রয়েছে তাতে জয়ের ধারা বজায় রাখতে পারলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি। বিভিন্ন পিচে বিভিন্ন রকমের পরিবেশে ভালো খেলার মতো শক্তি আমাদের দলে রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে, রাজস্থান রয়্যালস উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে। সেক্ষেত্রে প্রথম একাদশ হতে পারে এরকম: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রিয়ান পরাগ, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান। তবে রোহিত শর্মার বিরুদ্ধে ভালো রেকর্ডের কারণে শ্রেয়স গোপালকে ফেরানো হতে পারে প্রথম একাদশে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

আইপিএলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তালিকায় দুইয়ে উঠে আসতে রোহিত শর্মা (৫৪৩১)-র দরকার ৪২ রান। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর আগে এই প্রতিবেদন লেখা অবধি সুরেশ রায়না (৫৪৭২) দ্বিতীয় স্থানে রয়েছেন। শিখর ধাওয়ান (৫৪৬২) আছেন তৃতীয় স্থানে। শিখরকে টপকাতে রোহিতের দরকার ৩২ রান। মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় স্পিনার হিসেবে আইপিএলে ৫০টি উইকেট পেতে ক্রুণাল পাণ্ডিয়ার দরকার একটি উইকেট। আর ৩৫ রান করলে আইপিএলে ১ হাজার রান পূর্ণ করতে পারবেন ঈশান কিষাণ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুই শতাধিক চার মেরেছেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা ও অম্বাতি রায়ুডু। প্রথম বিদেশি হিসেবে এই নজির গড়তে কায়রন পোলার্ডের দরকার একটি বাউন্ডারি। তবে রোহিত ও পোলার্ড দুজনেরই ব্যাটিং গড় রাজস্থানের বিরুদ্ধে খুব খারাপ। নজর থাকবে হার্দিক পাণ্ডিয়ার দিকে। গত বছর ৫০ বলে ৯০ করলেও রাজস্থানের বিরুদ্ধে দুই ইনিংসে একবারও আউট হননি হার্দিক। সঞ্জু স্যামসনের রেকর্ড দেখে তাঁকে দ্রুত ফেরাতে রোহিতের অস্ত্র হতে পারেন বোল্ট আর বুমরাহ।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Mumbai Indians Will Be Up Against Rajsthan Royals In Delhi Tomorrow. MI look to overcome middle-order woes return to winning ways. RR Want To Keep Winning Momentum.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X