For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে রাজধানীতে ধোনি-রোহিতের দ্বৈরথ, মুম্বই ইন্ডিয়ান্স দলে দুটি পরিবর্তন

Google Oneindia Bengali News

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। টস জিতলে তিনিও ফিল্ডিংও নিতেন বলে জানিয়েছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলে রাজধানীতে ধোনি-রোহিতের দ্বৈরথ, মুম্বই ইন্ডিয়ান্স দলে দুটি পরিবর্তন

(ছবি- বিসিসিআই/আইপিএল)

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ এদিন অপরিবর্তিত থাকলেও দুটি পরিবর্তন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের কথায় ট্য়াকটিক্যাল পরিবর্তন। নাথান কুল্টার-নাইল ও জয়ন্ত যাদবকে বাইরে রেখে খেলানো হচ্ছে ধবল কুলকার্নি ও জিমি নিশামকে। নিউজিল্যান্ডের নিশাম এদিনই প্রথম মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে নামবেন।

শেষ ছয়টি সাক্ষাতে পাঁচবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে দুই দলের শেষ সাক্ষাতটি জিতেছিলেন ধোনিরা। ৩২ বার চেন্নাই ও মুম্বই পরস্পরের মুখোমুখি হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১৯টিতে। চেন্নাই সুপার কিংস ১৩টিতে।

আজ সুরেশ রায়নার ২০০তম আইপিএল ম্যাচ। প্রথম ভারতীয় হিসেবে সাড়ে তিনশো টি ২০ ম্যাচ খেলতে চলেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। আজকের ম্যাচ জিতলে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭২তম জয় এনে দিয়ে আইপিএলে গৌতম গম্ভীরের ৭১টি ম্যাচে জয়ের রেকর্ড টপকে যাবেন রোহিত। তাঁর সামনে তখন থাকবেন শুধুই মহেন্দ্র সিং ধোনি, যিনি অধিনায়ক হিসেবে ১১৫টি ম্যাচ জিতেছেন। চেন্নাইয়ের দীপক চাহারের আজ ৫০তম আইপিএল ম্যাচ। ২টি ছক্কা মারলে সিএসকে-র হয়ে ৫০টি ছক্কা মারার নজির গড়বেন রবীন্দ্র জাদেজা। ধোনি, রায়না, মুরলী বিজয় ও অম্বাতি রায়ুডু আগে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। আর একটি উইকেট পেলে ক্রুণাল পাণ্ডিয়া ৫০তম আইপিএল উইকেট পাবেন এবং কায়রন পোলার্ডের পর মুম্বইয়ের হয়ে তিনি ১ হাজারের বেশি রান ও ৫০টি উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করবেন।

চেন্নাই সুপার কিংস: ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার, লুঙ্গি এনগিডি

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ক্রুণাল পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, জিমি নিশাম, ধবল কুলকার্নি, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ

English summary
Mumbai Indians Have Won The Toss And Elected To Field Against Chennai Super Kings In Delhi. CSK At Number One Spot While MI at Fifth Position In Points Table. MI Hold Better Head To Head Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X