For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট, রোহিতদের পিছনে ফেলে ধোনি গড়ছেন নয়া কীর্তি

বিরাট, রোহিতদের পিছনে ফেলে ধোনি গড়ছেন নয়া কীর্তি

  • By Manojit Maulik
  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকে্টকে বিদায় জানিয়েছেন। তাতেও মহেন্দ্র সিং ধোনির কীর্তি গড়া থামছে না। ২০২১ সালের আইপিএলে (IPL) মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর চেন্নাই সুপার কিংসকে (CSK) নিয়ে নামবেন। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পিছনে ফেলে এক নয়া কীর্তি গড়েই।

আইপিএল থেকে ধোনির আয় পেরোবে ১৫০ কোটি!

আইপিএল থেকে ধোনির আয় পেরোবে ১৫০ কোটি!

২০২০ সালের আইপিএলে সাফল্য পায়নি ধোনির সিএসকে। আইপিএলে নিজেদের সুনামের প্রতি তারা সুবিচার করতে পারেনি একেবারেই। অবসর নেওয়ার ক্ষেত্রে ধোনি বরাবরই চমক দিতে ভালোবাসেন। তাই ধোনি কবে আইপিএল থেকে অবসর ঘোষণা করে বসবেন তা একমাত্র তিনিই জানেন। তবে চলতি বছরের আইপিএলে তিনি খেলছেনই। নিশ্চিতভাবেই চাইবেন সাফল্যের সরণিতে ফিরতে। এর মধ্যেই এক নতুন মাইলস্টোনের সামনে মাহি। এবার আইপিএল খেলতে নামলেই সর্বপ্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে উপার্জনের নিরিখে ১৫০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবেন দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এখনও অবধি আইপিএল থেকে ধোনির আয় ১৩৭.৮ কোটি টাকা। চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে আইপিএল খেলেছেন ধোনি। এবার তাঁর ঝুলিতে ১৫ কোটি টাকা যোগ হলে আইপিএল থেকে ধোনির উপার্জন দাঁড়াবে ১৫২ কোটি ৮৪ লক্ষ টাকার মতো।

ধোনির পিছনের রোহিত

ধোনির পিছনের রোহিত

আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ডেকান চার্জার্সের (DC) হয়ে আইপিএল অভিষেক হলেও পরে তিনি চলে আসেন মুম্বাই ইন্ডিয়ান্সে (MI)। ১৫ কোটি টাকার বিনিময়ে রোহিতকে গত বছর ধরে রাখে মুম্বাই। ফলে পুরনো দলের চেয়ে রোহিতের আয় বেড়েছে পাঁচগুণ। আইপিএল থেকে রোহিতের রোজগার এবার বেড়ে দাঁড়াবে ১৪৬.৬ কোটি টাকা। আইপিএল থেকে উপার্জনের নিরিখে তাই তিনি থাকছেন ধোনির ঠিক পরেই।

বিরাট তৃতীয় স্থানে

বিরাট তৃতীয় স্থানে

রোহিতের ঠিক পরেই এই তালিকায় তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এবার তাঁর ঝুলিতে ১৭ কোটি টাকা যোগ হলে আইপিএল থেকে তাঁর রোজগার বেড়ে হবে ১৪৩.২ কোটি টাকা। উল্লেখ্য, ভারত অধিনায়ক বিরাট প্রথম যখন আইপিএল খেলেছিলেন তখন চুক্তিবদ্ধ হয়েছিলেন মাত্র ১২ লক্ষ টাকার বিনিময়ে।

অনেক পিছনে রোনাল্ডো, মেসির আয় মাথা ঘুরিয়ে দিতে পারে!অনেক পিছনে রোনাল্ডো, মেসির আয় মাথা ঘুরিয়ে দিতে পারে!

English summary
IPL 2021: MS Dhoni to become first ever cricketer to cross 150 cr earnings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X