For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে রাঁচি থেকে সিএসকে অধিনায়ক ধোনির জন্য স্বস্তির বার্তা

Google Oneindia Bengali News

আজ দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। তার আগে স্বস্তির খবর পেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কাটল সপ্তাহভর চলা উৎকণ্ঠার পালা।

সুস্থ ধোনির বাবা-মা

সুস্থ ধোনির বাবা-মা

ক্যাপ্টেন কুল ধোনির বাবা ও মা করোনা-যুদ্ধে জয়ী হলেন। সপ্তাহখানেক আগে তাঁদের করোনা সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসা চলছিল রাঁচির এক বেসরকারি হাসপাতালে। চেন্নাই সুপার কিংসের তরফে জানানো হয়েছিল, অধিনায়কের বাবা-মায়ের চিকিৎসার বিষয়ে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে। গত ২১ এপ্রিল ধোনির বাবা পান সিং ও মা দেবকীজিকে রাঁচির পালস সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁদের সংক্রমণ উদ্বেগজনক নয়। অক্সিজেন লেভেলও ঠিকঠাকই ছিল। এরপর গতকাল রাতেই তাঁদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

স্বস্তিতে ক্যাপ্টেন কুল

স্বস্তিতে ক্যাপ্টেন কুল

বাবা-মা হাসপাতাল থেকে বাড়ি ফেরায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অনেক খোলা মনেই নামতে পারবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই লড়াইটি হয়ে দাঁড়িয়েছে পয়েন্ট তালিকায় দুই বনাম আটের লড়াই। অরুণ জেটলি স্টেডিয়ামে চেন্নাই ও হায়দরাবাদ দুটি দলই আটটি করে ম্যাচ খেলে ৬টিতে জিতেছে। দুই দল পরস্পর নিজেদের মুখোমুখি হয়েছে ১৪ বার। ১০টি ম্যাচেই জিতেছে সিএসকে। সানরাইজার্স চারটিতে। গত বছর আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদ জিতলেও ফিরতি ম্যাচ সিএসকে জিতেছিল। আজকের ম্যাচেও ধোনিরাই এগিয়ে শুরু করবেন। সিএসকে যেখানে টানা চারটি ম্যাচ জিতেছে, সেখানে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হেরেছে সানরাইজার্স।

ছবি- বিসিসিআই/আইপিএল

সানরাইজার্সে পরিবর্তনের সম্ভাবনা

সানরাইজার্সে পরিবর্তনের সম্ভাবনা

সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার দিল্লি ম্যাচের পরই বলেছিলেন, মণীশ পাণ্ডেকে বাদ দেওয়াটা কঠিন সিদ্ধান্ত ছিল। তবে তাঁর জায়গায় সুযোগ পাওয়া বিরাট সিং ১৪ বলে ৪ করায় মণীশ আজ প্রথম একাদশে ফিরতে চলেছেন বলেই মনে করা হচ্ছে। উরুর চোটের কারণে বাইরে ছিলেন ভুবনেশ্বর কুমার। তিনিও আজ প্রথম একাদশে ফিরতে পারেন। খলিল আহমেদ বা সন্দীপ শর্মার মধ্যে কোনও একজন চূড়ান্ত দলে থাকবেন। সানরাইজার্সের দল হতে পারে যেরকম: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে বা বিরাট সিং, বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা বা খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।

ছবি- বিসিসিআই/আইপিএল

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

আগের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় মঈন আলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি আজ প্রথম একাদশে ফিরতে পারেন ডোয়েইন ব্র্যাভোর জায়গায়। অম্বাতি রায়ুডুর জায়গায় খেলানো হতে পারে কৃষ্ণাপ্পা গৌতমকে। চেন্নাইয়ের প্রথম একাদশ হতে পারে যেরকম: ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু বা কৃষ্ণাপ্পা গৌতম, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, মঈন আলি বা ডোয়েইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, ইমরান তাহির, দীপক চাহার।

ছবি- বিসিসিআই/আইপিএল

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

আগের ম্যাচে বিস্ফোরক ইনিংস খেলা রবীন্দ্র জাদেজা আর দুটি ছক্কা হাঁকালেই টি ২০-তে ১০০টি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করবেন। মণীশ পাণ্ডে আজ প্রথম একাদশে এলে সেটি হতে চলেছে তাঁর ১৫০তম আইপিএল ম্যাচ। আর ৭১ রান করলে জনি বেয়ারস্টো আইপিএলে পঞ্চম উইকেটকিপার হিসেবে ১ হাজার রান পূর্ণ করবেন।

ছবি- বিসিসিআই/আইপিএল

English summary
MS Dhoni-Led CSK will be up against Sunrisers Hyderabad In Delhi Tonight. Dhoni's Father And Mother Got Discharged From Hospital Hours Before That Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X