For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021 Updates: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধ, ধোনির চেন্নাই সুপার কিংসের স্মরণীয় জয়

  • |
Google Oneindia Bengali News

প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা। প্রথম ম্যাচে দুবাইয়ে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকায় ধোনিরা রয়েছেন দুইয়ে, রোহিতরা চারে। প্রথম সাক্ষাতে দিল্লিতে শেষ বলে চেন্নাইয়ের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই। গত বছর সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পারস্পরিক সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স অনেক এগিয়ে থাকলেও, সংযুক্ত আরব আমিরশাহীতে দুই দলের দ্বৈরথে এগিয়ে সিএসকে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

Newest First Oldest First
11:22 PM, 19 Sep

২০ রানে ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১২।
11:08 PM, 19 Sep

মুম্বই ইন্ডিয়ান্সকে জেতার জন্য শেষ ২ ওভারে করতে হবে ৩৯ রান। হাতে চার উইকেট।
10:42 PM, 19 Sep

চলতি মরশুমের শেষেই আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি।
10:40 PM, 19 Sep

মুম্বই ইন্ডিয়ান্সের পঞ্চম উইকেটের পতন। জয় হ্যাজলউডের শিকার কায়রন পোলার্ড।
10:23 PM, 19 Sep

১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪ উইকেটে ৬২। শেষ ১০ ওভারে জিততে দরকার ৯৫ রান।
10:19 PM, 19 Sep

মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ উইকেটের পতন। ডোয়েইন ব্র্যাভোর বলে সুরেশ রায়নার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঈশান কিষাণ, করলেন ১১। ৯.২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৪ উইকেটে ৫৮
10:01 PM, 19 Sep

মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় উইকেটের পতন। শার্দুল ঠাকুরের শিকার সূর্যকুমার যাদব। ৭ বলে ৩ রানে আউট সূর্যকুমার।
9:57 PM, 19 Sep

মুম্বই ইন্ডিয়ান্সের দ্বিতীয় উইকেটটিও তুলে নিলেন দীপক চাহার। ১৬ রানে আউট আনমোলপ্রীত সিং। ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটে ৩৫
9:47 PM, 19 Sep

২.২ ওভারে দীপক চাহারের বলে লেগ বিফোর কুইন্টন ডি কক। ধোনি রিভিউ নিতেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন আম্পায়ার। মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার করলেন ১৭ রান।
9:20 PM, 19 Sep

৯টি চার ও ৪টি ছয়ের দৌলতে ৫৮ বলে ৮৮ রানে অপরাজিত ঋতুরাজ গায়কোয়াড়
9:17 PM, 19 Sep

চেন্নাই সুপার কিংস ২০ ওভারে তুলল ৬ উইকেটে ১৫৬। শেষ ৯ ওভারে ১০৮।
9:14 PM, 19 Sep

শেষ ওভারে জসপ্রীত বুমরাহর শিকার ডোয়েইন ব্র্যাভো। ৮ বলে ২৩ রানে আউট হলেন।
9:10 PM, 19 Sep

১৯তম ওভারে ট্রেন্ট বোল্টের ওভারে ২৪ রান নিলেন ঋতুরাজ ও ব্র্যাভো। সিএসকে ৫ উইকেটে ১৪১
8:59 PM, 19 Sep

জসপ্রীত বুমরাহ শততম আইপিএল ম্যাচে ফেরালেন রবীন্দ্র জাদেজাকে। ১৬.৫ ওভারে চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে ১০৫। জাদেজা করলেন ৩৩ বলে ২৬
8:57 PM, 19 Sep

চলতি আইপিএলে তৃতীয় অর্ধশতরান ঋতুরাজ গায়কোয়াড়ের
8:48 PM, 19 Sep

১৫ ওভারে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ৮৭
8:39 PM, 19 Sep

রবীন্দ্র জাদেজা ও ঋতুরাজ গায়কোয়াড়ের জুটিতে উঠল ৫০ রান। ১৩ ওভারের শেষে সিএসকে ৪ উইকেটে ৭৪।
8:26 PM, 19 Sep

১০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ৪৪
8:06 PM, 19 Sep

মিলনের বলে মহেন্দ্র সিং ধোনি আউট হলেন ৩ রান করে। ২৪ রানে ৪ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
7:49 PM, 19 Sep

তৃতীয় ওভারের শেষ বলে আউট সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস ৩ উইকেটে ৭ রান। রায়না বোল্টের বলে আউট ৪ রানে।
7:47 PM, 19 Sep

অ্যাডাম মিলনের বলে কনুইয়ে পেয়ে মাঠের বাইরে সিএসকে-র অম্বাতি রায়ুডু
7:39 PM, 19 Sep

চেন্নাই সুপার কিংস ২ রানে ২ উইকেট হারাল। প্রথম ওভারের পঞ্চম বলে ট্রেন্ট বোল্টের বলে ০ রানে ফেরেন ফাফ দু প্লেসি। পরের ওভারে অ্যাডাম মিলনের বলে ০ রানে আউট মঈন আলি।
7:20 PM, 19 Sep

চেন্নাই সুপার কিংস- ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড মুম্বই ইন্ডিয়ান্স- কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, আনমোলপ্রীত সিং, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড (অধিনায়ক), ক্রুণাল পাণ্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট
7:06 PM, 19 Sep

চেন্নাই সুপার কিংসের চার বিদেশি ফাফ দু প্লেসি, ডোয়েইন ব্র্যাভো, মঈন আলি, জশ হ্যাজলউড।
7:06 PM, 19 Sep

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারছেন না রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়া। অভিষেক হচ্ছে আনমোলপ্রীত সিংয়ের।
7:01 PM, 19 Sep

টস জিতে ব্যাটিং নিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে কায়রন পোলার্ড।
6:54 PM, 19 Sep

ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের থিম সং প্রকাশ করা হয়েছে। অনুশীলন করছেন ফাফ দু প্লেসি।
6:53 PM, 19 Sep

জসপ্রীত বুমরাহ শততম আইপিএল ম্যাচ খেলছেন আজ
6:51 PM, 19 Sep

দুই দলের পারস্পরিক সাক্ষাতে ৩১টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১২টিতে। ১৯টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মোকাবিলায় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন সুরেশ রায়না (৭৩২)। তাঁর পরেই রয়েছেন রোহিত শর্মা (৬৯৩) ও মহেন্দ্র সিং ধোনি। বোলারদের মধ্যে ডোয়েইন ব্র্যাভো ৩২টি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজার ঝুলিতে ১৮ উইকেট। ২০১৪ সালের আইপিএলে দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছিল সিএসকে। গত বছর প্রথম সাক্ষাতে শারজায় রোহিতরা ১০ উইকেটে জিতলেও ফিরতি ম্যাচে আবু ধাবিতে ৫ উইকেটে জয় পেয়েছিলেন ধোনিরা।
6:49 PM, 19 Sep

এবারের আইপিএলে ১ মে দিল্লিতে চেন্নাই সুপার কিংসকে শেষ বলে ৪ উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ধোনিদের ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২১৮ রান তোলে। অম্বাতি রায়ুডু অপরাজিত ৭২ রান করেন মাত্র ২৭ বলে। মঈন আলি ৩৬ বলে ৫৮ ও ফাফ দু প্লেসি ২৮ বলে ৫০ করেন। জবাবে ওপেনিং জুটিতে ভালো শুরুর পর মুম্বইকে শেষ বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় পোলার্ডের অপরাজিত ৩৪ বলে ৮৭ রানের ইনিংস।
READ MORE

English summary
IPL Phase 2 To Resume As MS Dhoni's CSK Will Face Rohit Sharma-Led Mumbai Indians In Dubai. In The Previous Meeting Of IPL 2021, MI Beat CSK In Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X