For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শক্তিশালী দিল্লি-বধের মাধ্যমে জয়ের ধারা বজায় রাখার বিশেষ ভাবনা কেকেআর শিবিরে

  • |
Google Oneindia Bengali News

আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কাল ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যেই নামবে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে সুপার ওভারে হারালেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে এক রানে হেরেছে ঋষভ পন্থের দিল্লি। অন্যদিকে, টানা পরাজয়ের পর আগের ম্যাচেই পাঞ্জাব কিংসকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে স্বস্তির বিষয়, ফর্মে ফিরেছেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। তবে কালকের ম্যাচেও নাইটদের সামলাতে হবে দিল্লির কঠিন চ্যালেঞ্জ।

দ্বৈরথে এগিয়ে নাইটরা

দ্বৈরথে এগিয়ে নাইটরা

আইপিএলে দুই দলের দ্বৈরথে সামান্য হলেও এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৭টি ম্যাচের মধ্যে ১৪টিতে জিতেছে কেকেআর, ১২টিতে দিল্লি ক্যাপিটালস, একটি ম্যাতের ফয়সালা হয়নি। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালস নাম হওয়ার পর থেকে চারটি সাক্ষাতে অবশ্য তিনটিতেই জিতেছেন ঋষভ পন্থরা। গত বছর প্রথম ম্যাচে দিল্লি জিতেছিল ১৮ রানে। গতবারের ফাইনালিস্টদের অবশ্য শেষ সাক্ষাতে ৫৯ রানে হারিয়েছে নাইটরা।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নাইটদের রণকৌশল

নাইটদের রণকৌশল

কলকাতা নাইট রাইডার্সকে ভাবাচ্ছে শুভমান গিলের ব্যর্থতা। টি ২০-তে দুটি শতরানের মালিক করুণ নায়ারকে প্রথম একাদশে আনার ভাবনা যেমন রয়েছে, তেমনই গিলকে ব্যাটিং অর্ডারে নামিয়ে এনে সুনীল নারিনকেও ওপেনিংয়ে পাঠানো হতে পারে। টি ২০-তে ওপেন করতে নেমে দুটি শতরান করার পাশাপাশি করুণের স্ট্রাইক রেট ১৫৫-র উপর। এ ছাড়া নাইটদের প্রথম একাদশে আর বড় রদবদলের সম্ভাবনা নেই এই ম্যাচে। কলকাতা নাইটদের সম্ভাব্য একাদশে থাকতে পারেন- শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, সুনীল নারিন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, শিবম মাভি, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণ।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দিল্লির সম্ভাব্য একাদশ

দিল্লির সম্ভাব্য একাদশ

আরসিবি-র কাছে ১ রানে হারায় দিল্লি ক্যাপিটালসের প্রথম এগারোতেও রদবদলের সম্ভাবনা নেই। তবে স্টিভ স্মিথের ১১২.৬৭-এর স্ট্রাইক রেট কিছুটা হলেও চাপ বাড়াচ্ছে মিডল বা লোয়ার অর্ডারের উপর। তবে পন্থ ও হেটমায়ারের ফর্ম নিয়েও সতর্ক থাকতে হচ্ছে নাইটদের। প্রত্যাশিত ছন্দে নেই কাগিসো রাবাডাও, পাঁচ উইকেট পেলেও ওভার প্রতি গড়ে ৮.৯৪ রান খরচ করছেন। স্মিথের জায়গায় এই ম্যাচে স্যাম বিলিংসকে খেলানো হবে কিনা সেটাও স্পষ্ট নয়। ক্রিস ওকস রাবাডার জায়গায় আসবেন কিনা সেটাও দেখার। তবে প্রথম একাদশে বদল নাও আনতে পারে দিল্লি। প্রথম একাদশ যেমন হতে পারে- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ বা স্যাম বিলিংস, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), সিমরন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাডা বা ক্রিস ওকস, আবেশ খান ও ইশান্ত শর্মা।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নজর থাকবে

নজর থাকবে

পয়েন্ট তালিকায় তিনে রয়েছে দিল্লি ক্যাপিটালস, ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে। ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে কেকেআর। গত বছর দিল্লির বিরুদ্ধে দুটি ম্যাচেই হাফ সেঞ্চুরি করা নীতীশ রানা কেকেআরের হয়ে ৫০তম ম্যাচ খেলবেন। কেকেআরের হয়ে এক হাজার রান করতে আর ৩৬ রান দরকার নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যানের। আইপিএলে চার হাজার পূর্ণ করতে ৬৮ রান দরকার দীনেশ কার্তিকের। টি ২০-তে ৬ হাজার রান পূর্ণ করতে ৯ রান দরকার আন্দ্রে রাসেল। সবচেয়ে কম বল খেলে এই নজির গড়ার রেকর্ডটিও দখল করবেন দ্রে রাস। দিল্লি ক্যাপিটালসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম আইপিএল ম্যাচ খেলবেন অমিত মিশ্র।


(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Kolkata Knight Riders Will Be Up Against Strong Delhi Capitals In Ahmedabad Tomorrow. KKR Hold Better Head To Head Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X