For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: ম্যাচ জমালেন চাহার, শেষ ওভারে বোল্ট ম্যাজিক, অবিশ্বাস্য জয় মুম্বইয়ের

Google Oneindia Bengali News

আজ চেন্নাইয়ে চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে ইয়ন মর্গ্যানের কেকেআর। অন্যদিকে, বিরাট কোহলির আরসিবি-র কাছে শেষ বলে ম্যাচ হারতে হয়েছে রোহিত শর্মাদের।

আজ কলকাতা বনাম মুম্বই, পরিসংখ্যানে এগিয়ে রোহিতরা

Newest First Oldest First
11:17 PM, 13 Apr

কলকাতা নাইট রাইডার্সকে ১০ রানে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
11:16 PM, 13 Apr

চতুর্থ বলে প্যাট কামিন্সকে বোল্ড করলেন বোল্ট। শেষ বলে দরকার ১১।
11:13 PM, 13 Apr

১৯.৩ ওভারে কেকেআরের স্কোর ৬ উইকেটে ১৪০
11:13 PM, 13 Apr

শেষ ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলে আউট আন্দ্রে রাসেল।
11:12 PM, 13 Apr

শেষ চার বলে কেকেআরের জিততে চাই ১৩ রান। ক্রিজে রাসেল, কার্তিক
11:10 PM, 13 Apr

শেষ ওভারে নাইটদের জিততে দরকার ১৫ রান।
10:43 PM, 13 Apr

BIG Breaking:বড় ধাক্কা রাজস্থান রয়্যালসের। আঙুল ভেঙে আইপিএল থেকে ছিটকে গেলেন বেন স্টোকস। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি।
10:36 PM, 13 Apr

বল করতে গিয়ে পা মচকাল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার
10:33 PM, 13 Apr

কেকেআরের তৃতীয় উইকেটের পতন। আউট হলেন ইয়ন মর্গ্যান। তৃতীয় উইকেট রাহুল চাহারের ক্যাচ ধরলেন মার্কো জেনসেন। ৩ রানে আউট নাইট অধিনায়ক। কেকেআর ৩ উইকেটে ১০৪।
10:31 PM, 13 Apr

আইপিএলে ত্রয়োদশ অর্ধশতরান নীতীশ রানার। ৪০ বলে এদিন অর্ধশতরান করার ফাঁকে অরেঞ্জ ক্যাপের মালিকও হয়ে গেলেন কেকেআরের ওপেনার।
10:22 PM, 13 Apr

কেকেআরের দ্বিতীয় উইকেটটিও তুলে নিলেন রাহুল চাহার। আউট রাহুল ত্রিপাঠি। কট বিহাইন্ড হলেন ৫ রানে। কেকেআর ১০.৩ ওভারে ২ উইকেটে ৮৪
10:18 PM, 13 Apr

১০ ওভারের কেকেআরের স্কোর ১ উইকেটে ৮১
10:17 PM, 13 Apr

নবম ওভারে কলকাতা নাইট রাইডার্সের প্রথম উইকেট পড়ল। রাহুল চাহারের বলে পোলার্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমান গিল। ২৪ বলে গিল করেন ৩৩। কেকেআরের ৭২ রানে প্রথম উইকেটের পতন।
10:00 PM, 13 Apr

জয়ের জন্য দরকার ১৫৩। ভালো শুরু কলকাতা নাইট রাইডার্সের। স্ট্র্যাটেজিক টাইম আউটে নাইটদের স্কোর ৭ ওভারে বিনা উইকেটে ৫০ রান।
9:24 PM, 13 Apr

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ২ ওভার হাত ঘুরিয়ে ১৫ রানে ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেলেন আন্দ্রে রাসেল। এটাই তাঁর সেরা বোলিং ফিগার
9:17 PM, 13 Apr

ডেথ ওভারে বিধ্বংসী রাসেল। ২ ওভারে ১৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৫২।
9:02 PM, 13 Apr

৩ রানের ব্যবধানে ফিরলেন হার্দিক, পোলার্ড, জেনসেন। এক ওভারে পরপর দুটি উইকেট রাসেলের। সাত উইকেট হারিয়ে চাপে মুম্বই ইন্ডিয়ান্স।
8:50 PM, 13 Apr

১৫.২ ওভারে প্যাট কামিন্সের বলে ৪৩ রান করে বোল্ড রোহিত শর্মা।
8:36 PM, 13 Apr

১৩.৫ ওভারে ১০০ রান পেরিয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
8:24 PM, 13 Apr

মুম্বইয়ের তৃতীয় উইকেটের পতন ৮৮ রানের মাথায়। ফের ব্যর্থ ঈশান কিষাণ। ৩ বলে ১ রান করে প্যাট কামিন্সের বলে আউট।
8:19 PM, 13 Apr

শাকিব আল হাসানের শিকার সূর্যকুমার। আউট হলেন ৫৬ রানে। মুম্বই ইন্ডিয়ান্স ৮৬/২
8:18 PM, 13 Apr

সূর্যকুমার যাদব ৩৪ বলে অপরাজিত ৫২
8:17 PM, 13 Apr

১০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৮১ রান।
8:09 PM, 13 Apr

রোহিত-সূর্য জুটিতে ৫০ রান উঠল ৩৭ বলে। ৮ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেটে ৬৪।
7:57 PM, 13 Apr

পাওয়ারপ্লে-তে ৬ ওভারে ১ উইকেটে ৪২ রান মুম্বই ইন্ডিয়ান্সের। ক্রিজে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব।
7:40 PM, 13 Apr

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম উইকেটের পতন ম্যাচের দ্বিতীয় ওভারেই। ২ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হলেন কুইন্টন ডি কক। আগের ম্যাচে সর্বাধিক রান করা ক্রিস লিনের জায়গায় আজ তাঁকে খেলানো হচ্ছে।
7:10 PM, 13 Apr

মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈষান কিষাণ, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কো জেনসেন, রাহুল চাহার, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট
7:09 PM, 13 Apr

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, শাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী, প্রসিদ্ধ কৃষ্ণ
7:03 PM, 13 Apr

মুম্বই ইন্ডিয়ান্স দলে একটি পরিবর্তন। ক্রিস লিনের জায়গায় দলে এলেন কুইন্টন ডি কক
7:02 PM, 13 Apr

কলকাতা নাইট রাইডার্স দল অপরিবর্তিত। শাকিব আল হাসানের ৫০তম আইপিএল ম্যাচ।
READ MORE

English summary
Kolkata Knight Riders Will Play Their Second Match In This IPL Against Mumbai Indians In Chennai. Five Time IPL Champion MI Beat KKR In Nine Of Their Last Ten Encounters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X