For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াংখেড়েতে ব্যাটিং তাণ্ডব পাঞ্জাবের, রাহুল-হুডার অর্ধশতরান, রাজস্থানের টার্গেট ২২২

Google Oneindia Bengali News

ক্রিস গেইল অর্ধশতরান হাতছাড়া করলেও অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে বিধ্বংসী দীপক হুডার দুরন্ত অর্ধশতরানে ভর করে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান তুলল পাঞ্জাব কিংস। রাহুল-হুডার ৪৫ বলে একশো রানের পার্টনারশিপই সঞ্জু স্যামসনের দলকে ব্যাকফুটে ঠেলে দিল। ৫০ বলে সর্বাধিক ৯১ রান করেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান তুলেছে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের টার্গেট ২২২ রান। ৩১ রানে ৩ উইকেট নেন চেতন সাকারিয়া।

ওয়াংখেড়েতে ব্যাটিং তাণ্ডব পাঞ্জাবের, রাহুল-হুডার অর্ধশতরান

চারটি চার ও ছটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৬৪ রান করে আউট হন দীপক হুডা। গেইল করেন ৪০। রাহুল ও হুডা তৃতীয় উইকেট জুটিতে ১০৫ রান যোগ করেন। হুডা আউট হওয়ার তিন বল পরেই ফেরেন নিকোলাস পুরাণ। প্রথম বলেই ক্রিস মরিসের শিকার হন তিনি। অবিশ্বাস্য ক্যাচ ধরেন চেতন সাকারিয়া। রাহুল তেওয়াটিয়াও বাউন্ডারি লাইনের ধারে উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে রাহুলের দর্শনীয় ক্যাচ ধরেন।

ওয়াংখেড়েতে ব্যাটিং তাণ্ডব পাঞ্জাবের, রাহুল-হুডার অর্ধশতরান

আজ ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ময়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর তিনে ব্যাট করতে নামেন ক্রিস গেইল। ম্যাচের ৭.৩ ওভারে বেন স্টোকসকে ছক্কা হাঁকান তিনি। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের অধিকারী গেইল। তবে এই ছক্কাটি আইপিএলে তাঁর ৩৫০তম ছক্কা। ৯ বলে ১৪ রান করে ময়াঙ্ক যখন চেতন সাকারিয়ার বলে কট বিহাইন্ড হন তখন পাঞ্জাব কিংসের রান ২.৪ ওভারে ২২। সেখান থেকে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ক্রিস গেইল। গেইল, রাহুলের ক্যাচ না ফেললে রাজস্থান হয়তো আরও একটু ভালো জায়গায় থাকতে পারত। গেইল-রাহুলের ৬৭ রানের পার্টনারশিপ ভাঙেন রিয়ান পরাগ। তাঁর বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন গেইলের মনঃসংযোগে চিড় ধরায়। তাঁর প্রথম ওভারেই গেইলের উইকেট পান পরাগ। দুরন্ত ক্যাচ ধরেন বেন স্টোকস। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪০ রান করে আউট হন গেইল।রাজস্থান রয়্যালস অধিনায়ক আটজন বোলার ব্যবহার করেন। ক্রিস মরিস নেন ২ উইকেট।

ওয়াংখেড়েতে ব্যাটিং তাণ্ডব পাঞ্জাবের, রাহুল-হুডার অর্ধশতরান

রাজস্থান রয়্যালস: জস বাটলার (উইকেটকিপার), মনন ভোরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, শিবম দুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলে মেয়ারডিথ, মহম্মদ শামি, অর্শদীপ সিং

English summary
Rajasthan Royals Won The Toss And Elected To Field Against Punjab Kings In Mumbai. KL Rahul And Deepak Hooda Hit Quick Fire Half Centuries As Punjab Kings Put A Huge Total
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X