For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেকেআরের সামনে আধিপত্য রক্ষা তো ঝাল মেটাতে নামছে হায়দরাবাদ, আইপিএলের মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী কাদের?

কেকেআরের সামনে আধিপত্য রক্ষা তো ঝাল মেটাতে নামছে হায়দরাবাদ, আইপিএলের মুখোমুখি সাক্ষাতে পাল্লা ভারী কাদের?

  • |
Google Oneindia Bengali News

চলতি আইপিএলের তৃতীয় দিনে অভিযান শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। আজ সন্ধ্যায় চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়াম বা চিপকে ডেভিড ওয়ার্নার নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মোকাবিলায় নামছে ইয়ন মর্গ্যানের দল। যে দুই দলের মধ্যে গত মরসুমে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছিলেন ক্রিকেট প্রেমীরা। তারই ছায়া আজকের ম্যাচেও পড়বে বলে আশা ক্রিকেট বিশ্বের। তার আগে মুখোমুখি সাক্ষাতে দুই দলের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। দুই দলের গেম সম্ভাব্য চেঞ্জারদেরও চিনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

আইপিএলে এখনও পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১২ বার জিতেছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৭ বার জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে এ লড়াইয়ে যে শাহরুখ খানের দলের পাল্লা ভারী, তা অনায়াসে বলে দেওয়া যায়।

শেষ দুই মোকাবিলা

শেষ দুই মোকাবিলা

২০২০ সালের আইপিএলের লিগ পর্বে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৭ উইকেটে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচে ৬২ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শুভমান গিল। দুই দলের দ্বিতীয় ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়িয়েছিল। ম্যাচ জিতেছিল ইয়ন মর্গ্যানের দল।

কেকেআরের গেম চেঞ্জার

কেকেআরের গেম চেঞ্জার

ব্যাটিং : শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান সম্বৃদ্ধ ব্যাটিং লাইন আপ কেকেআরের সবচেয়ে বড় শক্তি। ভাল ব্যাটিং করার ক্ষমতা রাখেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার প্যাট কামিন্সও।

বোলিং : কেকেআরের বোলিং বিভাগের প্রধান শক্তি প্যাট কামিন্স। শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তীর মতো তরুণ বোলাররাও গেম চেঞ্জারের ভূমিকা পালন করতে পারেন।

সানরাইজার্স হায়দরাবাদের গেম চেঞ্জার

সানরাইজার্স হায়দরাবাদের গেম চেঞ্জার

ব্যাটিং : অধিনায়ক ডেভিড ওয়ার্নার, ওপেনার জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে এবং কেন উইলিয়ামসন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং বিভাগের প্রধান স্তম্ভ। দলে রয়েছেন প্রিয়ম গর্গ, অভিষেক শর্মার মতো তরুণ ব্যাটসম্যানরাও।

বোলিং : সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগের মূল গেম চেঞ্জারের ভূমিকা পালন করবেন রশিদ খান ও ভুবনেশ্বর কুমার। দলে রয়েছেন খলিল আহমেদ, টি নটরাজনের মতো তরুণ ফাস্ট বোলাররারাও।

English summary
IPL 2021 : KKR vs SRH, head to head two team results and game changers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X