For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলামের আগে দায়িত্ব বাড়ল জাহ্নবীর, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই তারকারাও

আইপিএল নিলামের আগে দায়িত্ব বাড়ল জাহ্নবীর, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই তারকারাও

  • |
Google Oneindia Bengali News

নামেই মিনি অকশন। আগামীকাল বিকেলে চেন্নাইয়ে অনুষ্ঠেয় আইপিএল নিলাম ঘিরে আগ্রহ এবারও তুঙ্গে। নিলামে খেলা ঘুরে যেতেই পারে। কারও উঠতে পারে চমকে দেওয়া দর, কোনও তারকা থাকতে পারেন অবিক্রিত। তবে ইতিমধ্যেই বেশ কিছু তারকা ক্রিকেটারকে নেওয়ার পরিকল্পনা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। একনজরে দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংসের নজরে কারা রয়েছেন।

বিশেষ দায়িত্বে জাহ্নবী

বিশেষ দায়িত্বে জাহ্নবী

জাহ্নবী মেহতা। গতবারের মতো এবারও আইপিএল নিলামের আসরে থাকবেন জুহি চাওলার কন্যা জাহ্নবী মেহতা। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহির স্বামী জয় মেহতা। জাহ্নবী এবারও সর্বকনিষ্ঠা বিডার হিসেবে থাকবেন। পাশাপাশি এবার আইপিএল নিলামের আগে তাঁর দায়িত্বও বেড়েছে। কেকেআরের অন্দরমহলের নানা খবর দিতে দলের সোশ্যাল মিডিয়া সামলাবেন জুহি-কন্যা জাহ্নবী।

নাইটদের নজরে

নাইটদের নজরে

২০২০ সালের আইপিএল শুরুর পর থেকেই অধিনায়কের পাশাপাশি কোচিং স্টাফে বদল এনেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৪ সালে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তৃতীয়বার খেতাবের লক্ষ্যে সম্প্রতি স্ট্র্যাটেজি সাজানোর জন্য এক বিখ্যাত অ্যানালিস্টকেও আনা হয়েছে। নিলামে যাওয়ার আগে কেকেআর মাথায় রাখছে আন্দ্রে রাসেলের চোট প্রবণতা। সুনীল নারিনের ওপেনার হিসেবে ব্যর্থতারও মাশুলও নাইটদের দিতে হয়েছে গত আইপিএলে। এই পরিস্থিতিতে কেকেআর ম্যানেজমেন্ট নিলাম থেকে ভালো মানের অলরাউন্ডার নিতে চাইবেন। পছন্দের তালিকায় প্রথমেই থাকবেন শাকিব আল হাসান। তিনি আগেও কেকেআরে খেলেছেন। শাকিব ছাড়াও যে অলরাউন্ডারদের কেকেআর টার্গেট করতে পারে তাঁরা হলেন ক্রিস মরিস, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ও রবি বোপারা। মিডল অর্ডারকে শক্তিশালী করতে কেকেআরের নজরে রয়েছেন কেদার যাদব, শিবম দুবে, হিম্মত সিং ও শাহরুখ খান। বাংলার কয়েকজন ক্রিকেটারকে নিয়েও বদনাম ঘোচানোর চেষ্টা করতে পারে নাইট টিম ম্যানেজমেন্ট।

চেন্নাইয়ের টার্গেট

চেন্নাইয়ের টার্গেট

গতবারই প্রথম আইপিএল প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি মহেন্দ্র সিং ধোনি। প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এবার ধোনিদের উপর চাপ থাকবেই। সুরেশ রায়না এবার খেলতে পারবেন। পারিবারিক দুর্ঘটনার কারণে গতবার তিনি চলে আসায় চেন্নাই শেষ করে সাত নম্বরে, যা ধোনির দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। রায়না ফেরায় মিডল অর্ডার নিয়ে চিন্তা কমবে। তবে শেন ওয়াটসন অবসর নিয়েছেন। হরভজন সিংকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন বিদেশিকে নিতে পারবে চেন্নাই। সিএসকে চাইছে এমন একজন ব্যাটিং অলরাউন্ডারকে যিনি ঝোড়ো ইনিংস খেলতে পারেন, আবার বল হাতে হরভজন সিংয়ের অভাব মেটাতে পারবেন। এক্ষেত্রে এগিয়ে মঈন আলি। আবার ধোনি অবসর নিলে পরবর্তী সময়ে নেতৃত্ব দিতে পারেন এমন কাউকে নেওয়ার ভাবনাচিন্তাও রয়েছে। ফলে স্টিভ স্মিথকে নিয়ে চর্চাও চলছে। জেসন রয়, লাবুশানের মতো ওপেনাররাও ধোনির দলের ভাবনায় রয়েছেন। ওপেনিংয়ে তাঁদের ভাবা হচ্ছে শেন ওয়াটসনের বিকল্প হিসেবে। হরভজনের অভাব পূরণে স্পিন বিভাগের জন্য ভাবা হচ্ছে কৃষ্ণাপ্পা গৌতম, জলজ সাক্সেনাদের কথাও।

পঞ্জাব কিংসের ভাবনায়

পঞ্জাব কিংসের ভাবনায়

নাম বদলে ভাগ্য বদলের পথে হেঁটেছে কিংস ইলেভেন পঞ্জাব। তারা এবার খেলবে পঞ্জাব কিংস নামে। ৫৩.২০ কোটি টাকা হাতে নিয়ে তাঁরা নিলামে চমক দিতে পারে বলে মনে করা হচ্ছে। অনিল কুম্বলে এই দলের কোচের দায়িত্বে। ভারতীয় ব্যাটসম্যানদের বিচারে এই দল সেরা জায়গায়। তবে ভাগ্যের চাকা ঘোরাতে কিংস চাইছে বিদেশি ব্যাটিং ও বোলিং অলরাউন্ডার। এতে দলে বৈচিত্র্য আসবে। গৌতম, মুজিব উর রহমানকে ছেড়ে দেওয়ায় কিংস নিতে চাইবে ভালো মানের স্পিনার। দুই দিক দিয়ে তাঁদের টার্গেট তালিকাতে রয়ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০২০-র নিলামে ম্যাক্সওয়েলের দর উঠেছিল ১০.৭৫ কোটি টাকা। অভিজ্ঞতার নিরিখে হরভজন সিংকেও দলে নিতে পারেন কুম্বলে। তাঁদের পছন্দের তালিকাতে রয়েছেন শাকিব আল হাসান, মঈন আলি, টম কুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যান ক্রিশ্চিয়ানের মতো ক্রিকেটাররা। জোরে বোলারদের মধ্যে পঞ্জাবের টার্গেটে রয়েছেন ঝে রিচার্ডসন, কাইল জেমিসন, উমেশ যাদব, নবীন উল হক। ক্রিয়েভেৎসো কেন্সও রয়েছেন স্পিনার হিসেবে সুযোগ পাওয়ার দৌড়ে।

চলো দিল্লি

চলো দিল্লি

গতবারের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস দলে খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। ১৩.৪ কোটি টাকা নিয়ে প্রথম একাদশের কয়েকজন বিকল্পকে নিতে চাইবে দিল্লি। আটজন ক্রিকেটার নিতে পারবে তারা, তার মধ্যে তিন বিদেশি। ঋষভ পন্থ ও বিদেশি অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের বিকল্প খুঁজছে ক্যাপিটালস। এক্ষেত্রে যাঁদের টার্গেট করা হচ্ছে তাঁদের মধ্যে রয়েছেন জেসন বেহরেনডফ, জোয়েল প্যারিস, ডেভিড উইলি, শেলডন কটরেল, স্যাম বিলিংস ও গ্লেন ফিলিপস। বাঁহাতি সিমার ড্যানিয়েল স্যামসকে ক্যাপিটালস আরসিবি-র কাছে বিক্রি করেছে দিল্লি। ফলে তাঁর বিকল্প খোঁজা হচ্ছে। ম্যাক্সওয়েলকে টার্গেট করছে দিল্লিও। ক্রিস মরিস, ড্যান ক্রিশ্চিয়ানদের পাশাপাশি শিবম দুবেকে নেওয়ার ভাবনাচিন্তাও চলছে।

ছবি সৌ:কেকেআর টুইটার

English summary
IPL 2021 KKR CSK DC Kings May Target These Big Names During IPL Mini Auction In Chennai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X