For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় প্রভাবিত আইপিএল ২০২১, কেন এবং কতটা আতঙ্কিত ক্রিকেটাররা? কতটা সুরক্ষিত টুর্নামেন্ট?

করোনায় প্রভাবিত আইপিএল ২০২১, কেন এবং কতটা আতঙ্কিত ক্রিকেটাররা? কতটা সুরক্ষিত টুর্নামেন্ট?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের চ্যালেঞ্জকে হাতে নিয়েই ভারতে আইপিএল আয়োজন করার দুঃসাহস দেখিয়েছে বিসিসিআই। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন একাধিক ক্রিকেটার। তবু নির্ধারিত সূচি মেনেই চলছে বিশ্বের সবচেয়ে ধনী এবং জনপ্রিয় টি২০ লিগ। ইতিমধ্যে করোনা ভাইরাসের নতুন স্রোতে আলোড়িত হয়েছে দেশ। আতঙ্কিত হয়েছেন ক্রিকেটাররা। ইতিমধ্যে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বেশকিছু বিদেশি ক্রিকেটার। অতিমারীর কঠিন প্রেক্ষাপটে কতটা সুরক্ষিত আইপিএল, তা দেখে নেওয়া যাক।

কোন কোন ক্রিকেটার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন

কোন কোন ক্রিকেটার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন

ভারতে বাড়তে থাকা করোনা ভাইরাসের আতঙ্কে চলতি আইপিএল আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান রয়্যালসের অজি ফাস্ট বোলার অ্যান্ড্রু টাই এবং তাঁর সতীর্থ লিয়াম লিভিংস্টোন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন আরসিবি-র অস্ট্রেলিয় লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও অল রাউন্ডার কেন রিচার্ডসন। টুর্নামেন্টের আর কোনও ম্যাচে অংশগ্রহণ করবেন না বলে দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম ভরসা রবিচন্দ্রণ অশ্বিন।

জৈব সুরক্ষা বলয় কতটা সুরক্ষিত

জৈব সুরক্ষা বলয় কতটা সুরক্ষিত

ভারতে আইপিএল চলাকালীন ক্রিকেটারদের জন্য যে জৈব সুরক্ষা বলয় তৈরি হয়েছে, তা নিশ্ছিদ্র এবং নিরাপদ বলে দাবি করেছে বিসিসিআই। সে দাবি মেনে নিয়েছেন খোদ দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। সে সবের উর্ধ্বে যে বিষয়টি নিয়ে ক্রিকেটাররা চিন্তিত, তা হল বহির্বিশ্বের সঙ্গে ভারতের যোগাযোগ বিচ্ছিন্নতা। এ দেশে করোনা ভাইরাসের প্রভাব এতটাই বেড়ে গিয়েছে যে ভারতমুখী এবং ভারত থেকে বেরোনো সব উড়ান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলি। এতে বিদেশি ক্রিকেটারদের সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

কেন আইপিএল ছাড়লেন অশ্বিন

কেন আইপিএল ছাড়লেন অশ্বিন

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ শেষ হওয়ার পর রীতিমতো টুইট করে নিজের আইপিএল না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেন রবিচন্দ্রণ অশ্বিন। দিল্লি ক্যাপিটালস ও বিসিসিআই সূত্রে খবর চেন্নাইয়ের যে এলাকায় ভারতীয় অফ স্পিনারের বাড়ি, তা করোনা ভাইরাসে ব্যাপকভাবে প্রভাবিত। এই কঠিন লড়াইয়ে পরিবারের পাশে থাকার জন্য অশ্বিন আইপিএল ছেড়েছেন বলে জানানো হয়েছে।

জৈব সুরক্ষা বলের বজ্র আঁটুনি

জৈব সুরক্ষা বলের বজ্র আঁটুনি

করোনা ভাইরাসের ব্যাপক ভাবে প্রভাবিত ভারতে আইপিএল হচ্ছে কড়া বিধি নিষেধের মধ্যে। ক্রিকেটারদের সুরক্ষিত রাখতে কড়া জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বিসিসিআই। সেই বজ্র আঁটুনি অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের প্রস্থানের কারণ হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়া রাজস্থান রয়্যালসের লিয়াম লিভিংস্টোন অন্তত সেই কারণটাই বড় করে দেখিয়েছেন।

English summary
IPL 2021 : How Covid 19 is affecting cricketers repeatedly news in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X