For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে গত আইপিএলে শীর্ষ সারিতে থাকা চেন্নাই ও দিল্লির ক্রিকেটার

ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে গত আইপিএলে শীর্ষ সারিতে থাকা চেন্নাই ও দিল্লির ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

আর কিছুক্ষণের মধ্যেই আইপিএল ২০২১-এর দ্বিতীয় মোকাবিলা শুরু হবে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। ম্যাচে শেষ হাসি কে হাসবেন, সে তো সময় বলবে। তার আগে গত টুর্নামেন্টের গত মরসুমে দুই দলের হয়ে সবচেয়ে ভাল পারফরম্যান্স করা ক্রিকেটারদের দেখে নেওয়া যাক।

চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান

চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান

আইপিএলের গত মরসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ফ্যাফ ডুপ্লেসিস। ১৩টি ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে ৪৪৯ রান এসেছিল। তাতে চারটি অর্ধশতরান সামিল ছিল। গত আইপিএলে ফ্যাফের সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৮৭।

চেন্নাইয়ের হয়ে সর্বাধিক উইকেট

চেন্নাইয়ের হয়ে সর্বাধিক উইকেট

গত মরসুমের আইপিএলে কার্যত ব্যর্থ হয়েছিলেন চেন্নাই সুপার কিংসের বোলাররা। দলের হয়ে ১৪ ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার স্যাম কারান। সেটাই ছিল ওই দলের মধ্যে সর্বাধিক।

দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান

দিল্লির হয়ে সবচেয়ে বেশি রান

গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি রান এসেছিল শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ১৭টি ম্যাচ খেলে ৬১৮ রান করেছিলেন গব্বর। দুটি শতরান ও চারটি অর্ধশতরান এসেছিল ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১০৬। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার ধাওয়ান।

দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট

দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট

গত আইপিএল দিল্লি ক্যাপিটালসের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন কাগিসো রাবাডা। ১৭ ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়ে বেগুনি টুপিও জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার। এবারও ভাল কিছু করতে রাবাডার পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দিল্লি।

চেন্নাই থেকে শহরে ফিরেই ভোট দিলেন সস্ত্রীক সৌরভ, আইপিএল নিয়ে দিলেন বড় ইঙ্গিতচেন্নাই থেকে শহরে ফিরেই ভোট দিলেন সস্ত্রীক সৌরভ, আইপিএল নিয়ে দিলেন বড় ইঙ্গিত

English summary
IPL 2021 : Highest run getters and wicket takers of last year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X