For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোটের কারণে আইপিএলে নেই রিঙ্কু সিং, তবু কেকেআরে ব্রাত্যই বাংলা

Google Oneindia Bengali News

আইপিএল শুরুর আগে কিছুটা হলেও ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। হাঁটুর চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন রিঙ্কু সিং। তাঁর পরিবর্ত হিসেবে গুরকিরাত সিং মানকে দলে নিল কেকেআর।

চোটের কারণে আইপিএলে নেই রিঙ্কু সিং, তবু কেকেআরে ব্রাত্যই বাংলা

(ছবি- আইপিএল টুইটার)

রিঙ্কু সিংয়ের আইপিএল অভিষেক হয় ২০১৭ সালে। তিনি ১১টি আইপিএল ম্যাচ খেলেছেন। তবে এবার হাঁটুর চোটের কারণে মিডল অর্ডার ব্যাটসম্যান রিঙ্কু গোটা আইপিএলেই খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে মানকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে দলে নিল কেকেআর। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেললেও এ বছর নিলামের আগে পঞ্জাবের এই ব্যাটসম্যানকে ছেড়ে দেয় আরসিবি। কেকেআর দলে নেওয়ায় আইপিএলে এটি গুরকিরাতের অষ্টম বছর হতে চলেছে। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ত্রিপুরার বিরুদ্ধে ৬৩ করার পর বিজয় হাজারে ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন গুরকিরাত।

এদিকে, আজ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দলের অনুশীলনে নজর কাড়লেন হরভজন সিং। এদিন মুম্বইতে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলল কেকেআর। দুরন্ত ছন্দে পাওয়া গেল আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের। এই ম্যাচে একটি দলকে নেতৃত্ব দেন বেন কাটিং, অপর দলকে শুভমান গিল। গিলের দলে খেলে ৯০ রান করেন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। যদিও ৭ বল বাকি থাকতেই জয়ের জন্য ১৭৬ রানের টার্গেটে পৌঁছে যান বেন কাটিংরা। চার নম্বরে ব্যাট করতে নামা কার্তিককে আউট করেন সুনীল ওয়ারিয়র। ব্যাটিংয়ের সময় নন স্ট্রাইকিং এন্ডে থাকা কার্তিক কোনওরকমভাবে নিজেকে বাঁচাতে সক্ষম হন আন্দ্রে রাসেলের জোরালো শট থেকে। নাহলে বড় চোট লাগার আশঙ্কা ছিল। কার্তিকের মতোই ৯০ রান করেই দলকে জেতান ম্যাচের সেরা টিম সেইফার্ট।

একনজরে দেখে নেওয়া যাক কবে কার বিরুদ্ধে খেলবে কেকেআর: ১১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ১৩ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ এপ্রিল-চেন্নাই সুপার কিংস, ২৪ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ২৬ এপ্রিল- পঞ্জাব কিংস, ২৯ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ৩ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৮ মে- দিল্লি ক্যাপিটালস, ১০ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ১২ মে- চেন্নাই সুপার কিংস, ১৫ মে- পঞ্জাব কিংস, ১৮ মে- রাজস্থান রয়্যালস, ২১ মে- সানরাইজার্স হায়দরাবাদ।

English summary
IPL 2021 Will Commence From 9th April. Gurkeerat Singh Mann signs up with Kolkata Knight Riders as replacement for Rinku Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X