For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরব সাগরের পারে আছড়ে পড়ল গেইল-ঝড়, ইউনিভার্সাল বসের নয়া কীর্তি

আরব সাগরের পারে আছড়ে পড়ল গেইল-ঝড়, ইউনিভার্সাল বসের নয়া কীর্তি

Google Oneindia Bengali News

অরব সাগরের পারে আছড়ে পড়ল ঝড়। আইপিএলে নয়া কীর্তি গড়লেন ইউনিভার্সাল বস। গেইল-ঝড় পাঞ্জাব কিংসের ভিত মজবুত করল, সেইসঙ্গে ছক্কার এক মাইলস্টোন স্পর্শ করলেন গেইল।

আরব সাগরের পারে আছড়ে পড়ল গেইল-ঝড়

আজ ওয়াংখেড়েতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। ময়াঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর তিনে ব্যাট করতে নামেন ক্রিস গেইল। ম্যাচের ৭.৩ ওভারে বেন স্টোকসকে ছক্কা হাঁকান তিনি। আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডের অধিকারী গেইল। তবে এই ছক্কাটি আইপিএলে তাঁর ৩৫০তম ছক্কা।

৯ বলে ১৪ রান করে ময়াঙ্ক যখন চেতন সাকারিয়ার বলে কট বিহাইন্ড হন তখন পাঞ্জাব কিংসের রান ২.৪ ওভারে ২২। সেখান থেকে লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ক্রিস গেইল। গেইল, রাহুলের ক্যাচ না ফেললে রাজস্থান হয়তো আরও একটু ভালো জায়গায় থাকতে পারত। গেইল-রাহুলের ৬৭ রানের পার্টনারশিপ ভাঙেন রিয়ান পরাগ। তাঁর বৈচিত্র্যময় বোলিং অ্যাকশন গেইলের মনঃসংযোগে চিড় ধরায়। তাঁর প্রথম ওভারেই গেইলের উইকেট পান পরাগ। দুরন্ত ক্যাচ ধরেন বেন স্টোকস। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৪০ রান করে আউট হন গেইল।

বিদেশিদের মধ্যে ক্রিস গেইল, নিকোলাস পুরাণের পাশাপাশি ঝাই রিচার্ডসন ও রাইলে মেয়ারডিথকে খেলাচ্ছে পাঞ্জাব কিংস। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে চার বিদেশি হলেন ক্রিস মরিস, বেন স্টোকস, জস বাটলার ও মুস্তাফিজুর রহমান।

রাজস্থান রয়্যালস: জস বাটলার (উইকেটকিপার), মনন ভোরা, বেন স্টোকস, সঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, শিবম দুবে, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরাণ, দীপক হুডা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, রাইলে মেয়ারডিথ, মহম্মদ শামি, অর্শদীপ সিং

English summary
IPL 2021 Gayle Hits 350th Six And Puts Punjab Kings In Commanding Position Against Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X