For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঘন্য সিদ্ধান্তেই কেকেআরের হার! মর্গ্যানের আজব সিদ্ধান্তকে দায়ী করলেন গম্ভীর

Google Oneindia Bengali News

বর্তমানের তীব্র সমালোচনায় প্রাক্তন। কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যানের বিভিন্ন সিদ্ধান্তের কুলকিনারা পাচ্ছেন না নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন করা প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। কেকেআরকে ৩৮ রানে হারিয়ে, চেন্নাইয়ে জয়ের হ্যাটট্রিক সেরে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে বিরাট কোহলির আরসিবি-র। ম্যাক্সওয়েল আর এবি ঝড়ে আরসিবি ২০৪ রান তুললেও তার জন্য মর্গ্যানের বড় ভুলকেই দায়ী করছেন গৌতম গম্ভীর।

জঘন্য সিদ্ধান্তেই কেকেআরের হার! বললেন গম্ভীর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আরসিবি-র ইনিংস চলাকালীনই গৌতম গম্ভীর বলেন, জীবনে এমন জঘন্য অধিনায়কত্ব করতে কাউকে দেখিনি। আজব সব সিদ্ধান্ত দেখছি। গম্ভীর চটেছেন বরুণ চক্রবর্তীকে সাফল্যের পরই বোলিং আক্রমণ থেকে মর্গ্যান সরিয়ে নেওয়ায়। ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে এসেই প্রথম বলে বিরাট কোহলির উইকেট তুলে নেন বরুণ। মিস্ট্রি স্পিনার এই ওভারেরই শেষ বলে আউট করেন রজত পাতিদারকে। মাত্র তিন রান দিয়ে তিনি দুই উইকেট তুলে নেওয়ায় ২ ওভারের শেষে আরসিবি-র স্কোর ছিল ২ উইকেটে ৯। এরপরই বরুণকে আক্রমণ থেকে সরিয়ে নেন মর্গ্যান। যার সুযোগ নিয়ে ঝড়ের গতিতে রান তুলতে থাকেন গ্লেন ম্যাক্সওয়েল ও দেবদত্ত পাড়িক্কাল। তাঁদের জুটিতে ওঠে ৮৬।

জঘন্য সিদ্ধান্তেই কেকেআরের হার! বললেন গম্ভীর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ম্যাচের অষ্টম ওভারে বল করতে এসে বরুণ দেন ১৪ রান। ১৩তম ওভারে বল করতে এসে দেন পাঁচ রান। তখন ক্রিজে ম্যাক্সওয়েল আর ডি ভিলিয়ার্স। ১৫তম ওভারে বরুণের ওভারে ১৭ রান নেন ম্যাক্স-এবি। গম্ভীরের কথায়, মর্গ্যানের অধিনায়কত্ব দেখে হাসি পাচ্ছে, কেন তা বলতে পারব না। জঘন্য অধিনায়কত্ব, আজব সব সিদ্ধান্ত! দ্বিতীয় ওভারেই বল করতে এসে নিজের প্রথম ওভারে ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেওয়ার পর তাঁকে সরিয়ে নেওয়া অর্থহীন। ছন্দে থাকাকালীন বরুণকে দিয়ে বোলিং করানো হলে পাওয়ারপ্লে-র মধ্যেই হয়তো ম্যাক্সওয়েলের উইকেট তুলে নেওয়া সম্ভব হতো। সেখানেই ম্যাচের রাশ কেকেআরের হাতে আসার সম্ভাবনা ছিল। ভারতীয় কোনও অধিনায়ক এমন সিদ্ধান্ত নিলে তাঁকে প্রবল আক্রমণের মুখে পড়তে হতো। কপাল ভালো ভারতের কোনও ক্রিকেটার অধিনায়ক হিসেবে এমন সিদ্ধান্ত নেয়নি।

জঘন্য সিদ্ধান্তেই কেকেআরের হার! বললেন গম্ভীর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ইয়ন মর্গ্যান অবশ্য বরুণকে আরেক ওভার না দেওয়ায় নিজের ভুল দেখছেন না। তাঁর কথায়, ম্যাক্সওয়েল ভালো ক্রিকেটার। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের জন্য বরুণকে রেখে দিতেই এই সিদ্ধান্তই। তিনি বলেন, আজকের দিনটা আরসিবি-রই ছিল। চেন্নাই পিচের চরিত্র বুঝতে আমার ভুল হয়েছে। তবে আজকের পিচে ভালো ব্যাট করা গিয়েছে। আরসিবি আমাদের চেয়ে ভালো খেলে জিতেছে। ম্যাচের সেরা এবি ডি ভিলিয়ার্স বলেন, এই পিচে ২০০ রান ওঠার কথা নয়। ১৭০ এই উইকেটে ভালো রান। তবে ম্যাক্সওয়েল কাজটা সহজ করে দিয়েছেন। নিজের খেলায় খুশি, পরিবারের সামনে ক্রিকেট উপভোগ করছি। জয়ের পিছনে এবি আর ম্যাক্সওয়েলের অবদানের কথা স্বীকার করে বিরাট বলেন, রাসেলের বিরুদ্ধে সিরাজও ভালো বল করেছেন। তবে এই জয়েও বাড়তি এক্সাইটেড আমরা নই।

English summary
Royal Challengers Bangalore Beat Kolkata Knight Riders By 38 Runs And Consolidate The Top Spot. Former KKR Captain Gautam Gambhir Slams KKR Captain Eoin Morgan For Weird Decisions.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X