For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরু বনাম শিষ্য, আইপিএলে ধোনি-পন্থের লড়াই নিয়ে উৎসাহ তুঙ্গে, সরব শাস্ত্রীও

গুরু বনাম শিষ্য, আইপিএলে ধোনি-পন্থের লড়াই নিয়ে উৎসাহ তুঙ্গে, সরব শাস্ত্রীও

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আজ সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। লড়াই যেখানে গুরু বনাম শিষ্যের। পথ প্রদর্শক এমএস ধোনির দলের বিরুদ্ধে মোকাবিলায় নামবে আইপিএলে প্রথমবার অধিনায়কত্ব করতে নামা ঋষভ পন্থের দল। এ লড়াই ঐতিহাসিক হতে চলেছে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে চলছে শোরগোল।

ধোনি বনাম পন্থ

ধোনি বনাম পন্থ

শৈশব থেকে এমএস ধোনিকেই আদর্শ করে বড় হয়েছেন ঋষভ পন্থ। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সেই প্রিয় মানুষের সঙ্গে তরুণ ক্রিকেটারের সম্পর্ক আরও নিবিড় হয়। এরপর সময়-অসময়ে, প্রয়োজন-অপ্রয়োজনে একাধিকবার ধোনির সান্নিধ্য নিতে দেখা গিয়েছে পন্থকে। কেরিয়ারের কঠিন সময়েও এমএসের কাছে ছুটে গিয়ে পরামর্শ নিয়েছেন ঋষভ। সেই রোল মডেলের বিরুদ্ধেই আইপিএলে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা পন্থ, কিংবদন্তি ধোনিকে কতটা বেগ দেন সেদিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা।

অপেক্ষায় রবি শাস্ত্রী

গুরু এমএস ধোনির সঙ্গে শিষ্য ঋষভ পন্থের হাড্ডাহাড্ডি ও আইকনিক লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। এই অসাধারণ মুহুর্তে নিজেকে তিনি চুপ রাখতে পারেননি। রীতিমতো টুইট করে শাস্ত্রী লিখেছেন, গুরু বনাম চ্যালার লড়াই। আজকের ম্যাচে দুর্দান্ত মজা হবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার হেড কোচ। ক্রিকেট প্রেমীদের আজকের ম্যাচে স্ট্যাম্প মাইক শোনার পরামর্শও দিয়েছেন শাস্ত্রী।

ধোনির ছায়া পন্থ

ধোনির ছায়া পন্থ

ব্যর্থতার দিনে তরুণ ঋষভ পন্থকে কিংবদন্তি এমএস ধোনির সঙ্গে তুলনা করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সে কথা যে মোটাই ফেলে দেওয়ার মতে নয়, তা বোঝাই যায়। ক্রিকেট ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনি যেভাবে দলের বোলারদের নানা টিপ্পনী করেন, উদ্বুদ্ধ করেন, একই ছায়া পন্থের মধ্যে দেখা যায়। এখন এমএসের নেতৃত্বের ছায়া ঋষভের অধিনায়কত্বে পড়ে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।

প্রহর গুনছেন পন্থ

প্রহর গুনছেন পন্থ

কাঁধে চোট পাওয়ার কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে ২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। এই নতুন দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করতে চান বলে জানিয়েছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবার খেতাব জয়ই তাঁদের লক্ষ্য বলে জানালেন ঋষভ।

প্রথম ম্যাচই শেষ! ভেবেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার, ধোঁয়াশা বাড়ল হার্দিককে নিয়েওপ্রথম ম্যাচই শেষ! ভেবেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের এই ক্রিকেটার, ধোঁয়াশা বাড়ল হার্দিককে নিয়েও

English summary
IPL 2021 : Fight between MS Dhoni and Rishabh Pant, Ravi Shastri waiting for the moment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X