For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভীতিতে আইপিএল থেকে সরছেন ক্রিকেটাররা, বিসিসিআই কি লিগ বন্ধের পথে?

Google Oneindia Bengali News

রবিচন্দ্রন অশ্বিন থেকে অ্যান্ড্রু টাই, কেন রিচার্ডসন বা অ্যাডাম জাম্পা। আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন একের পর এক ক্রিকেটার। কারণ, করোনা। ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত ২৪ ঘণ্টায় পেরিয়েছে সাড়ে তিন লাখ। উদ্বিগ্ন ক্রিকেটাররা। দেশে এমন করোনা পরিস্থিতিতে আইপিএল চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অলিম্পিক্সে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। সকলেরই মনে প্রশ্ন, বিসিসিআই তাহলে কোন পথে হাঁটবে?

করোনা ভীতি

করোনা ভীতি

অস্ট্রেলীয় পেসার অ্যান্ড্রু টাই রাজস্থান রয়্যালস দলে ছিলেন। তবে একটি ম্যাচেও সুযোগ পাননি। করোনা পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে তিনি দেশে ফিরে গিয়েছেন। রাজস্থান রয়্যালসের তরফে বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই টাই ফিরে গিয়েছেন। তবে পারথের বিমান ধরার আগে দোহায় এক সংবাদমাধ্যমকে টাই জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে চলা এবং দেশের বাইরে আটকে পড়ার ভীতি থেকেই তাঁর এই সিদ্ধান্ত। তাঁর কথায়, অগাস্ট মাস থেকে আজ অবধি দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকার মধ্যে বাড়িতে ছিলাম ১১ দিন। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আমার এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া গতি ছিল না। হয়তো আর কদিন পরেই দেশে ঢোকার অনুমতিই পেতাম না। তাই যে কোনও মূল্যে দ্রুত বাড়ি ফিরতেই এই সিদ্ধান্ত। তাঁকে এক কোটি টাকার বিনিময়ে কিনেছিল রাজস্থান। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণ দেখিয়ে লিয়াম লিভিংস্টোনও দেশে ফিরেছেন।

ছবি- বিসিসিআই/আইপিএল

জাম্পা ও রিচার্ডসনও সরলেন

জাম্পা ও রিচার্ডসনও সরলেন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দুই অস্ট্রেলীয় ক্রিকেটারও দেশে ফিরে যাওয়ার পথে হাঁটলেন। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা সদ্য বিয়ে করে আইপিএলে খেলতে এসেছিলেন। তবে কোয়ারান্টিন পর্ব কাটিয়েও মাঠে নামতে পারেননি। তাঁকে দেড় কোটি টাকায় নিয়েছিল আরসিবি। কেন রিচার্ডসনকে চার কোটিতে কেনে আরসিবি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বইয়ে ৩ ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট নেন। এই একটাই ম্যাচ খেলে জাম্পার সঙ্গে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ছবি- বিসিসিআই/আইপিএল

অস্ট্রেলীয়রাই বেশি নার্ভাস

অস্ট্রেলীয়রাই বেশি নার্ভাস

ভারতে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে পুরো আইপিএল খেলে দেশে ফিরতে পারবেন কিনা সেই চিন্তা জাঁকিয়ে বসেছে অজি ক্রিকেটারদের মনে। এ কথা স্বীকার করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ডেভিড হাসি। ভারতের পাশে থাকার বার্তা দিয়েও ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে জানিয়েছে, ভারতে অস্ট্রেলিয়ার যে ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকাররা কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গেও প্রয়োজনীয় শলাপরামর্শ চলছে। সরকারের সিদ্ধান্ত মেনে চলা হবে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। এখনও অবশ্য ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড বা ক্রিকেটাররা আইপিএল থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে কিছু বলেননি।
ছবি- বিসিসিআই/আইপিএল

যে অজিরা আইপিএলে

যে অজিরা আইপিএলে

আইপিএলের ধারাভাষ্যকারদের পাশাপাশি বিভিন্ন দলে ক্রিকেটার ও কোচ মিলিয়ে এখনও বহু অস্ট্রেলীয় রয়েছেন। দিল্লি ক্যাপিটালসে কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আছেন ক্রিকেটার স্টিভ স্মিথ। সানরাইজার্স হায়দরাবাদে ডেভিড ওয়ার্নার। আরসিবিতে গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, ড্যানিয়েল স্যামস। পাঞ্জাব কিংসে ঝাই রিচার্ডসন, রাইলে মেয়ারডিথ, মোজেস হেনরিকেস। কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন প্যাট কামিন্স, বেন কাটিং। মুম্বই ইন্ডিয়ান্সে নাথান কুল্টার-নাইল, ক্রিস লিন। আরসিবি-র কোচ সাইমন কাটিচ ছাড়াও ডেভিড হাসি সহকারী কোচ হিসেবে রয়েছেন কেকেআরে। ধারাভাষ্যকারদের মধ্যে রয়েছেন ম্যাথু হেডেন, ব্রেট লি, মাইকেল স্ল্যাটার, লিসা স্টালেকররা। কুল্টার-নাইল অবশ্য এদিন জানিয়ে দিয়েছেন, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেই থাকছেন এবং আইপিএল খেলবেন।
ছবি- বিসিসিআই/আইপিএল

আইপিএল চলবেই

আইপিএল চলবেই

কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্ট এমনিতেই পুরো আইপিএল খেলবেন না। ২ জুন শুরু হতে চলা ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ডের এই ক্রিকেটারদের মে মাসের শেষ সপ্তাহেই ভারত থেকে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা। ভারত ইংল্যান্ডে রেড লিস্টে থাকায় বেশি দিন কোয়ারান্টিনে থাকতে হবে বলে পরিবর্তিত পরিস্থিতিতে তাঁরা কোন পথে হাঁটেন সেদিকে নজর রয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও পরিস্থিতির দিকে নজর রাখছে। রবিচন্দ্রন অশ্বিন পরিবার ও বর্ধিত পরিবারের পাশে এই কঠিন সময়ে থাকার জন্য আইপিএল থেকে সরে গিয়েছেন। অলিম্পিয়ান সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা বলেছেন, ভারতে এমন পরিস্থিতি যেখানে বাইরে রোগীকে নিয়ে ছুটছে অ্যাম্বুল্যান্স, সেখানে জৈব সুরক্ষা বলয়েও ক্রিকেটাররা চোখ বন্ধ রাখতে পারেন না। আমি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় থাকলে আইপিএল চালানোর চেয়েও সংকটকালে আর্থিক সহযোগিতার পথে হাঁটতাম। যদিও প্রবল সমালোচনায় অবস্থানে অনড় বিসিসিআই। বোর্ডের সাফ কথা, কেউ আইপিএল থেকে সরে গেলে যেতেই পারেন। আইপিএল চলবেই।
ছবি- বিসিসিআই/আইপিএল

English summary
IPL Early exits as COVID cases surge in India. But BCCI says league will go on.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X