For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেদাবাদে কাল পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে মর্গ্যান-অস্বস্তি কেকেআর শিবিরে

Google Oneindia Bengali News

চেন্নাই, মুম্বইয়ের পর এবার আমেদাবাদে ভাগ্যের চাকা ঘোরানোর লক্ষ্যে কাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরে পয়েন্ট তালিকার একেবারে নীচে পৌঁছে গিয়েছে ইয়ন মর্গ্যানের দল। বিভিন্ন মহল থেকে অধিনায়ক বদলের দাবি উঠতে শুরু করেছে। হবে নাই বা কেন? গতবার দীনেশ কার্তিককে যখন সরানো হয়েছিল এবার তার চেয়েও খারাপ দশা কেকেআরের। পাঁচটি ম্যাচের মধ্যে টানা চারটিতেই হেরেছে। সবমিলিয়ে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে অস্বস্তির গুমোটভাব তৈরি হয়েছে কেকেআর শিবিরে।

দোষারোপের পালা

দোষারোপের পালা

কোনও দল সাফল্য পায় যখন অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেন। প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক ভরসা দিলেও এবারও কিন্তু একেবারেই অফ ফর্ম কাটছে না নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যানের। পাঁচটি ম্যাচে তাঁর রান যথাক্রমে ২, ৭, ২৯, ৭ ও ০। গতকাল রাহুল ত্রিপাঠির সঙ্গে ভুল বোঝাবুঝিতে বিশ্রীভাবে রান আউট হয়েছেন মর্গ্যান। একটিও বল না খেলে। অফ ফর্মে থাকা অধিনায়ক পরাজয়ের জন্য দায়ী করছেন ব্যাটিংকেই। তাঁর কথায়, জেতার জন্য যে ইচ্ছাশক্তি ও উদ্দীপনা লাগে গতকাল তাতে খামতি ছিল। তিনি বলেন, ওয়াংখেড়ের উইকেট সাধারণভাবে যে আচরণ করে গতকালের উইকেটটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের। তবু রাজস্থান রয়্যালস উইকেটের সঙ্গে যেভাবে মানিয়ে নিয়েছে তা আমরা পারিনি। তার মানে এটা নয় যে আমাদের দলে দক্ষতার অভাব রয়েছে। পার্টনারশিপ গড়ার মতো ক্রিকেটার রয়েছেন। কিন্তু যখনই আমরা আক্রমণে যেতে গিয়েছি তখনই উইকেট হারানোয় সমস্যা হয়েছে। ফলে বোলারদের লড়াইয়ের মতো পর্যাপ্ত রান আমরা তুলে দিতে পারিনি। অন্তত ৪০ রান কম ছিল।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ঘুরে দাঁড়াতে

ঘুরে দাঁড়াতে

ইয়ন মর্গ্যান আশাবাদী, আমেদাবাদেই জয়ের রাস্তায় ফিরবে কেকেআর। তাঁর কথায়, এ জন্য মানসিকতায় আরও স্বচ্ছতা আনতে হবে। দক্ষতা রয়েছে। স্মার্ট ক্রিকেট খেলা বা পার্টনারশিপ গড়ার মতো শক্তিও রয়েছে দলে। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে আরও খোলা মনে। মর্গ্যানের কথায় যেটা আমরা পাঞ্জাব ম্যাচে একেবারেই পারিনি।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

শুভমানের পাশে

শুভমানের পাশে

নাইটদের সমস্যা বাড়িয়েছে শুভমান গিলের অফ ফর্ম। পাঁচ ম্যাচে মাত্র ৮০ রান করেছেন গিল। যদিও এই ওপেনারের পাশেই দাঁড়িয়েছেন কেকেআরের মেন্টর ডেভিড হাসি। তিনি বলেন, ফর্ম আসবে, যাবে। কিন্তু ক্লাস পারমানেন্ট। মাঠ ও মাঠের বাইরে শুভমান একজন দারুণ ক্রিকেটার। আমার কথা লিখে রাখুন, এবারের টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে একজন হবেন শুভমান গিল।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

লাক ফেরাতে লকি

লাক ফেরাতে লকি

কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম এগারোয় ঢুকে পড়তে পারেন গতবার আইপিএলে ভালো ফর্মে থাকা নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। তাঁকে কেন খেলানো হচ্ছে না এই প্রশ্নের জবাবে হাসি বলেন, লকিও একজন দারুণ ভালো ক্রিকেটার। গত বছরও ভালো খেলেছেন। লকিকে খেলানো নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা নিশ্চিতভাবেই আছে। সামনের কয়েকটি ম্যাচে তাঁকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। দলের স্ট্র্যাটেজি মেনেই তাঁকে খেলানো হবে।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Kolkata Knight Riders Will Be Up Against Punjab Kings Tomorrow In Ahmedabad. Eoin Morgan has called for better intent and more clarity from his Kolkata Knight Riders' team-mates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X