For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সামনে ছন্দে থাকা দিল্লি, তারকা পেসারের চোট নিয়ে চিন্তায় সানরাইজার্স

Google Oneindia Bengali News

রবিবাসরীয় সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দিয়েই শেষ হবে চলতি আইপিএলের চেন্নাই পর্বের খেলা। চার ম্যাচে তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দল। চেন্নাইয়ে পৌঁছেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, চার ম্যাচের তিনটিতে হারার পর আগের পাঞ্জাব কিংস ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স। কলকাতা-রাজস্থান ম্যাচের পর অবশ্য পয়েন্ট তালিকায় সানরাইজার্স সপ্তম স্থানে নেমে গিয়েছে। ফর্মে থাকা দিল্লির বিরুদ্ধে তাই যে কোনও মূল্যে জয় চাইছেন ওয়ার্নাররা।

দিল্লি-রাজস্থান দ্বৈরথ

দিল্লি-রাজস্থান দ্বৈরথ

দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ১৮ বার। সানরাইজার্স জিতেছে ১১টিতে। দিল্লি ক্যাপিটালস জিতেছে সাতটিতে। গত বছরের আইপিএলে লিগ পর্যায়ে সানরাইজার্স দুবার জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের হারিয়ে দিয়েছিল ক্যাপিটালস। প্রথম সাক্ষাতে ৮৮ রানে জিতেছিল সানরাইজার্স, ফিরতি ম্যাচে জয় ১৫ রানে। তবে কোয়ালিফায়ারে ১৭ রানে দিল্লির কাছে হেরে ছিটকে যায় সানরাইজার্স। বদলার ম্যাচে তাই জয়ের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ সানরাইজার্সের। তবে পন্থরা যে ছন্দে রয়েছেন তাতে নিশ্চিতভাবেই এগিয়ে থেকেই শুরু করবেন।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

চোট সমস্যায় সানরাইজার্স

চোট সমস্যায় সানরাইজার্স

টি নটরাজন ইতিমধ্যেই হাঁটুর চোটের কারণে ছিটকে গিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের চিন্তা বাড়াচ্ছে ভুবনেশ্বর কুমারের চোট। আগের ম্যাচে মাত্র তিন ওভার বল করেই মাঠ ছেড়েছিলেন। উরুতে চোট রয়েছে ভুবির। ফলে দিল্লি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাঁর জায়গায় প্রথম একাদশে আসতে পারেন সন্দীপ শর্মা। সানরাইজার্সের প্রথম একাদশ হতে পারে যেরকম: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, কেদার যাদব, বিজয় শঙ্কর, বিরাট সিং, অভিষেক শর্মা, রশিদ খান, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কৌল ও খলিল আহমেদ।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

দিল্লির সম্ভাব্য একাদশ

দিল্লির সম্ভাব্য একাদশ

চেন্নাইয়ের চিপকে বারবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে উইকেট। স্লো উইকেট হলেও স্পিনাররা এখনও পর্যন্ত যেখানে ৪৬ উইকেট পেয়েছেন সেখানে ৬৫টি উইকেট গিয়েছে পেসারদের ঝুলিতে। দিল্লি ক্যাপিটালস প্রথম একাদশ অপরিবর্তিতই রাখতে পারে। তবে কাগিসো রাবাডার জায়গায় ক্রিস ওকসকে নামানোর ভাবনাও ঘুরপাক খাচ্ছে। অক্ষর প্যাটেল করোনা জয় করে ফিরলেও অমিত মিশ্র চিপকে নেমেই চার উইকেট নেওয়ায় অক্ষরকে হয়তো আরও কয়েকটি ম্যাচে অপেক্ষা করতে হবে। দিল্লি ক্যাপিটালসের দল হতে পারে যেরকম: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শিমরন হেটমায়ার, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা বা ক্রিস ওকস, অমিত মিশ্র ও আবেশ খান। তবে অক্ষর দলে এলে সম্ভবত কোপ পড়বে ললিত যাদবের উপর।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নজিরের হাতছানি

নজিরের হাতছানি

সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সামনে বেশ কয়েকটি নজিরের হাতছানি রয়েছে। আর একটি ছক্কা মারলে আইপিএলে ২০০ ছক্কা মারার ক্লাবে যোগ দেবেন ওয়ার্নার। ৪৬ রান করলে টি ২০-তে তাঁর ১০ হাজার রান পূর্ণ হবে। এই ম্যাচে অর্ধশতরান করলে আইপিএলে ৫০টি হাফ সেঞ্চুরির মালিক হবেন ওয়ার্নার। একটি উইকেট পেলে টি ২০-তে ২৫০টি উইকেট হবে দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। চার উইকেট পেলে আইপিএলে নিজের ঘরের মাঠ চিপকে ৫০টি উইকেট দখলের অধিকারী হবেন অশ্বিন। কেভিন পিটারসেন, ইয়ন মর্গ্যান, জস বাটলারের পর ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইপিএলে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে জনি বেয়ারস্টোর দরকার আর ৩৬ রান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

English summary
Delhi Capitals Will Be Up Against Sunrisers Hyderabad In The Last Match Of Chennai Leg . It's A Battle Between Third And Seventh Team In IPL Point Table.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X