For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: জন্মদিনে হার রাহুলের, শিখরের ব্যাটে পাঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস

Google Oneindia Bengali News

আইপিএলের প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে রবিবাসরীয় সন্ধ্যায় ধামাকার অপেক্ষায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মুখোমুখি হচ্ছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। পরিসংখ্যানে এগিয়ে পাঞ্জাব কিংস। আইপিএলে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৬টি ম্যাচে। কিংস ইলেভেন পাঞ্জাব, যে দলের এবারই নাম বদলে হয়েছে পাঞ্জাব কিংস, জিতেছে ১৫টি ম্যাচে। দিল্লি ক্যাপিটালস জিতেছে ১১ বার। গতবারের আইপিএলে প্রথম সাক্ষাতে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ফিরতি ম্যাচে ১৬৫ রানের টার্গেট ১৯ ওভারেই তুলে নিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল পাঞ্জাব। শিখর ধাওয়ানের শতরান সত্ত্বেও ৫ উইকেটে হারতে হয় দিল্লিকে। ওয়াংখেড়েতে অবশ্য এই প্রথম দুই দল মুখোমুখি হচ্ছে।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় চাইছে পাঞ্জাব কিংস

Newest First Oldest First
11:17 PM, 18 Apr

১০ বল বাকি থাকতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল দিল্লি ক্যাপিটালস
10:49 PM, 18 Apr

১৪.৫ ওভারে ১৫২ রানে তৃতীয় উইকেটের পতন। শিখর ধাওয়ানকে ৯২ রানে বোল্ড করলেন ঝাই রিচার্ডসন। ১৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৯ বলে এই রান করেন শিখর।
10:23 PM, 18 Apr

১২ বলে ৯ রান করে আউট হলেন স্টিভ স্মিথ। তিনি মেয়ারডিথের শিকার। ১১ ওভারে দিল্লি ক্যাপিটালস ২ উইকেটে ১০৭।
10:19 PM, 18 Apr

১০.১ ওভারে একশো রান পার করল দিল্লি ক্যাপিটালস। ক্রিজে শিখর ধাওয়ান ও স্টিভ স্মিথ।
10:14 PM, 18 Apr

৩১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শিখর ধাওয়ান।
10:02 PM, 18 Apr

জয়ের লক্ষ্যমাত্রা ১৯৬। পাওয়ার প্লে-তে দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ-র উইকেট হারিয়ে ৬ ওভারে ৬২
9:07 PM, 18 Apr

৮ বলে ৯ রান করে আউট নিকোলাস পুরাণ। তাঁকে ফেরালেন আবেশ খান। ১৮.৫ ওভারে পাঞ্জাব কিংস চার উইকেট হারিয়ে ১৭৯ রান।
8:55 PM, 18 Apr

পাঞ্জাব কিংসের তৃতীয় উইকেটের পতন। ক্রিস গেইল ক্রিস ওকসের শিকার হলেন। ৯ বলে ১১ রান করে আউট।
8:47 PM, 18 Apr

৫১ বলে ৬১ রান করে আউট হলেন লোকেশ রাহুল। ১ রানের জন্য টি ২০-তে ৫ হাজার রান পূর্ণ করতে পারলেন না আজ।
8:37 PM, 18 Apr

জন্মদিনে অর্ধশতরান করে ডেভিড ওয়ার্নার ও মাইক হাসির সঙ্গে একাসনে লোকেশ রাহুল। ৪৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পাঞ্জাব কিংস অধিনায়ক। আইপিএলে ২৩তম অর্ধশতরান।
8:32 PM, 18 Apr

১২.৪ ওভারে ১২২ রানে পাঞ্জাব কিংসের প্রথম উইকেটের পতন। ৩৬ বলে ৬৯ রান করে মেরিওয়ালার বলে আউট হলেন ময়াঙ্ক আগরওয়াল। মেরেছেন সাতটি চার ও চারটি ছয়।
8:22 PM, 18 Apr

১১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের রান বিনা উইকেটে ১১৩। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ ঝোড়ো অর্ধশতরান করে ব্যাট করছেন ময়াঙ্ক আগরওয়াল।
8:08 PM, 18 Apr

ওপেনিং জুটিতে ভর করে বড় রানের দিকে পাঞ্জাব কিংস।
7:41 PM, 18 Apr

আইপিএল অভিষেকের প্রথম ওভারেই ২০ রান দিলেন লুকমান মেরিওয়ালা। পাঞ্জাব কিংস ২ ওভারে বিনা উইকেটে ২৫ রান।
7:20 PM, 18 Apr

আইপিএলে অভিষেকের আগে সবচেয়ে বেশি টি ২০ ম্যাচ খেলার নিরিখে ভারতীয়দের মধ্য়ে লুকমান মেরিওয়ালা রইলেন দ্বিতীয় স্থানে। তিনি কেরিয়ারের ৪৪টি টি ২০ ম্যাচ খেলার পর আইপিএলের প্রথম একাদশে এলেন। এই তালিকায় তিনি রইলেন বিরাট সিংয়ের পরেই। গতকাল বিরাট সিংয়ের আইপিএল অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ৬১টি টি ২০ ম্যাচ খেলার পর তিনি প্রথম আইপিএলে খেলার সুযোগ পান। কেকেআরে ২০১৯ সালে আইপিএল অভিষেক হয় সন্দীপ ওয়ারিয়রের। তিনি গতকালের পর ছিলেন দ্বিতীয় স্থানে। তাঁকে টপকালেন লুকমান। প্রথম আইপিএল ম্যাচ খেলার আগে সন্দীপ ওয়ারিয়রের ৪০টি টি ২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল।
7:10 PM, 18 Apr

পাঞ্জাব কিংস: ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, জলজ সাক্সেনা, মহম্মদ শামি, রাইলে মেয়ারডিথ, অর্শদীপ সিং।
7:09 PM, 18 Apr

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, লুকমান মেরিওয়ালা, আবেশ খান।
7:03 PM, 18 Apr

টস জিতে ফিল্ডিং দিল্লি ক্যাপিটালসের। দলে দুটি পরিবর্তন। স্টিভ স্মিথ ও লুকমান মেরিওয়ালা প্রথম একাদশে।
6:51 PM, 18 Apr

দিল্লি ক্যাপিটালসের হয়ে আজ খেলবেন স্টিভ স্মিথ, লুকমান মেরিওয়ালাকেও তাঁর সঙ্গে দলের টুপি দেওয়া হলো।
6:49 PM, 18 Apr

পাঞ্জাব কিংস দলের প্রথম একাদশে আজ জলজ সাক্সেনার খেলার সম্ভাবনা। তাঁকে দলের টুপি প্রদান করা হলো।
6:09 PM, 18 Apr

মাঠে যাওয়ার আগে টিম হোটেলে পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুলের জন্মদিনের সেলিব্রেশন। আজ তাঁর ২৯তম জন্মদিন।
4:31 PM, 18 Apr

রবিচন্দ্রন অশ্বিনের ২৫০তম আইপিএল ম্যাচ। ২৪৯টি ম্যাচে আইপিএলে তাঁর উইকেটসংখ্যা ২৪৯। ২৫০তম আইপিএল শিকারের জন্য অশ্বিনের দরকার আর এক উইকেট। তাহলেই তৃতীয় ভারতীয় বোলার হিসেবে আইপিএলে আড়াইশো উইকেটের মালিক হবেন তিনি। ভারতীয়দের মধ্যে আইপিএলে পীযূষ চাওলার উইকেট সংখ্যা ২৬২। তাঁর পরেই রয়েছেন অমিত মিশ্র (২৫৬)। সবকিছু ঠিকঠাক চললে চলতি আইপিএলেই মিশ্রকে টপকে যেতেই পারেন অশ্বিন।
4:30 PM, 18 Apr

টি ২০ ক্রিকেটে পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল ১৪১টি ইনিংসে ৪৯৩৮ রান করেছেন। এই ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করতে তাঁর দরকার ৬২ রান।
4:29 PM, 18 Apr

দুই দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান বিভিন্ন নজিরের সামনেও দাঁড়িয়ে রয়েছেন। ওপেনার হিসেবে আইপিএলে ৪৮৮৪ রান করেছেন শিখর ধাওয়ান। প্রথম ওপেনার হিসেবে আইপিএলে ৫ হাজার রান পূর্ণ করতে দিল্লি ক্যাপিটালসের শিখরের দরকার ১১৬ রান। দিল্লির অপর ওপেনার পৃথ্বী শ ৪০টি আইপিএল ইনিংসে রান করেছেন ৯০০। শতরান পেলে তিনিও এই ম্যাচে আইপিএলে ১ হাজার রানের গণ্ডি টপকে যেতে পারবেন। ১৪০টি ইনিংসে অজিঙ্ক রাহানে আইপিএলে ৩৯৪১ রান করেছেন। আর ৫৯ রান করলেই আইপিএলে তাঁর ৪ হাজার রান পূর্ণ হবে।
4:07 PM, 18 Apr

জয়ের সরণিতে ফিরতে দুই দলেই আজ রদবদলের সম্ভাবনা

English summary
Delhi Capitals And Punjab Kings Will Be Up Against Each Other Tonight In Mumbai. Punjab Kings Well Ahead Of Delhi Capitals On The Basis Of Head To Head Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X