For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে বড় ঘোষণা, আইপিএল থেকে অব্যাহতি অশ্বিনের

Google Oneindia Bengali News

করোনা আবহে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কঠিন সময়ে পরিবার ও বর্ধিত পরিবারের পাশে থাকতেই এই পদক্ষেপ। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রবিবার চার ওভারে ২৭ রান দিয়ে কোনও উইকেট পাননি অশ্বিন। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি উইকেট পেলেও পরের চারটি ম্যাচে কৃপণ বোলিং করলেও তাঁর ঝুলিতে আর উইকেট আসেনি।

করোনা আবহে বড় ঘোষণা, আইপিএল থেকে অব্যাহতি অশ্বিনের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

চেন্নাইয়ে রবিবার সানরাইজার্স হায়দরাবাদকে সুপার ওভারে হারায় দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে চেন্নাই-পর্বের খেলা এদিনই শেষ হলো। ২৭ এপ্রিল দিল্লির পরবর্তী ম্যাচ আমেদাবাদে। কিন্তু আপাতত আইপিএল থেকে সরে দাঁড়ালেন দলের নির্ভরযোগ্য স্পিনার।

ম্যাচের পরই রাতে সোশ্যাল মিডিয়াতে অশ্বিন জানান, এ বছরের আইপিএলে মঙ্গলবার থেকেই বিরতি নিচ্ছি। কোভিড-১৯-এর বিরুদ্ধে আমার পরিবার ও বর্ধিত পরিবার লড়াই করছে। কঠিন সময়ে তাঁদের পাশে থেকে সহযোগিতা করতে চাই। সব কিছু সঠিক পথে ঠিকঠাক এগোলে পরে আইপিএলে নামতে পারি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ভ্যাক্সিন নিন, এমন বার্তাও দিয়েছেন অশ্বিন। এই ম্যাচেই ললিত যাদবের জায়গায় দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে সুযোগ পেয়ে দুই উইকেট নেওয়ার পাশাপাশি সুপার ওভারে ভালো বোলিং করেন করোনাজয়ী অক্ষর প্যাটেল।

করোনা ভীতিতে দেশে ফিরে গিয়েছেন রাজস্থান রয়্যালসের অজি পেসার অ্যান্ড্রু টাই। অন্তত দুই অস্ট্রেলীয়-সহ বেশ কয়েকজন বিদেশিও এবারের আইপিএলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যেই অশ্বিনের এই ঘোষণা। উল্লেখ্য, মহেন্দ্র সিং ধোনির বাবা-মা করোনা আক্রান্ত। তবু ধোনি এখনও অশ্বিনের মতো এমন সিদ্ধান্ত নেননি। চেন্নাই সুপার কিংস অবশ্য জানিয়েছে, ধোনির বাবা-মায়ের চিকিৎসার দিকে সর্বক্ষণ নজর রাখা হচ্ছে।

English summary
IPL 2021 Delhi Capitals Spinner Ravichandran Ashwin Takes A Break From IPL Amid Covid-19 Situation. He Says My family and extended family are putting up a fight against COVID-19 and I want to support them during these tough times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X