For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহেন্দ্র সিং ধোনির আউট নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের পেসার

Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দুই বল খেলে মাত্র শূন্য রান করে ধোনি যেভাবে বোল্ড আউট হন তাতে অনেকেই কটাক্ষ করছেন, ধোনি জমানা এবার শেষের কাছাকাছি। তারুণ্যের কাছে এভাবে পরাস্ত হওয়ায় 'বুড়ো' চেন্নাইকে নিয়ে অনেকেই আশার আলো বিশেষ দেখছেন না। যদিও এটাও ঠিক ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা।

মহেন্দ্র সিং ধোনির আউট নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের পেসার

দিল্লি ক্যাপিটালসের পেসার আবেশ খান ফাফ দু'প্লেসি ও মহেন্দ্র সিং ধোনির উইকেটটি তুলে নিয়েছিলেন। তবে ধোনির উইকেটটা পাওয়াই তাঁকে সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে। আবেশ জানিয়েছেন, বছর তিনেক আগে একবার ধোনির উইকেট পাওয়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। কারণ সেই ক্যাচ ফস্কেছিলেন এক ফিল্ডার। তাই এবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ধোনির উইকেট পাওয়ায় তাঁর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হয়েছে। এতে দারুণ খুশি আবেশ।

আবেশ ২ উইকেট নিয়েছেন ২৩ রানের বিনিময়ে। তিনি বলেন, যেহেতু ধোনি প্রতিযোগিতামূলক ক্রিকেট অনেকদিন খেলেননি তাই আমাদের পরিকল্পনা ছিল তাঁর উপর চাপ তৈরি করা। সে কারণেই তাঁর উইকেটটি নিতে পেরেঠি। নিজের পারফরম্যান্সে খুশি তো হয়েছিই, আরও বেশি খুশি হয়েছি দল জেতায়। মাহি ভাই আর দু'প্লেসি-র উইকেট তুলে নিয়ে দলকে ভালো জায়গায় রাখতে পেরেছিলাম এই বিষয়টাও তৃপ্তি দিচ্ছে। পন্থ আমাকে দ্বিতীয় ওভার করতে দেন। সেই ওভারেই ফাফের উইকেট পাই। এই উইকেটটি আমাকে ছন্দ পেতে সাহায্য করেছে। কারণ, প্রথম দিকে উইকেট পেলে বোলারের আত্মবিশ্বাস বেড়ে যায়। দলের আস্থার মর্যাদা দিতে পেরে সন্তুষ্ট আবেশ ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

আইপিএলের আগে নিজের ফিটনেসে জোর দিয়েছিলেন আবেশ। ব্যক্তিগত ডায়েটিশিয়ান ঠিক করে তাঁর কথামতো খাদ্যাভ্যাস বদলে ৫ কেজি ওজন কমিয়েছেন। জিম, ট্রেনিং ও রেস্ট ডে অনুযায়ী বদলেছে ডায়েট চার্ট। আবেশ বলেন, ২০-২৫ দিন ধরে নিজের পছন্দের অনেক খাবারই বাদ দিয়েছি। এতে লক্ষ্যপূরণে এগিয়ে যেতে সুবিধা হয়েছে।

১৫ এপ্রিল মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ইশান্ত শর্মা, উমেশ যাদবরা দলে রয়েছেন। তাঁদের সঙ্গেই থাকবেন কাগিসো রাবাডা ও অ্যানরিক নর্টজে। ফলে দিল্লি ক্যাপিটালসের বোলিং শক্তি যে অন্য সব দলের চেয়েই ভালো, এমনটাই দাবি আবেশ খানের।

English summary
Chennai Super Kings Captain Mahendra Singh Dhoni Was Clean Bowled By Delhi Capitals Pacer Avesh Khan. Avesh Says By Getting This Prize Wicket I Have Fulfilled A Long Cherished Dream.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X