For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে উত্তর-ডার্বিতে পাঞ্জাব কিংস পরাজিত শিখরের ব্যাটে, বিরাটদের পরেই এখন পন্থের দিল্লি

Google Oneindia Bengali News

আইপিএলে উত্তরের ডার্বিতে জয় পেল দিল্লি ক্যাপিটালস। ১৯৬ রান তাড়া করতে নেমে ঋষভ পন্থের দল জয় পেল ৬ উইকেটে। ফারাক গড়ল ডেথ ওভার। ১০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ৩টি চার ও একটি ছয়ের সাহায্যে ১৩ বলে অপরাজিত ২৭ করে ফিনিশারের ভূমিকা পালন করেন মার্কাস স্টয়নিস। ৬ বলে মূল্যবান ১২ রান করে অপরাজিত থাকেন ললিত যাদব। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এলো দিল্লি ক্যাপিটালস।

আইপিএলে রুদ্ধশ্বাস উত্তর-ডার্বি,

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন দিল্লি ক্যাপিটালসের ওপেনাররা। ৫.৩ ওভারে পৃথ্বী শ অর্শদীপ সিংয়ের শিকার হন দলের ৫৯ রানের মাথায়। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩২ রান করেন পৃথ্বী। এরপর স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শিখর ধাওয়ান। স্মিথ অবশ্য টম কারানের জায়গায় এবারের আইপিএলে প্রথম খেলতে নেমে রান পেলেন না। ১২ বলে ৯ রান করেন স্মিথ। তিনি আউট হন রাইলে মেয়ারডিথের বলে। এরপর শিখরের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক ঋষভ পন্থ।

আইপিএলে রুদ্ধশ্বাস উত্তর ডার্বি

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ধাওয়ান-পন্থ জুটিতেই যখন জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে দিল্লি ক্যাপিটালস তখনই ১৫তম ওভারের পঞ্চম বলে শিখর ধাওয়ানকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন ঝাই রিডার্ডসন। ৪৯ বলে ৯২ রান করে বোল্ড হন শিখর। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার ও ২টি ছয়। এই রানের সুবাদে এবারের আইপিএলে এখনও অবধি সর্বাধিক রান করলেন তিনিই। ম্যাক্সওয়েলকে টপকে পেলেন অরেঞ্জ ক্যাচ। শিখর আউট হওয়ার পর দলকে কাঙ্ক্ষিত জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পন্থ। তাঁকে যোগ্য সঙ্গত দেন মার্কাস স্টয়নিস। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মহম্মদ শামির বলে স্টয়নিস ক্যাচ আউট হলেও বলটি কোমরের উপর থাকায় নো বলে ফ্রি হিট পায় পাঞ্জাব। জলজ সাক্সেনা দারুণ ক্যাচ ধরেছিলেন। তবে ফ্রি হিট পেয়ে এরপরই ছক্কা হাঁকান স্টয়নিস। তার পরের বলেও একটি চার মারেন তিনি। ১৭তম ওভারে শামি ২০ রান দেওয়ায় ম্যাচ ঝুঁকে যায় দিল্লির দিকে। ৪ ওভারে ৫৩ রান দেন শামি। ১৬ বলে ১৫ রান করে ঝাই রিচার্ডসনের বলে আউট হন পন্থ। যদিও স্টয়নিস ও ললিত যাদব দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

আইপিএলে রুদ্ধশ্বাস উত্তর ডার্বি

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এর আগে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ। ২০ ওভারে পাঞ্জাব তোলে ৪ উইকেটে ১৯৫ রান। ময়াঙ্ক আগরওয়াল ৬৯ ও লোকেশ রাহুল ৬১ রান করেন। শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়ার পরও পাঞ্জাব দুশো পেরোতে পারেনি ১৩তম ওভার থেকে শুরু করে ডেথ ওভারে দিল্লি বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করায়।

English summary
Delhi Capitals Beat Punjab Kings In Mumbai. Shikhar Dhawan Misses Third IPL Fifty For Just 8 Runs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X