For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বীর ব্যাটিং ঝড়ে ধুয়েমুছে সাফ কলকাতা, আইপিএলে ৭ উইকেটের দাপুটে জয় দিল্লির

পৃথ্বীর ব্যাটিং ঝড়ে ধুয়েমুছে সাফ কলকাতা, আইপিএলে ৭ উইকেটের দাপুটে জয় দিল্লির

  • |
Google Oneindia Bengali News

পৃথ্বী শ-এর ব্যাটিং ঝড়ে উড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের গুরুত্বপূর্ণ ৭ উইকেটের দাপুটে জয় পেল দিল্লি ক্যাপিটালস। প্যাট কামিন্স ছাড়া ম্যাচে দাগ কাটতে পারলেন না কেকেআরের কোনও বোলার। এই ব্যাপক জয়ের ফলে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল দিল্লি। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানেই অবস্থান করছে কেকেআর।

পৃথ্বীর ব্যাটিং ঝড়ে ধুয়েমুছে সাফ কলকাতা, আইপিএলে ৯ উইকেটের দাপুটে জয় দিল্লির

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী মেজাজে ব্যাটিং করেন পৃথ্বী শ। শিবম মাভির প্রথম ওভারে ৬টি চার মারেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। অজিঙ্ক রাহানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে এই কাজ করে দেখান তরুণ শ। কেকেআরের প্রতি বোলারকে বাউন্ডারির রাস্তা দেখান পৃথ্বী। ১৮ বলে অর্ধশতরান করে চলতি টুর্নামেন্টের দ্রুততম ক্রিকেটার হয়েছেন মুম্বইকর।

অন্যদিকে পৃথ্বী শ-এর পাশে সহযোগী ইনিংস খেলে দিল্লিকে সহজ জয়ের রাস্তায় নিয়ে যান শিখর ধাওয়ান। ৪৭ বলে ৪৬ রান করেন শিখর ধাওয়ান। চারটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৪১ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন পৃথ্বী শ। ১১টি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ৮ বলে ১৬ রান করে আউট হন ঋষভ পন্থ। ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। কেকেআরের হয়ে শেষবেলায় তিন উইকেট নেন প্যাট কামিন্স।

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে রান তাড়া করে ম্যাচ জেতা সহজ হবে বলে মনে করেছিলেন ঋষভ পন্থ। শিশিরের কারণে রাতে ফিল্ডার এবং বোলারদের জন্য বল গ্রিপ করা সমস্যাজনক হবে বলে মনে করেছিলেন দিল্লির অধিনায়ক।

নেতা পন্থের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত লাইন এবং লেন্থে বোলিং করেন দিল্লির বোলাররা। ১২ বলে ১৫ রান করে আউট হন কেকেআরের ওপেনার নীতীশ রানা। একটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। উল্টোদিকে কেকেআরে অন্য ওপেনার শুভমান গিল বেশ কয়েকটি নজরকাড়া শট মারেন। যদিও ক্রিজের অন্য প্রান্ত থেকে তাঁকে সাহায্য করার মতো ব্যাটসম্যান পাওয়া যায়নি।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে থাকা রাহুল ত্রিপাঠীকে আজ ফিঁকে মনে হয়েছে। বেশকিছু মিস হিটের পর ১৭ বলে ১৯ রান করে তিনি আউট হন। দুটি চার আসে তাঁর ব্যাট থেকে। কোনও রান না করেই সাজঘরে ফিরে যান গত ম্যাচের নায়ক তথা কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। আরও একবার শূন্যতেই আউট হন সুনীল নারিন।

জন্মদিনে ব্যাট করতে নামা আন্দ্রে রাসেলের সঙ্গে শুভমান গিলের মাত্র ৭ রানের পার্টনারশিপ হয়। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন গিল। তিনটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। ঢিমেতালে এগিয়ে কেরিয়ারের ৬ হাজার টি২০ রান পূর্ণ করেন আন্দ্রে রাসেল। তারপরেই ব্যাট খুলতে শুরু করেন দ্রে রাস।

১০ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান দীনেশ কার্তিক। একটি চার ও একটি ছক্কা হাঁকান ডিকে। শেবেলায় বেশ কয়েকটি বড় শট হাঁকিয়ে কেকেআর-কে লড়াকু টোটালের কাছে পৌঁছে দেন আন্দ্রে রাসেল। জন্মদিনে ২৭ বলে ৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন দ্রে রাস। দুটি চার ও একটি ছক্কা আসে তাঁর ব্যাটচ থেকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে অক্ষর প্যাটেল ও ললিত যাদব। এক উইকেট নিয়েছেন আবেশ খান ও মার্কাস স্টইনিস।

English summary
IPL 2021 : Delhi Capitals beat Kolkata Knight Riders in very easy manner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X