For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে প্রথমেই সামনে ধোনিরা, দিল্লি ক্যাপিটালসের লক্ষ্যের কথা ফাঁস কাইফের

Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করবে গতবারের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ে ১০ এপ্রিল। শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। পন্থ-সহ দলের বেশিরভাগ ক্রিকেটারই ছন্দে রয়েছেন বলে দাবি করলেন সহকারী কোচ মহম্মদ কাইফ।

লক্ষ্য স্থির

লক্ষ্য স্থির

গতবার ফাইনালে উঠেও খেতাব জেতা সম্ভব হয়নি। তবে এবার খেতাব জয়ই পাখির চোখ দিল্লি ক্যাপিটালসের। মহম্মদ কাইফ জানিয়ে দিলেন, এবার আমরা গতবারের চেয়ে আরও এক ধাপ এগোতে চাই। সেটাই আমাদের মূল লক্ষ্য। চ্যাম্পিয়ন করানোর মতো ক্রিকেটাররা আমাদের দলে রয়েছেন। কোয়ারান্টিন কাটিয়ে দলের অনুশীলনে যোগ দেবেন হেড কোচ রিকি পন্টিং। পন্টিংয়ের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকা কাইফ বলেন, ব্যক্তিগতভাবে রিকির সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। ফোনে কথা হচ্ছে। তবে পন্টিং মাঠে নামলেই অনুশীলনের পরিকল্পনা চূড়ান্তভাবে সাজিয়ে তোলা যাবে।

প্লাস পয়েন্ট

প্লাস পয়েন্ট

দলের অনুশীলনে গতকালই প্রথম হাজির ছিলেন কাইফ। তিনি বলেন, গতবারই আমরা খেতাব জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। এবার আমাদের প্লাস পয়েন্ট হলো ঋষভ পন্থ-সহ বেশিরভাগ ক্রিকেটারই সদ্য আন্তর্জাতিক ক্রিকেট খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁরা ছন্দেও রয়েছেন। এই কারণেই এবার সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কাইফ।

ফিল্ডিংয়ে জোর

ফিল্ডিংয়ে জোর

ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, পৃথ্বী শ, ইশান্ত শর্মা সকলেই বিগত কয়েক মাস ধরে টানা ক্রিকেট খেলেছেন। একই কথা প্রযোজ্য বিদেশি স্টিভ স্মিথ, কাগিসো রাবাডা, অ্যানরিক নর্টজের ক্ষেত্রেও। গতকালের অনুশীলনে জোর দেওয়া হয় নৈশালোকে ক্যাচ ধরার বিষয়ে। কাইফ বললেন, গত কয়েক দিন ধরে নেটে ব্যাটিং, বোলিং করছেন ক্রিকেটাররা। তার পাশাপাশি এদিন জোর দিলাম ফিল্ডিং অনুশীলনে। বিশেষ করে উঁচুতে ওঠা বল নৈশালোকে ক্যাচ ধরার অনুশীলনে। অনেকেই ভালো ক্যাচ ধরেছেন। সবমিলিয়ে সেশনটা ভালোই হয়েছে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন কাইফ। অলাদা করে কথা বলেছেন অশ্বিন ও রাহানের সঙ্গে।

দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ

দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ

১০ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ১৫ এপ্রিল- রাজস্থান রয়্যালস, ১৮ এপ্রিল- পঞ্জাব কিংস, ২০ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২৫ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ, ২৭ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২৯ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ২ মে- পঞ্জাব কিংস, ৭ মে- সানরাইজার্স হায়দরাবাদ, ৮ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে), ১১ মে- রাজস্থান রয়্যালস, ১৪ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ২১ মে- চেন্নাই সুপার কিংস, ২৩ মে- মুম্বই ইন্ডিয়ান্স (বিকেল সাড়ে ৩টে)

English summary
IPL 2021 Will Commence From 9th April. IPL 2021 Delhi Capitals assistant coach Mohammad Kaif said most of his players are in good rhythm.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X