For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়াংখেড়েতে একই লক্ষ্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের, প্রথম একাদশে বদলের সম্ভাবনা

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের প্রথম ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে রবিবাসরীয় সন্ধ্যায় ধামাকার অপেক্ষায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। মুখোমুখি হচ্ছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। দুই দলেই আক্রমণাত্মক তারকা ব্যাটসম্যানরা রয়েছেন। কালকের ম্যাচে বোলিং বিভাগ আরও শক্তিশালী করেই নামবে দিল্লি ক্যাপিটালস। ওয়াংখেড়েতে এবারের আইপিএলে এটাই শেষ ম্যাচ দুই দলের কাছে। পরাজয়ের ধাক্কা কাটিয়ে ফের জয়ের সরণিতে ফিরতে চাইছে দুই দলই। পাটা উইকেটে বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।

টপ অর্ডারেই ফারাক?

টপ অর্ডারেই ফারাক?

তুল্যমূল্য লড়াইয়ের ম্যাচে ফারাক গড়ে দিতে পারে টপ অর্ডার। একদিকে যেমন রয়েছেন পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্থরা, তখন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রান তুলতে বাজি অবশ্যই লোকেশ রাহুল, ক্রিস গেইল, নিকোলাস পুরাণ বা শাহরুখ খানের মতো হার্ড হিটাররা। কাগিসো রাবাডার সঙ্গে এই ম্যাচে অ্যানরিখ নোখিয়েকে খেলিয়ে বোলিং শক্তি আরও বাড়িয়ে নিতে পারে দিল্লি ক্যাপিটালস। তবু সাধারণভাবে মনে করা হচ্ছে ফারাক গড়ে দেবেন দুই দলের ব্য়াটসম্যানরাই। আবার টপ অর্ডার ব্যর্থ হলে সেই চাপ মিডল বা লোয়ার মিডল অর্ডার কতটা তা সামাল দিতে পারে সেটাও দেখার। দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচটি জেতার পরিস্থিতিও তৈরি করেছিল, পারেনি। কিন্তু প্রথম ম্যাচে বড় রান করে জেতার পর চেন্নাই সুপার কিংসের কাছে গতকাল যেভাবে ভেঙে পড়েছে পাঞ্জাব কিংস তাতে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে পারফরম্যান্সে অনেকটাই উন্নতি ঘটাতে হবে।

ছবি- বিসিসিআই/আইপিএল

ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ

আইপিএলে দ্রুততম বল করার রেকর্ডের মালিক অ্যানরিখ নোখিয়ে করোনা-বিভ্রাট কাটিয়ে ম্যাচ খেলার জন্য তৈরি। তিনি বলেছেন, দশ দিন হোটেলের ঘরে আবদ্ধ থাকা কঠিন ছিল। দৌড়াতে পেরে, বল করতে পেরে ভালো লাগছে। আমাদের দলে প্রচুর বোলিং অপশন রয়েছে। শ্রেয়স আইয়ারের অভাব বোধ করলেও উইকেট ও পরিবেশের সঙ্গে মানানসই প্রথম একাদশ হলে ভালো ফলের যথেষ্ট সম্ভাবনাই রয়েছে। গতবারের সফল রাবাডা-নোখিয়ে জুটিতেই আস্থা রাখতে পারে দিল্লি ক্যাপিটালস। শ্রেয়সের পরিবর্তে অনিরুদ্ধ যোশী বা অক্ষর প্যাটেলের অস্থায়ী পরিবর্ত শামস মুলানিকেও খেলানো হয় কিনা সেটাও দেখার। ব্যাটিং গভীরতা বাড়াতে কোনও বিদেশি বোলারকে বসিয়ে প্রথম একাদশে আনা হতে পারে শিমরন হেটমায়ারকেও। ফলে সম্ভাব্য একাদশ হতে পারে এরকম: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, শিমরন হেটমায়ার, ললিত যাদব, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অ্যানরিখ নোখিয়ে, আবেশ খান।

পাঞ্জাব কিংসে রদবদল

পাঞ্জাব কিংসে রদবদল

চেন্নাই সুপার কিংস ম্যাচে উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রাখলেও এই ম্যাচটি বিশ্রীভাবে হেরে প্রথম একাদশে রদবদলের পথে হাঁটতে পারে পাঞ্জাব কিংস। রাইলে মেয়ারডিথ বা ঝাই রিচার্সনকে বসিয়ে দলে আনা হতে পারে ফ্যাবিয়ান অ্যালেন বা মোজেস অনরিক্সকে। বাদ পড়তে পারেন মেয়ারডিথ। পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে এরকম: ময়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, মোজেস অনরিক্স বা ফ্যাবিয়ান অ্যালেন, ঝাই রিচার্ডসন, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, অর্শদীপ সিং।

ছবি- বিসিসিআই/আইপিএল

রাহুল-পন্থ দ্বৈরথ

রাহুল-পন্থ দ্বৈরথ

ওয়াংখেড়ে পয়মন্ত মাঠ লোকেশ রাহুলের। তাছাড়া ২০১৮ সাল থেকে আজ অবধি আইপিএলে ২০০০ রানের বেশি যে একমাত্র ব্যাটসম্যান করেছেন তিনি পাঞ্জাব অধিনায়ক। রবীন্দ্র জাদেজার দুরন্ত থ্রোয় রান আউট না হলে গতকালের ম্যাচের রং বদলাতে পারেন রাহুলই। গতকালের ইনিংস বাদ দিলে ওয়াংখেড়েতে ঈর্ষণীয় রেকর্ড যেমন রাহুলের রয়েছে তেমনই আইপিএলে এখানে ভালো গড় ও স্ট্রাইক রেট রয়েছে পন্থেরও। শেষ ম্যাচ আইপিএল ম্যাচে এখানে পন্থের গড় ৬৩.৬৬, স্ট্রাইক রেট ১৯২.৯২। অন্য ম্যাচেও গড় প্রায় ৪২, স্ট্রাইক রেট ১৮০-র বেশি। ফলে দুই অধিনায়কের দ্বৈরথের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আরেকজনের দিকেও থাকবেন নজর। ক্রিস গেইল বা নিকোলাস পুরাণের বিরুদ্ধে সফল রবিচন্দ্রন অশ্বিন। পুরাণ আবার দুই ম্যাচে শূন্য করে আউট হলেও যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলাতে পারেন। শর্ট বলে দুবার আউট হওয়ায় দিল্লি পেস ব্যাটারি আর অশ্বিন অস্ত্র দিয়েই তাঁর ছন্দ নষ্ট করতে চাইবে।

ছবি- বিসিসিআই/আইপিএল

English summary
Delhi Capitals And Punjab Kings Will Be Up Against Each Other Tomorrow In Mumbai. Same Target Set For Both Teams In Their Last Match At Wankhede After Suffering Loss Of Their Previous Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X