For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021 : বিরাটের সিদ্ধান্তের পাশে লারা, আরসিবি-র নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে কে কে?

আইপিএলে বিরাট কোহলির পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হতে পারেন যে যে ক্রিকেটার।

  • |
Google Oneindia Bengali News

ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর আইপিএলেও বোমা ফাটিয়েছেন বিরাট কোহলি। জানিয়েছেন যে টুর্নামেন্টের আগামী মরসুম থেকে তিনি আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক থাকবেন না। স্বাভাবিকভাবেই বিরাটের এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে সাড়া ফেলে দিয়েছে। নানা মুনির নানা মতের মধ্যে এই ইস্যুতে আরসিবি অধিনায়কের পাশে দাঁড়ায়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা। সেই আবহেই দেখে নেওয়া যাক বিরাটের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন কারা।

বিরাটের বড় সিদ্ধান্ত

বিরাটের বড় সিদ্ধান্ত

কিছুদিন আগেই ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। বলেছিলেন যে আসন্ন টি২০ বিশ্বকাপ শেষ হলেই তিনি গুরু দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দেশের ক্রিকেট প্রেমীদের ফের চমকে দিলেন বিরাট। রবিবার এক টুইট বার্তায় জানিয়েছেন যে তিনি চলতি আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। যদিও কেরিয়ারের অবশিষ্ট সময়ে আরসিবি-র হয়ে আইপিএল খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন কিং কোহলি। তিনি নিজের ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করতে চান।

বিরাটের পাশে লারা

বিরাটের পাশে লারা

বিরাট কোহলির হঠাৎ বিশ্ব অবাক হলেও এ ব্যাপারে আরসিবি অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের কথায়, ক্রিকেটের তিন ফর্ম্যাটে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন বিরাট। অধিনায়ক হিসেবেই কিং কোহলি যথেষ্ট সফল বলে দাবি করেছেন লারা। তবু কেরিয়ারে একটা সময় আসে, যখন ক্রিকেটাররা কিছুটা পিছিয়ে আসতে বাধ্য হন বলে মনে করেন ক্রিকেটের রাজপুত্র। সাম্প্রতিককালে বিরাটের ঘাড়ে যে পরিমাণ চাপ জমছিল, তা কিছুটা হালকা করা প্রয়োজন ছিল বলে মনে করেন লারা। এতে ভারতীয় ক্রিকেটের উন্নতি সাধিত হবে বলে কিংবদন্তি ক্রিকেটারের বিশ্বাস।

আরসিবি-র নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে কে

আরসিবি-র নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে কে

আইপিএলের চলতি মরসুমের পর আরসিবি-র অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। এবার দলের নতুন অধিনায়ক হবেন কে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অভিজ্ঞতা এবং দক্ষতার প্রশ্নে এই গুরু দায়িত্ব হাতে পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন এবি ডি ভিলিয়ার্স। আরসিবি-র হয়ে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এবিডি, দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলে এখনও পর্যন্ত ১৭৬টি ম্যাচ খেলে ৫০৫৬ রান করা ডি ভিলিয়ার্স দীর্ঘদিন একই দলের হয়ে প্রতিনিধিত্ব করার সৌজন্যে প্রতি সদস্যকে ভালো ভাবেই চেনেন। তবে তিনি এই দায়িত্ব নেবেন কিনা, সেটাই এখন প্রশ্ন।

ভাবনায় আরও দুই

ভাবনায় আরও দুই

আরসিবি-র অধিনায়ক হওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের। আইপিএলে ১০৬টি ম্যাচ খেলে ১২৫টি নেওয়া এই বোলারের ক্রিকেট মস্তিষ্ক যে দাবার চালের মতোই তীক্ষ্ণ, তা চলতি আইপিএলের প্রথম পর্ব শুরুর আগের প্রস্তুতি ম্যাচে প্রমাণ হয়েছে। গত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে ব্যাট হাতে বাইশ গজ কাঁপানো তরুণ দেবদত্ত পাড়িক্কলকেও ভাবনার মধ্যে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

English summary
IPL 2021 : Cricketers who may replace Virat Kohli as the captain of Royal Challengers Bangalore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X