For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন মন্ত্রে এবার খেতাব জয়ের দাবিদার আরসিবি, খোলসা করলেন বিরাটদের কোচ

Google Oneindia Bengali News

আর ঠিক সাত দিন। আইপিএলের প্রথম ম্যাচেই চেন্নাইয়ে অভিযান শুরু করবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। চতুর্দশ আইপিএলেই আরসিবি প্রথমবার খেতাব জয়ের স্বাদ পাবে বলে আত্মবিশ্বাসী হেড কোচ সাইমন ক্যাটিচ।

 ভাগ্যের চাকা ঘুরবে?

ভাগ্যের চাকা ঘুরবে?

আইপিএলের শুরু থেকেই প্রতিবার তারকাখচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বড় বড় নামের ভিড় থাকলেও একবারও আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি বিরাট কোহলি। ভারত অধিনায়কের আইপিএল ভাগ্যের চাকা চতুর্দশ বছরে এসে ঘুরবে কিনা তা নিয়ে চলছে জল্পনা। যদিও দল নিয়ে খুশি ক্যাটিচ। আগেরবারের আইপিএল থেকে বেশ কিছু ইতিবাচক দিক চিহ্নিত করে তা নিয়েই এবারের পরিকল্পনা সাজিয়েছেন আরসিবি কোচ।

ভাবনা শুরু অনেক আগেই

ভাবনা শুরু অনেক আগেই

ক্যাটিচ জানিয়েছেন, ২০২০ সালের আইপিএল শেষ হতেই আমরা পরের বছরের ভাবনা শুরু করে দিয়েছিলাম। সৈয়দ মুস্তাক আলি টি ২০-সহ ঘরোয়া টুর্নামেন্ট থেকে 'র ট্যালেন্ট' তুলে আনায় জোর দেয় টিম ম্যানেজমেন্ট। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে ৩৭ বলে শতরান করেই আরসিবি কর্তাদের নজরে পড়েন মহম্মদ আজহারউদ্দিন, তাঁকে নিলাম থেকে দলে নেওয়া হয়েছে। ক্যাটিচের কথায়, গত বছর আইপিএল শেষ হতেই কীভাবে আমরা উন্নতি করতে পারি, কোন কোন জায়গায় উন্নতি দরকার তা আমরা চিহ্নিত করে ফেলেছিলাম। প্রতিভা অন্বেষণ থেকে নিলাম সব কিছু নিয়ে পরিকল্পনা তৈরি করে ফেলা হয়েছিল দ্রুত। আইপিএল শেষের এক সপ্তাহের মধ্যেই কাজ অনেকটাই এগিয়ে যায়। নিজেদের মধ্যে মক অকশন সারা হয়। ফোকাস রাখা হয়েছিল সৈয়দ মুস্তাক আলি টি ২০-সহ ঘরোয়া প্রতিযোগিতাগুলির দিকে।

 দেবদত্ত অসাধারণ

দেবদত্ত অসাধারণ

দেবদত্ত পাড়িক্কলের প্রশংসায় পঞ্চমুখ ক্যাটিচ। হবেন না-ই বা কেন! আবির্ভাবের বছরেই ৪৭৩ রান করেছিলেন পাড়িক্কল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার কাটিচ আরসিবি-র এই ওপেনারের ব্যাটিংয়ে মুগ্ধ। তিনি বলেন, দলের কোর গ্রুপকে ধরে রাখা লক্ষ্য ছিল, সেটা পেরেছি। গত বছর আমাদের দলের খেলায় বেশ কিছু ইতিবাচক দিক ছিল। সে কারণেই আমরা প্লে অফ অবধি পৌঁছাতে পেরেছি। আমরা অনেক ভারতীয় তরুণ ক্রিকেটারদের পাশেও থেকে উৎসাহ জুগিয়েছি। আগে কখনও আইপিএল না খেলা পাড়িক্কলকে টপ অর্ডারে পাঠিয়েছি। পাড়িক্কল ব্রিলিয়ান্ট খেলেছেন। তিনি আমাদের আস্থার মর্যাদা দিয়েছেন।

দল নিয়ে আত্মবিশ্বাসী

দল নিয়ে আত্মবিশ্বাসী

ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করে ক্যাটিচ বলেন, সুন্দরও অসাধারণ খেলেছেন। গত আইপিএলের পর ভারতের হয়ে টেস্ট, টি ২০-ও খেলেও দারুণ পারফর্ম করেছেন। সিরাজ, সাইনিদেরও আমরা যতটা সম্ভব সাহায্য করেছি। সবমিলিয়ে আমাদের দল নিয়ে আমি সন্তুষ্ট। প্রতিভা অন্বেষণ করে নিলাম থেকে ভারতের অনেক প্রতিভাকে আমাদের দলে নিয়েছি। সেই সঙ্গে ড্যান ক্রিশ্চিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারদের অভিজ্ঞতাতেও দল সমৃদ্ধ। এ সব কারণেই আত্মবিশ্বাসী শোনাচ্ছে ক্যাটিচের গলা।

English summary
IPL Will Commence From 9th April. RCB Head Coach Simon Katich Says Padikkal was brilliant in IPL 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X