For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: আইপিএলে টানা পঞ্চম জয় সিএসকে-র, ফের শীর্ষে ধোনিরা

Google Oneindia Bengali News

আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। দিল্লিতে দুটি দলই আটটি করে ম্যাচ খেলে ৬টিতে জিতেছে। আইপিএলে দুই দল পরস্পর নিজেদের মুখোমুখি হয়েছে ১৪ বার। ১০টি ম্যাচেই জিতেছে সিএসকে। সানরাইজার্স চারটিতে। গত বছর আইপিএলে প্রথম সাক্ষাতে হায়দরাবাদ জিতলেও ফিরতি ম্যাচ সিএসকে জিতেছিল। আজকের ম্যাচেও ধোনিরাই এগিয়ে শুরু করবেন। সিএসকে যেখানে টানা চারটি ম্যাচ জিতেছে, সেখানে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হেরেছে সানরাইজার্স।

আইপিএলে আটে থাকা সানরাইজার্সের বিরুদ্ধে ফেভারিট ধোনির সিএসকে-ই

Newest First Oldest First
10:43 PM, 28 Apr

১৬ ওভারের শেষে চেন্নাই সুপার কিংস ৩ উইকেটে ১৫০। ৪ ওভারে দরকার ২২ রান।
10:38 PM, 28 Apr

৩৮ বলে ৫৬ রান করে আউট হলেন দু প্লেসি। ১৫ ওভারের শেষে সিএসকে-র স্কোর তিন উইকেটে ১৪৮ রান।
10:37 PM, 28 Apr

পরপর দুই বলে রশিদ খান ও ফাফ দু প্লেসিকে আউট করলেন রশিদ খান
10:24 PM, 28 Apr

৪৪ বলে ৭৫ করে রশিদ খানের বলে বোল্ড হলেন ঋতুরাজ গায়কোয়াড়
10:17 PM, 28 Apr

ঋতুরাজ গায়কোয়াড়ের পঞ্চম আইপিএল অর্ধশতরান
10:15 PM, 28 Apr

ফাফ দু প্লেসি-র ১৯তম আইপিএল অর্ধশতরান। ১১ ওভারে সিএসকে বিনা উইকেটে ১০০। এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার চেন্নাই ওপেনারদের শতরানের পার্টনারশিপ।
10:10 PM, 28 Apr

১০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদের স্কোর ছিল ১ উইকেটে ৬৯। চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৯১ রান।
10:06 PM, 28 Apr

দুরন্ত ফর্মে দু প্লেসি। ৯ ওভারে বিনা উইকেটে ৮৪ রান সিএসকে-র
9:52 PM, 28 Apr

পাওয়ারপ্লে-তে হায়দরাবাদের চেয়ে এগিয়ে চেন্নাই। ৬ ওভারে সানরাইজার্স ছিল ১ উইকেটে ৩৯। সিএসকে ৬ ওভারের শেষে বিনা উইকেটে ৫০।
9:48 PM, 28 Apr

ডিউ ফ্যাক্টর কাজে লাগিয়ে ১৭২ রানের টার্গেট তাড়া চেন্নাই সুপার কিংসের। ফাফ দু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াড় আত্মবিশ্বাসের সঙ্গে ব্য়াট করছেন। ৫ ওভারে সিএসকে বিনা উইকেটে ৪৩
9:10 PM, 28 Apr

২০ ওভারে ৩ উইকেটে ১৭১ রান সানরাইজার্স হায়দরাবাদের। ১০ বলে ২৬ রান করে অপরাজিত কেন উইলিয়ামসন। ৪ বলে ১২ করে অপরাজিত কেদার যাদব।
9:00 PM, 28 Apr

১৮তম ওভারের পঞ্চম বলে মণীশ পাণ্ডের উইকেটও নিলেন এনগিডি। ৪৬ বলে ৬১ রান করেন মণীশ। ১৮ ওভারের শেষে সানরাইজার্স ৩ উইকেটে ১৩৮।
8:55 PM, 28 Apr

৫৫ বলে ৫৭ রান করে আউট ডেভিড ওয়ার্নার। তাঁর উইকেট পেলেন লুঙ্গি এনগিডি। ১৭.১ ওভারে সানরাইজার্স ২ উইকেটে ১২৮
8:46 PM, 28 Apr

আইপিএলে ৫০তম অর্ধশতরান পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার
8:44 PM, 28 Apr

মণীশ পাণ্ডে অর্ধশতরান করার পর টি ২০-তে ১০ হাজার রান ও ২০০টি ছক্কা মারার নজির গড়লেন ডেভিড ওয়ার্নার
8:36 PM, 28 Apr

১৪ ওভারের শেষে সানরাইজার্সের স্কোর ১ উইকেটে ১০২
8:18 PM, 28 Apr

১০ ওভারের শেষে সানরাইজার্স ১ উইকেটে ৬৯। ক্রিজে ডেভিড ওয়ার্নারের সঙ্গে রয়েছেন মণীশ পাণ্ডে।
7:59 PM, 28 Apr

পাওয়ারপ্লে-তে ৬ ওভারে সানরাইজার্স হায়দরাবাদের রান ১ উইকেটে ৩৯ রান।
7:47 PM, 28 Apr

সানরাইজার্স হায়দরাবাদের প্রথম উইকেটের পতন। স্যাম কারানের শিকার জনি বেয়ারস্টো। ৫ বলে ৭ রান করে আউট। ক্যাচ ধরলেন দীপক চাহার। ০ রানে জনির ক্যাচ ফেলেছিলেন ধোনি।
7:06 PM, 28 Apr

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জগদীশা সুচিথ, সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কৌল।
7:05 PM, 28 Apr

চেন্নাই সুপার কিংস: ফাফ দু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড়, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, মঈন আলি, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিডি, দীপক চাহার।
7:03 PM, 28 Apr

সানরাইজার্স দলে দুটি পরিবর্তন। অভিষেক শর্মা ও বিরাট সিং দলের বাইরে। প্রথম একাদশে সন্দীপ শর্মা ও মণীশ পাণ্ডে। চেন্নাই সুপার কিংসেও দুটি পরিবর্তন। দলে এলেন মঈন আলি ও লুঙ্গি এনগিডি।
7:00 PM, 28 Apr

দক্ষিণী ডার্বিতে টস জিতে ব্যাটিং সানরাইজার্সের
6:54 PM, 28 Apr

দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হারের পর জয়ের রাস্তায় ফিরতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ।
6:43 PM, 28 Apr

টস একটু পরেই। ধোনিদের লক্ষ্য টানা পাঁচ ম্যাচে জয়।

English summary
MS Dhoni-Led CSK will be up against Sunrisers Hyderabad In Delhi Tonight. CSK Hold Better Head To Head Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X